ক্রীড়া ডেস্ক, ঢাকা
কদিন আগেই নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল। এবার প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে। সিরিজের তৃতীয় ওয়ানডের আগে বোমাতঙ্ক দেখা দিয়েছে ম্যাচ ঘিরে। তবে এবার অবশ্য নিউজিল্যান্ড সফর বাতিল করেনি। নিরাপত্তাব্যবস্থা জোরদার করে শেষ পর্যন্ত বল মাঠে গড়িয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে এনজেডসির উদ্দেশে হুমকিপূর্ণ মেইল এসেছে। এই হুমকিতে নির্দিষ্ট করে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের কথা উল্লেখ করা হয়নি, তবু বিষয়টি দুই বোর্ডকেই চিন্তায় ফেলে দিয়েছে। এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, হুমকিপূর্ণ ই-মেইলে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের এক সদস্যকে জানানো হয়েছে, তাদের টিম হোটেলে বোমা রাখা আছে। এ-ও জানানো হয়, সিরিজ শেষে নিউজিল্যান্ডের দেশের ফেরার বিমানেও বোমা রাখা হতে পারে। এমন খবরে নিউজিল্যান্ড দলে আতঙ্ক ছড়ায়। খবর প্রকাশিত হয়, পরশু হোয়াইট ফার্নসদের দলের অনুশীলন বাতিল হয়েছে এ কারণে। পরে জানা যায়, সেদিন তাদের আসলে কোনো অনুশীলনই ছিল না।
তবে সব শঙ্কা পেছনে ফেলে নির্ধারিত সূচি মেনেই কাল তৃতীয় ওয়ানডে মাঠে গড়িয়েছে। নিউজিল্যান্ড ৩ উইকেট আর ২৫ বল হাতে রেখেই জয় পেয়েছে।
কদিন আগেই নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল। এবার প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে। সিরিজের তৃতীয় ওয়ানডের আগে বোমাতঙ্ক দেখা দিয়েছে ম্যাচ ঘিরে। তবে এবার অবশ্য নিউজিল্যান্ড সফর বাতিল করেনি। নিরাপত্তাব্যবস্থা জোরদার করে শেষ পর্যন্ত বল মাঠে গড়িয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে এনজেডসির উদ্দেশে হুমকিপূর্ণ মেইল এসেছে। এই হুমকিতে নির্দিষ্ট করে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের কথা উল্লেখ করা হয়নি, তবু বিষয়টি দুই বোর্ডকেই চিন্তায় ফেলে দিয়েছে। এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, হুমকিপূর্ণ ই-মেইলে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের এক সদস্যকে জানানো হয়েছে, তাদের টিম হোটেলে বোমা রাখা আছে। এ-ও জানানো হয়, সিরিজ শেষে নিউজিল্যান্ডের দেশের ফেরার বিমানেও বোমা রাখা হতে পারে। এমন খবরে নিউজিল্যান্ড দলে আতঙ্ক ছড়ায়। খবর প্রকাশিত হয়, পরশু হোয়াইট ফার্নসদের দলের অনুশীলন বাতিল হয়েছে এ কারণে। পরে জানা যায়, সেদিন তাদের আসলে কোনো অনুশীলনই ছিল না।
তবে সব শঙ্কা পেছনে ফেলে নির্ধারিত সূচি মেনেই কাল তৃতীয় ওয়ানডে মাঠে গড়িয়েছে। নিউজিল্যান্ড ৩ উইকেট আর ২৫ বল হাতে রেখেই জয় পেয়েছে।
আচমকা এক ঘোষণায় গত রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই সংস্করণে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারকেই তো সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর সামাজিক...
৮ মিনিট আগেমুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৯ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
১০ ঘণ্টা আগে