চাপে থাকা পাকিস্তানকে হারানোর বড় সুযোগ দেখছে বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১০: ৩৫
Thumbnail image

রানের পাহাড় গড়ার পর পাকিস্তান উল্টো চাপে পড়েছে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্ট এখন এমন এক পর্যায়ে, যেখানে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই বললেই চলে। বরং ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুযোগটা এখানেই দেখছে বাংলাদেশ। 

রাওয়ালপিন্ডিতে গতকাল সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ৫৬৫ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে, যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ১১৭ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ২৩ রানে ১ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা। দিনের খেলা শেষে গতকাল সাংবাদিকদের মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা যদি আগামীকাল (আজ) প্রথম ঘণ্টায় ভালো খেলে, তাহলে আমরা ভালো অবস্থায় থাকব। বেশি দূর চিন্তা করছি না। যদি আমরা আগামীকাল (আজ) দ্রুত কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তাহলে আমাদের দারুণ সুযোগ রয়েছে। প্রথম সেশনে কয়েকটা উইকেট তাড়াতাড়ি নিতে পারলে জেতার সুযোগ তৈরি হবে।’ 

৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। মিরাজ যখন গতকাল ৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ৩৩২ রান। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে ১৯৬ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। তাতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। যেখানে মুশফিক রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন এই টেস্টে। মিরাজ বলেন, ‘মুশফিক ভাই ও আমার একটা দারুণ জুটি হয়েছে। দারুণ ব্যাটিংয়ের কৃতিত্বটা তাঁকে (মুশফিক) দিতে হবে। আমাকে সমর্থন দিয়ে গেছেন পুরোটা সময়। তিনি বলেছেন, এটা দারুণ উইকেট ছিল এবং ভালোমতো খেলতে বলেছেন।’ 

চতুর্থ দিনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৬টি। প্রথম সেশনে লিটন দাসের উইকেট পড়ার পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট পড়েনি। শেষ সেশনে পড়েছে ৫ উইকেট। বোলারদের জন্য দারুণ কিছু করার সুযোগ যে রয়েছে, মিরাজ সেটা বারবার মনে করালেন। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘আমরা দারুণ লিড পেয়েছি। এখন সঠিক জায়গায় বোলিং করতে হবে এবং দ্রুত উইকেট তুলে নিতে হবে। বোলাররা শেষ ঘণ্টায় ভালো বোলিং করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত