Ajker Patrika

রোনালদোর পছন্দের খাবারে সতীর্থদের অসন্তোষ!

ক্রীড়া ডেস্ক
রোনালদোর পছন্দের খাবারে সতীর্থদের অসন্তোষ!

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে দারুণ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে গোল পাচ্ছেন, দলকে জেতাচ্ছেন। 

এত কিছুর পরও ম্যানইউ সমর্থকদের মন খারাপ হতে পারে! ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের এক মাস পেরোতেই রোনালদোকে নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। পর্তুগিজ মহাতারকার ওপর নাকি ভালোই চটেছেন তাঁর সতীর্থরা। 

জানা গেছে, রোনালদোর ওপর লুক শ-পল পগবাদের রাগের কারণ খাবারের মেন্যু। ম্যানইউয়ের ক্যান্টিনে নাকি শুধু সিআরসেভেনের পছন্দের খাবার পাওয়া যাচ্ছে। আর তাই দলের অন্য সদস্যদেরও একই খাবার খেতে হচ্ছে। 

পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো বরাবরই স্বাস্থ্য সচেতন। আজেবাজে খাবার থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। নিজেকে ফিট রাখতে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার বেশি রাখেন রোনালদো। সে কারণেই ৩৭ ছুঁই ছুঁই বয়সেও কুড়ি বছরের তরুণ মনে হয় তাঁকে। 

ম্যানইউতে আসার পর খাবারের মেন্যুতে অক্টোপাস ও পর্তুগিজ খাবার ‘বালকাহু’ যোগ করতে বলেছেন রোনালদো। সেই খাবার এখন ক্লাব ক্যান্টিনেও পাওয়া যাচ্ছে। আর এগুলো সতীর্থদেরও খেতে অনুরোধ করেছেন তিনি। 

ঝামেলা বেঁধেছে এখানেই। রোনালদোর প্রিয় খাবারগুলোকে ‘অখাদ্য’ মনে হচ্ছে ডেভিড দি হিয়া-হ্যারি ম্যাগুয়ারদের। দলের অনেকেই সেই খাবার খেতে পারছেন না। অক্টোপাস নিয়েই নাকি ঝামেলাটা বেশি হচ্ছে। 

ম্যানইউয়ের অধিকাংশ ফুটবলার নিজেদের পছন্দের খাবার বদলাতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সদস্য বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মেন্যুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার খেতে চায় না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু তারা খুব হতাশ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত