ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে দারুণ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে গোল পাচ্ছেন, দলকে জেতাচ্ছেন।
এত কিছুর পরও ম্যানইউ সমর্থকদের মন খারাপ হতে পারে! ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের এক মাস পেরোতেই রোনালদোকে নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। পর্তুগিজ মহাতারকার ওপর নাকি ভালোই চটেছেন তাঁর সতীর্থরা।
জানা গেছে, রোনালদোর ওপর লুক শ-পল পগবাদের রাগের কারণ খাবারের মেন্যু। ম্যানইউয়ের ক্যান্টিনে নাকি শুধু সিআরসেভেনের পছন্দের খাবার পাওয়া যাচ্ছে। আর তাই দলের অন্য সদস্যদেরও একই খাবার খেতে হচ্ছে।
পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো বরাবরই স্বাস্থ্য সচেতন। আজেবাজে খাবার থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। নিজেকে ফিট রাখতে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার বেশি রাখেন রোনালদো। সে কারণেই ৩৭ ছুঁই ছুঁই বয়সেও কুড়ি বছরের তরুণ মনে হয় তাঁকে।
ম্যানইউতে আসার পর খাবারের মেন্যুতে অক্টোপাস ও পর্তুগিজ খাবার ‘বালকাহু’ যোগ করতে বলেছেন রোনালদো। সেই খাবার এখন ক্লাব ক্যান্টিনেও পাওয়া যাচ্ছে। আর এগুলো সতীর্থদেরও খেতে অনুরোধ করেছেন তিনি।
ঝামেলা বেঁধেছে এখানেই। রোনালদোর প্রিয় খাবারগুলোকে ‘অখাদ্য’ মনে হচ্ছে ডেভিড দি হিয়া-হ্যারি ম্যাগুয়ারদের। দলের অনেকেই সেই খাবার খেতে পারছেন না। অক্টোপাস নিয়েই নাকি ঝামেলাটা বেশি হচ্ছে।
ম্যানইউয়ের অধিকাংশ ফুটবলার নিজেদের পছন্দের খাবার বদলাতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সদস্য বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মেন্যুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার খেতে চায় না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু তারা খুব হতাশ।’
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে দারুণ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে গোল পাচ্ছেন, দলকে জেতাচ্ছেন।
এত কিছুর পরও ম্যানইউ সমর্থকদের মন খারাপ হতে পারে! ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের এক মাস পেরোতেই রোনালদোকে নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। পর্তুগিজ মহাতারকার ওপর নাকি ভালোই চটেছেন তাঁর সতীর্থরা।
জানা গেছে, রোনালদোর ওপর লুক শ-পল পগবাদের রাগের কারণ খাবারের মেন্যু। ম্যানইউয়ের ক্যান্টিনে নাকি শুধু সিআরসেভেনের পছন্দের খাবার পাওয়া যাচ্ছে। আর তাই দলের অন্য সদস্যদেরও একই খাবার খেতে হচ্ছে।
পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো বরাবরই স্বাস্থ্য সচেতন। আজেবাজে খাবার থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। নিজেকে ফিট রাখতে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার বেশি রাখেন রোনালদো। সে কারণেই ৩৭ ছুঁই ছুঁই বয়সেও কুড়ি বছরের তরুণ মনে হয় তাঁকে।
ম্যানইউতে আসার পর খাবারের মেন্যুতে অক্টোপাস ও পর্তুগিজ খাবার ‘বালকাহু’ যোগ করতে বলেছেন রোনালদো। সেই খাবার এখন ক্লাব ক্যান্টিনেও পাওয়া যাচ্ছে। আর এগুলো সতীর্থদেরও খেতে অনুরোধ করেছেন তিনি।
ঝামেলা বেঁধেছে এখানেই। রোনালদোর প্রিয় খাবারগুলোকে ‘অখাদ্য’ মনে হচ্ছে ডেভিড দি হিয়া-হ্যারি ম্যাগুয়ারদের। দলের অনেকেই সেই খাবার খেতে পারছেন না। অক্টোপাস নিয়েই নাকি ঝামেলাটা বেশি হচ্ছে।
ম্যানইউয়ের অধিকাংশ ফুটবলার নিজেদের পছন্দের খাবার বদলাতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সদস্য বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মেন্যুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার খেতে চায় না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু তারা খুব হতাশ।’
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট...
১৭ মিনিট আগেআইসিসি ইভেন্টে ম্যাট হেনরি বনে যান ভারতের ‘যম’। নিউজিল্যান্ডের অন্যান্য বোলারদের চেয়ে এই পেসারকে সামলাতে হিমশিম খায় ভারত। এবার যখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল দরজায় কড়া নাড়ছে, তখন তাকে নিয়ে দোটানায় পড়েছে কিউইরা।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে ঠিকই, তবে ভারতের সমালোচনা এখনো চলছেই। পাকিস্তানে খেলতে না যাওয়ায় পুরো টুর্নামেন্টই যেন কিছুটা রং হারিয়েছে। পাকিস্তান-দুবাই করতে করতে অন্য দলগুলো ভ্রমণ ঝক্কিতে ক্লান্ত। আগামী পরশু ভারতের ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও ভ্রমণ হ্যাপায় ক্লান্ত। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ
১ ঘণ্টা আগেফিফার সবচেয়ে বড় আয়োজন ছেলেদের ফুটবল বিশ্বকাপ। তাদের অন্য সব ইভেন্টের চেয়ে পুরুষদের বিশ্বকাপের গুরুত্ব ও আলোচনাও বেশি। পুরো বিশ্ব এক হয়ে তাকিয়ে থাকে বিশ্বকাপ দেখতে। ফিফার অন্যান্য ইভেন্টের চেয়ে ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও সবচেয়ে বেশি ছিল। তবে এবার সে রেকর্ড ভাঙতে চলেছে। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও
৪ ঘণ্টা আগে