ক্রীড়া ডেস্ক
রানের পাহাড় গড়ার পর পাকিস্তান উল্টো চাপে পড়েছে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্ট এখন এমন এক পর্যায়ে, যেখানে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই বললেই চলে। বরং ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুযোগটা এখানেই দেখছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে গতকাল সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ৫৬৫ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে, যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ১১৭ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ২৩ রানে ১ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা। দিনের খেলা শেষে গতকাল সাংবাদিকদের মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা যদি আগামীকাল (আজ) প্রথম ঘণ্টায় ভালো খেলে, তাহলে আমরা ভালো অবস্থায় থাকব। বেশি দূর চিন্তা করছি না। যদি আমরা আগামীকাল (আজ) দ্রুত কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তাহলে আমাদের দারুণ সুযোগ রয়েছে। প্রথম সেশনে কয়েকটা উইকেট তাড়াতাড়ি নিতে পারলে জেতার সুযোগ তৈরি হবে।’
৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। মিরাজ যখন গতকাল ৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ৩৩২ রান। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে ১৯৬ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। তাতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। যেখানে মুশফিক রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন এই টেস্টে। মিরাজ বলেন, ‘মুশফিক ভাই ও আমার একটা দারুণ জুটি হয়েছে। দারুণ ব্যাটিংয়ের কৃতিত্বটা তাঁকে (মুশফিক) দিতে হবে। আমাকে সমর্থন দিয়ে গেছেন পুরোটা সময়। তিনি বলেছেন, এটা দারুণ উইকেট ছিল এবং ভালোমতো খেলতে বলেছেন।’
চতুর্থ দিনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৬টি। প্রথম সেশনে লিটন দাসের উইকেট পড়ার পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট পড়েনি। শেষ সেশনে পড়েছে ৫ উইকেট। বোলারদের জন্য দারুণ কিছু করার সুযোগ যে রয়েছে, মিরাজ সেটা বারবার মনে করালেন। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘আমরা দারুণ লিড পেয়েছি। এখন সঠিক জায়গায় বোলিং করতে হবে এবং দ্রুত উইকেট তুলে নিতে হবে। বোলাররা শেষ ঘণ্টায় ভালো বোলিং করেছে।’
রানের পাহাড় গড়ার পর পাকিস্তান উল্টো চাপে পড়েছে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্ট এখন এমন এক পর্যায়ে, যেখানে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই বললেই চলে। বরং ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুযোগটা এখানেই দেখছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে গতকাল সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ৫৬৫ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে, যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ১১৭ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ২৩ রানে ১ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা। দিনের খেলা শেষে গতকাল সাংবাদিকদের মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা যদি আগামীকাল (আজ) প্রথম ঘণ্টায় ভালো খেলে, তাহলে আমরা ভালো অবস্থায় থাকব। বেশি দূর চিন্তা করছি না। যদি আমরা আগামীকাল (আজ) দ্রুত কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তাহলে আমাদের দারুণ সুযোগ রয়েছে। প্রথম সেশনে কয়েকটা উইকেট তাড়াতাড়ি নিতে পারলে জেতার সুযোগ তৈরি হবে।’
৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। মিরাজ যখন গতকাল ৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ৩৩২ রান। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে ১৯৬ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। তাতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। যেখানে মুশফিক রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন এই টেস্টে। মিরাজ বলেন, ‘মুশফিক ভাই ও আমার একটা দারুণ জুটি হয়েছে। দারুণ ব্যাটিংয়ের কৃতিত্বটা তাঁকে (মুশফিক) দিতে হবে। আমাকে সমর্থন দিয়ে গেছেন পুরোটা সময়। তিনি বলেছেন, এটা দারুণ উইকেট ছিল এবং ভালোমতো খেলতে বলেছেন।’
চতুর্থ দিনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৬টি। প্রথম সেশনে লিটন দাসের উইকেট পড়ার পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট পড়েনি। শেষ সেশনে পড়েছে ৫ উইকেট। বোলারদের জন্য দারুণ কিছু করার সুযোগ যে রয়েছে, মিরাজ সেটা বারবার মনে করালেন। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘আমরা দারুণ লিড পেয়েছি। এখন সঠিক জায়গায় বোলিং করতে হবে এবং দ্রুত উইকেট তুলে নিতে হবে। বোলাররা শেষ ঘণ্টায় ভালো বোলিং করেছে।’
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৩ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৫ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৭ ঘণ্টা আগে