Ajker Patrika

চট্টগ্রামকে হারিয়ে অগ্নি পরীক্ষার সামনে সোহানরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামকে হারিয়ে অগ্নি পরীক্ষার সামনে সোহানরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ১১ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এ জয়ে স্পষ্টই ‘অগ্নি’ পরীক্ষার দিকে চলে গেলেন নুরুল হাসান সোহানরা। এ জয়ে ১১ ম্যাচে ৮ জয়ে কুমিল্লা ও রংপুরের ১৬ পয়েন্ট করে।

নেট রান রেটে এগিয়ে থেকে দুই ও তিনে যথাক্রমে—রংপুর ও কুমিল্লা। লিগ পর্বে শীর্ষে দুইয়ে থেকে কোয়ালিফায়ার খেলতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে দুদলকে। কিন্তু লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা একে অপরের বিপক্ষেই খেলবে। যারা জিতবে তারা সিলেটের বিপক্ষে কোয়ালিফায়ারে খেলবে। হেরে যাওয়া দল এলিমিনেটরে খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। তাই কুমিল্লা-রংপুরের জন্য শেষ ম্যাচটি অগ্নি পরীক্ষাই।

লিগ পর্বে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে যথাক্রমে—রংপুর ও কুমিল্লা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে বরিশাল।

বিপিএলে প্রশংসিত মিরপুরের উইকেট গত দুদিন ধরে যেন কিছুটা রূপ বদল করেছে। ১২০ স্কোর করতেই হাঁসফাঁস অবস্থা দলগুলোর। আজ দিনের প্রথম ম্যাচে মাত্র ১১৩ রান করেছিল খুলনা। পরে এ রান তাড়া করতে ঘাম ছুটেছে সিলেটের ব্যাটারদের।

এ দিক থেকে আগে ব্যাটিং করে চট্টগ্রাম একটু বেশিই স্কোর তুলেছে। ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৩২ রান। জিয়াউর রহমান ৩৩ ও তৌফিক খানের ২৮ রান ছাড়া উল্লেযোগ্য কেউ ইনিংস খেলতে পারেননি। রংপুরের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার হারিস রউফ।

চট্টগ্রামের দেওয়া ১৩৩ রানের লক্ষ্য ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তাড়া করেছে রংপুর। আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ প্রথম ম্যাচে নেমেই ঝড় তুললেন। ৩০ বলে খেলেছেন ৪৬ রানের ইনিংস। রনি তালুকদারের ব্যাট থেকে আসে ২৮ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত