Ajker Patrika

ব্রাজিলিয়ান ফুটবলারের প্রশংসায় আনচেলত্তি 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৫: ৪৯
ব্রাজিলিয়ান ফুটবলারের প্রশংসায় আনচেলত্তি 

এইতো কদিন আগের ঘটনা। মাঠ থেকে উঠে যাওয়ার সময় কার্লোস আনচেলত্তির সঙ্গে করমর্দন করেননি রদ্রিগো। আনচেলত্তির সঙ্গে রদ্রিগোর সম্পর্কের ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছিল। এই রদ্রিগোকেই গতকাল প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।

সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। এই ম্যাচে মূল একাদশে ছিলেন না রদ্রিগো। ব্রাজিলিয়ান এই ফুটবলারকে ৬৯ মিনিটে নামানো হয় বদলি খেলোয়াড় হিসেবে। ১-০তে পিছিয়ে থাকা রিয়াল সমতায় ফেরে রদ্রিগোর গোলে। ৭৯ মিনিটে লুকা মদ্রিচের অ্যাসিস্টে অসাধারণ এক ড্রিবলিংয়ে গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

বদলি হিসেবে নামা রদ্রিগোর গোলকে দুর্দান্ত বলেছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘সে দারুণ একটা গোল করেছে। কঠিন গোল সে সহজে করেছে। তার ফিরে আসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তার অ্যাকিলিস টেন্ডনে একটু সমস্যা ছিল।’

রদ্রিগোর গোলে সমতায় ফেরার পর ১০৩ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। আর ১০ মিনিট পর যোগ করা সময়ে গোল করেন ভিনিসিউস জুনিয়র। মাদ্রিদ ডার্বিতে ৩-১ গোলের জয়ে কোপা দেল রের সেমিফাইনালে পৌঁছে যায় লস ব্লাংকোসরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত