ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণার সময় নিশ্চয়ই ড্যারেন ব্রাভোর কথা মনে পড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের (সিডব্লুআই)? গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে অবসর না নিলে তাঁকে হয়তো রাখতে পারতে অস্ট্রেলিয়া সফরে।
সেদিন ওয়ানডে দলে সুযোগ না পাওয়ায় অভিমানে বিরতি নেন ড্যারেন। যদিও ২০২০ সালের পর থেকে টেস্ট খেলেননি তিনি। তাঁর মতো অবসর না নিলেও কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার ও নিকোলাস পুরান। সঙ্গে অলরাউন্ডার কাইল মায়ার্সও চুক্তি করেননি।
এতে করে টেস্ট দল ঘোষণা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিডব্লিউআই। অস্ট্রেলিয়ায় আনকোরা এক দল পাঠাতে হচ্ছে তাদের। আজ দুই টেস্টের জন্য ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, তার মধ্যে সাত জনই নতুন। জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান ও শামার জোসেফের কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। দুই-একজনের অন্য সংস্করণে খেলার অভিজ্ঞতা থাকলেও অধিকাংশর কোনো সংস্করণে খেলার অভিজ্ঞতা নেই।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলবেন বলেই এই সফরে যেতে রাজি হননি হোল্ডার ও মায়ার্স। তাঁদের মতো যাচ্ছেন না চোটে পড়া উদীয়মান পেসার জেডন সিলস। তাঁরা যেতে না পারায় অনভিজ্ঞদের নিয়েই দল সাজাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাঁদের প্রভাব যে দলে পড়েছে, তা স্বীকার করে নিয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে স্কোয়াড প্রভাবিত হয়েছে।’
অথচ, এবারের সফরে নিজেদের শক্তিশালী দলই ঘোষণা করা উচিত ছিল ক্যারিবিয়ানদের। কেননা, দীর্ঘ ২৬ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় পায় না তারা। ১৯৯৭ সালের পর এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলে ১৪টিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ অপেক্ষা ফুরাতে হলে নিশ্চিতভাবেই বাড়তি কিছু করতে হবে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল ও অভিজ্ঞ পেসার কেমার রোচদের।
দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রথম টেস্ট ১৭ জানুয়ারি অ্যাডিলেডে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ব্রিসবেনে শুরু হবে ২৫ জানুয়ারি। টেস্ট শেষে সমান ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে দুই দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল, কেমার রোচ, জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান, শামার জোসেফ, ক্রিক ম্যাকেনজি, আলিচ অ্যাথানজি, জশুয়া ডি সিলভা, গুদাকেশ মোতি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণার সময় নিশ্চয়ই ড্যারেন ব্রাভোর কথা মনে পড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের (সিডব্লুআই)? গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে অবসর না নিলে তাঁকে হয়তো রাখতে পারতে অস্ট্রেলিয়া সফরে।
সেদিন ওয়ানডে দলে সুযোগ না পাওয়ায় অভিমানে বিরতি নেন ড্যারেন। যদিও ২০২০ সালের পর থেকে টেস্ট খেলেননি তিনি। তাঁর মতো অবসর না নিলেও কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার ও নিকোলাস পুরান। সঙ্গে অলরাউন্ডার কাইল মায়ার্সও চুক্তি করেননি।
এতে করে টেস্ট দল ঘোষণা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিডব্লিউআই। অস্ট্রেলিয়ায় আনকোরা এক দল পাঠাতে হচ্ছে তাদের। আজ দুই টেস্টের জন্য ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, তার মধ্যে সাত জনই নতুন। জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান ও শামার জোসেফের কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। দুই-একজনের অন্য সংস্করণে খেলার অভিজ্ঞতা থাকলেও অধিকাংশর কোনো সংস্করণে খেলার অভিজ্ঞতা নেই।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলবেন বলেই এই সফরে যেতে রাজি হননি হোল্ডার ও মায়ার্স। তাঁদের মতো যাচ্ছেন না চোটে পড়া উদীয়মান পেসার জেডন সিলস। তাঁরা যেতে না পারায় অনভিজ্ঞদের নিয়েই দল সাজাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাঁদের প্রভাব যে দলে পড়েছে, তা স্বীকার করে নিয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে স্কোয়াড প্রভাবিত হয়েছে।’
অথচ, এবারের সফরে নিজেদের শক্তিশালী দলই ঘোষণা করা উচিত ছিল ক্যারিবিয়ানদের। কেননা, দীর্ঘ ২৬ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় পায় না তারা। ১৯৯৭ সালের পর এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলে ১৪টিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ অপেক্ষা ফুরাতে হলে নিশ্চিতভাবেই বাড়তি কিছু করতে হবে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল ও অভিজ্ঞ পেসার কেমার রোচদের।
দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রথম টেস্ট ১৭ জানুয়ারি অ্যাডিলেডে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ব্রিসবেনে শুরু হবে ২৫ জানুয়ারি। টেস্ট শেষে সমান ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে দুই দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল, কেমার রোচ, জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান, শামার জোসেফ, ক্রিক ম্যাকেনজি, আলিচ অ্যাথানজি, জশুয়া ডি সিলভা, গুদাকেশ মোতি।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে