ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম টানা চার ম্যাচে চার ফিফটি করে দেখিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম। ২০১২ সালে একই পথে হাঁটেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
এই অভিজাত ক্লাবে নাম আছে নামিবিয়ার ক্রেইগ উইলিয়ামস ও কানাডার রায়ান পাঠানের। ফ্রান্সের ১৮ বছর বয়সী গুস্তাভ ম্যাককেয়ন এই মাইলফলকে পা রেখেছেন বেশি দিন হয়নি। অবশ্য এই তিনজনের দেশ প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তির মধ্যে পড়ে না। তার পরও রেকর্ড বলে কথা।
এবার তাঁরা ক্লাবের নতুন সদস্যও পেয়ে গেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে চার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে সংক্ষিপ্ত সদস্যের ক্লাবটিতে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার রেজা হেন্ড্ররিক্স। গতকাল ব্রিস্টলে আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
সাম্প্রতিক সময়ে ২০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন হেন্ডরিক্স। গত মাসে এই ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে ৫৩ ও ৭০ রানের ইনিংস। এবার আইরিশদের বিপক্ষে ৫৩ বলে ৭৬ রানের ইনিংস খেললেন এই ওপেনার। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে প্রোটিয়ারা। দুই ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার কুইন্টন ডি কককে হারালেও হেন্ডরিক্স ও এইডেন মার্করামের ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে ত্রিস্তান স্টাবস ১১ বলে ২৪ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ৭ বলে ২১ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২১১ রানের সংগ্রহ দাঁড় করায় তারা।
রান তাড়া করতে নেমে ভালো জবাব দিতে থাকে আয়ারল্যান্ডও। কিন্তু তাদের দুর্ভাগ্য, শেষ দিকে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১৯০ রানে থেমে যায়। অধিনায়ক লোকান টাকার খেলেন ৩৮ বলে ৭৮ রানের ইনিংস। জর্জ ডকরেল করেন ৪৩ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম টানা চার ম্যাচে চার ফিফটি করে দেখিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম। ২০১২ সালে একই পথে হাঁটেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
এই অভিজাত ক্লাবে নাম আছে নামিবিয়ার ক্রেইগ উইলিয়ামস ও কানাডার রায়ান পাঠানের। ফ্রান্সের ১৮ বছর বয়সী গুস্তাভ ম্যাককেয়ন এই মাইলফলকে পা রেখেছেন বেশি দিন হয়নি। অবশ্য এই তিনজনের দেশ প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তির মধ্যে পড়ে না। তার পরও রেকর্ড বলে কথা।
এবার তাঁরা ক্লাবের নতুন সদস্যও পেয়ে গেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে চার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে সংক্ষিপ্ত সদস্যের ক্লাবটিতে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার রেজা হেন্ড্ররিক্স। গতকাল ব্রিস্টলে আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
সাম্প্রতিক সময়ে ২০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন হেন্ডরিক্স। গত মাসে এই ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে ৫৩ ও ৭০ রানের ইনিংস। এবার আইরিশদের বিপক্ষে ৫৩ বলে ৭৬ রানের ইনিংস খেললেন এই ওপেনার। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে প্রোটিয়ারা। দুই ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার কুইন্টন ডি কককে হারালেও হেন্ডরিক্স ও এইডেন মার্করামের ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে ত্রিস্তান স্টাবস ১১ বলে ২৪ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ৭ বলে ২১ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২১১ রানের সংগ্রহ দাঁড় করায় তারা।
রান তাড়া করতে নেমে ভালো জবাব দিতে থাকে আয়ারল্যান্ডও। কিন্তু তাদের দুর্ভাগ্য, শেষ দিকে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১৯০ রানে থেমে যায়। অধিনায়ক লোকান টাকার খেলেন ৩৮ বলে ৭৮ রানের ইনিংস। জর্জ ডকরেল করেন ৪৩ রান।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৩৮ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে