Ajker Patrika

ইরানের মিসাইল হামলায় বদলেছে পিটারসেনের বিমানের পথ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২০: ১৫
ইরানের মিসাইল হামলায় বদলেছে পিটারসেনের বিমানের পথ

যুদ্ধের আঁচ গতকাল ভালোভাবেই টের পেয়েছেন কেভিন পিটারসেন। তা না হলে জানাতেন না এমন অভিজ্ঞতা তাঁর প্রথমবারের মতো হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ানস-চেন্নাই সুপার কিংসের ম্যাচে আজ ধারাভাষ্য দেওয়ার কথা তাঁর। 

সেই লক্ষ্যে ভারতে উদ্দেশে বিমানে উঠেছিলেন পিটারসেন। কিন্তু বিমানে উঠে জানতে পারেন ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তাঁদের বহনকারী বিমানের গতিপথ পরিবর্তন হয়েছে। এটা শোনার পর উদ্বিগ্ন হওয়ার অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার। 

এমন অভিজ্ঞতা প্রথমবার হয়েছে বলে নিজের সামাজিক মাধ্যমে পিটারসেন লিখেছেন, ‘এবারই প্রথমবার (এমন অভিজ্ঞতা)। আমাদের বহনকারী বিমানকে ফিরে যেতে হয়েছে এবং অতিরিক্ত জ্বালানি নিতে হয়েছে। কারণ, ইরানের মিসাইল এড়াতে আমাদের গতিপথ বদলাতে হয়েছিল। পাগলামি!!!!’ 

পিটারসেন অবশ্য কোথা থেকে বিমানে উঠেছিলেন, তা জানা যায়নি। ওয়াংখেড়েতে যে ধারাভাষ্য দেওয়ার জন্য উন্মুখ আছেন তিনি সেটিও জানিয়েছেন ইংল্যান্ড কিংবদন্তি। তিনি লিখেছেন, ‘যা-ই হোক, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে থাকব। আমার প্রিয় মাঠগুলোর একটি।’ 

ইসরায়েলের ওপর গতকাল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কিছুদিন আগে দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামার বদলা নিতেই এই হামলা করেছে ইরান। হামলার কারণেই লেবানন, জর্ডান ও ইরাক নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পিটারসেনের বহনকারী বিমানও হয়তো বন্ধ হয়ে যাওয়া গতিপথেরই একটি ছিল। গতিপথ বদলে যাওয়ায় কোনো ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি নিতে হয় বিমানটিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত