ক্রীড়া ডেস্ক
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় চারদিক থেকে সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে। ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কিছু সিদ্ধান্ত নিয়েও উঠেছে প্রশ্ন। বাদ যাননি লিটন দাসও। ক্যাচ মিসের জন্য তাঁকেও তীর্যক সমালোচনা সইতে হচ্ছে। তবে লিটন–রিয়াদ পাশে পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফি বরং দায়টা বেশি দেখছেন কোচদের।
লঙ্কানদের কাছে হারের চুলচেরা বিশ্লেষণ করেছেন মাশরাফি। ফেসবুকে পরাজয়ের ময়নাতদন্ত করেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। সেখানে মাশরাফি দায়টা বেশি দেখছেন বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান কোচদের। তিনি লিখেছেন, ‘এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয়, একটা পুনর্বাসন কেন্দ্র! যেখানে দক্ষিণ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসঙ্গে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ। কারণ, চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে…।’
৭৯ রানে শ্রীলঙ্কার ৪ উইকেট পড়ে যাওয়ার পর সাকিবকে আক্রমণে না আনা নিয়ে সমালোচনা হচ্ছে মাহমুদউল্লাহর। তবে এখানে মাশরাফি একা অধিনায়কের দোষ দিতে নারাজ। তাঁর মতে, দায় আছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও। মাশরাফি লিখেছেন, ‘আইসিসির নিয়ম অনুযায়ী পানি বিরতির সময় কোচ মাঠের ভেতরে আসেন। আমাদের কোচও এসেছিলেন। তিনি এসে রিয়াদের সঙ্গে কী কথা বলেছিল (পরিকল্পনা নিয়ে)? যদি বলে থাকেন তাহলে কি সব দায় রিয়াদের? আর যদি রিয়াদের সঙ্গে কথা না বলে থাকেন তাহলে তো বিরতির সময় দলের টিম বয়কেই মাঠে পাঠিয়ে দেওয়া যায়। কোচের আর প্রয়োজন কী?’
গুরুত্বপূর্ণ সময়ে লিটন দুটি ক্যাচ হাতছাড়া করায় ম্যাচ থেকেই প্রায় ছিটকে পড়ে বাংলাদেশ। তবে ক্যাচ মিসকে খেলার অংশ বলছেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘লিটনের ক্যাচ মিসের কোনো অজুহাত দেব না। লিটন নিজেও দেবে না। তবে ক্যাচ মিস খেলার একটা অংশই। কিন্তু ফিল্ডিং কোচের কাছে কি এ বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়? ক্যাচ মিস কি এই প্রথম হলো? ২০১৯ বিশ্বকাপের পর ম্যানেজমেন্টের প্রায় সবাই চাকরি হারিয়েছে, শুধু বর্তমান ফিল্ডিং কোচ ছাড়া। তাহলে আমরা বিশ্বকাপে বা তারপর কি সেরা ফিল্ডিং দল হয়ে গিয়েছি?’
মাশরাফির মূল ক্ষোভটা ঝেড়েছেন আসলে ডমিঙ্গোর ওপর। লিখেছেন, ‘প্রধান কোচ এক এক করে নিজ দেশের সবাইকে এনেছে (কোচিং স্টাফে)। এরপর যারা অস্থায়ীভাবে আছে তাদেরও সরাবে। আর নিজের মতো করে ম্যানেজমেন্ট সাজাবে। তাও মেনে নিলাম। কিন্তু রাসেল (ডমিঙ্গো) ম্যানেজমেন্টের জন্য যেভাবে বড় স্বরে কথা বলেন, সেখানে মূল দলের ক্ষেত্রে কেন লুকিয়ে থাকেন? কেন তামিম (ইকবাল), মুশফিক (রহিম), রিয়াদ ভালো থাকে না। এটা ঠিক করা কি তাঁর কাজ না?’
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় চারদিক থেকে সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে। ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কিছু সিদ্ধান্ত নিয়েও উঠেছে প্রশ্ন। বাদ যাননি লিটন দাসও। ক্যাচ মিসের জন্য তাঁকেও তীর্যক সমালোচনা সইতে হচ্ছে। তবে লিটন–রিয়াদ পাশে পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফি বরং দায়টা বেশি দেখছেন কোচদের।
লঙ্কানদের কাছে হারের চুলচেরা বিশ্লেষণ করেছেন মাশরাফি। ফেসবুকে পরাজয়ের ময়নাতদন্ত করেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। সেখানে মাশরাফি দায়টা বেশি দেখছেন বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান কোচদের। তিনি লিখেছেন, ‘এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয়, একটা পুনর্বাসন কেন্দ্র! যেখানে দক্ষিণ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসঙ্গে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ। কারণ, চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে…।’
৭৯ রানে শ্রীলঙ্কার ৪ উইকেট পড়ে যাওয়ার পর সাকিবকে আক্রমণে না আনা নিয়ে সমালোচনা হচ্ছে মাহমুদউল্লাহর। তবে এখানে মাশরাফি একা অধিনায়কের দোষ দিতে নারাজ। তাঁর মতে, দায় আছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও। মাশরাফি লিখেছেন, ‘আইসিসির নিয়ম অনুযায়ী পানি বিরতির সময় কোচ মাঠের ভেতরে আসেন। আমাদের কোচও এসেছিলেন। তিনি এসে রিয়াদের সঙ্গে কী কথা বলেছিল (পরিকল্পনা নিয়ে)? যদি বলে থাকেন তাহলে কি সব দায় রিয়াদের? আর যদি রিয়াদের সঙ্গে কথা না বলে থাকেন তাহলে তো বিরতির সময় দলের টিম বয়কেই মাঠে পাঠিয়ে দেওয়া যায়। কোচের আর প্রয়োজন কী?’
গুরুত্বপূর্ণ সময়ে লিটন দুটি ক্যাচ হাতছাড়া করায় ম্যাচ থেকেই প্রায় ছিটকে পড়ে বাংলাদেশ। তবে ক্যাচ মিসকে খেলার অংশ বলছেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘লিটনের ক্যাচ মিসের কোনো অজুহাত দেব না। লিটন নিজেও দেবে না। তবে ক্যাচ মিস খেলার একটা অংশই। কিন্তু ফিল্ডিং কোচের কাছে কি এ বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়? ক্যাচ মিস কি এই প্রথম হলো? ২০১৯ বিশ্বকাপের পর ম্যানেজমেন্টের প্রায় সবাই চাকরি হারিয়েছে, শুধু বর্তমান ফিল্ডিং কোচ ছাড়া। তাহলে আমরা বিশ্বকাপে বা তারপর কি সেরা ফিল্ডিং দল হয়ে গিয়েছি?’
মাশরাফির মূল ক্ষোভটা ঝেড়েছেন আসলে ডমিঙ্গোর ওপর। লিখেছেন, ‘প্রধান কোচ এক এক করে নিজ দেশের সবাইকে এনেছে (কোচিং স্টাফে)। এরপর যারা অস্থায়ীভাবে আছে তাদেরও সরাবে। আর নিজের মতো করে ম্যানেজমেন্ট সাজাবে। তাও মেনে নিলাম। কিন্তু রাসেল (ডমিঙ্গো) ম্যানেজমেন্টের জন্য যেভাবে বড় স্বরে কথা বলেন, সেখানে মূল দলের ক্ষেত্রে কেন লুকিয়ে থাকেন? কেন তামিম (ইকবাল), মুশফিক (রহিম), রিয়াদ ভালো থাকে না। এটা ঠিক করা কি তাঁর কাজ না?’
প্রথম দিনের ঠিক উল্টোটায় হলো পার্থে। সারাদিনে পড়ল মাত্র ৩ উইকেট! সব আবার অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করে অজিরা স্কোরবোর্ডে ৩৭ রান জমা করতেই থামে প্রথম ইনিংসে।
১ ঘণ্টা আগে২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
৪ ঘণ্টা আগে