ভর্ৎসনার সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেলেন শান্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১১: ৫১
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১: ৫৭

এবারের বিপিএলে ব্যাটিংয়ে সময়টা ভালোই কাটছে নাজমুল হোসেন শান্তর। এর মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন এই বাঁহাতি ওপেনার। তবে গতকাল ম্যাচ-সেরা ইনিংস খেলেও আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি পেয়েছেন শান্ত।

ঘটনা সিলেট স্ট্রাইকার্সের ইনিংসের সময়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৭৪ রান তাড়ায় নেমে দলকে দারুণ এগিয়ে নিচ্ছিলেন শান্ত। ওই সময় ৪৪ বলে ৬০ রান করা শান্ত স্টাম্পড হন চট্টগ্রামের বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানের বলে। আগের দুই বলে চার ও ছক্কায় ১০ রান নেওয়া শান্ত ব্যাপারটা মানতে পারেননি।

হেলমেট ছুড়ে মেরে আউট হওয়ার হতাশা ঝেড়েছেন দলের ডাগআউটের সামনে। এর জন্য শান্তকে সতর্কতা দেওয়া হয়েছে। বিসিবির কোড অব কনডাক্টের ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে তিনি এই সতর্কবার্তা পেয়েছেন।

সতর্কবার্তার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে শান্তর নামের পাশে। আর ৩ পয়েন্ট পেলে ১ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন। আম্পায়ারের অভিযোগ মেনে নিয়েছেন শান্ত। এর জন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত