নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ‘ভাই আছে, আমার টেনশন কী!’—মোস্তাফিজুর রহমানের মুখে স্বস্তির হাসিটা ফোনের এ প্রান্ত থেকে বেশ বোঝা যাচ্ছিল। ফিজের এই ‘ভাই’টা হচ্ছেন সাকিব আল হাসান।
আইপিএল স্থগিত হওয়ায় দেশে ফেরা নিয়ে সব বিদেশি ক্রিকেটারের মতো বিপাকে পড়েছেন সাকিব–ফিজও। অবশেষে একটা ব্যবস্থা হচ্ছে দুজনের। ভাড়া করা বিমানে ভারত থেকে সরাসরি দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। সব ঠিক থাকলে আজই ফিরতে পারেন তাঁরা।
বিমানভাড়ার পুরো বিষয়টি দেখছেন আসলে সাকিব। এ কারণে মোস্তাফিজ বলছেন,‘ভাই আছেন!’ সাকিব এখন তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আছেন আহমেদাবাদে। আর মোস্তাফিজ আছেন দিল্লিতে। আহমেদাবাদ থেকে বিমানে চড়বেন সাকিব। ভাড়া করা বিমান আহমেদাবাদ থেকে আসবে দিল্লিতে। দিল্লি থেকে বিমান ধরবেন মোস্তাফিজ ও তাঁর স্ত্রী। এই তিন যাত্রীকে নিয়ে বিশেষ বিমানটি সরাসরি ঢাকায় এসে পৌঁছার কথা আজ সন্ধ্যায়। বিমানে ভাড়া পড়ছে প্রায় ২২ লাখ টাকা। ভাড়ার বেশির ভাগ অংশ দুই ফ্র্যাঞ্চাইজির দেওয়ার কথা বলে জানিয়েছেন দুই ক্রিকেটার। ভাড়ার ১০ শতাংশ বহন করতে হতে পারে সাকিব–মোস্তাফিজকে। বিমানের ব্যবস্থা হলেও সাকিব–মোস্তাফিজকে অপেক্ষা বাড়াচ্ছে আরেকটি বিষয়। বাংলাদেশে প্রবেশের অনুমতি কাল বিকেল পর্যন্ত পুরোপুরি মেলেনি। বাংলাদেশ সরকার সাকিব–মোস্তাফিজকে অনুমতি দিলেও অপেক্ষা ছিল ফিজের স্ত্রীর জন্য। এবার ভারত সফরে স্ত্রীকে সঙ্গে নিয়েছিলেন বাঁহাতি পেসার। মোস্তাফিজ জানালেন, কাল রাতের মধ্যে এসে যেতে পারে বাকি অনুমতিও।
দেশে আসার পর কোয়ারেন্টিন–হ্যাপা পোহাতে হবে সাকিব–মোস্তাফিজকে। পরশু স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, দুই তারকা ক্রিকেটারকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন করতেই হবে। মোস্তাফিজ জানালেন, তিনি আইপিএলে জৈব সুরক্ষাবলয়েই ছিলেন। গত এক মাসে ২০–২২ বার করোনা পরীক্ষা করতে হয়েছে তাঁকে। প্লেনে ওঠার আগেও তাঁদের করোনা পরীক্ষা হবে। এরপরও দেশে ফেরার পর যদি ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হয়, ২৩ মে শুরু দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে যাবে তাঁদের জন্য।
মোস্তাফিজ–সাকিব ঢাকায় পৌঁছে উঠবেন হোটেল সোনারগাঁওয়ে। সেখানেই হবে তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন।
ঢাকা: ‘ভাই আছে, আমার টেনশন কী!’—মোস্তাফিজুর রহমানের মুখে স্বস্তির হাসিটা ফোনের এ প্রান্ত থেকে বেশ বোঝা যাচ্ছিল। ফিজের এই ‘ভাই’টা হচ্ছেন সাকিব আল হাসান।
আইপিএল স্থগিত হওয়ায় দেশে ফেরা নিয়ে সব বিদেশি ক্রিকেটারের মতো বিপাকে পড়েছেন সাকিব–ফিজও। অবশেষে একটা ব্যবস্থা হচ্ছে দুজনের। ভাড়া করা বিমানে ভারত থেকে সরাসরি দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। সব ঠিক থাকলে আজই ফিরতে পারেন তাঁরা।
বিমানভাড়ার পুরো বিষয়টি দেখছেন আসলে সাকিব। এ কারণে মোস্তাফিজ বলছেন,‘ভাই আছেন!’ সাকিব এখন তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আছেন আহমেদাবাদে। আর মোস্তাফিজ আছেন দিল্লিতে। আহমেদাবাদ থেকে বিমানে চড়বেন সাকিব। ভাড়া করা বিমান আহমেদাবাদ থেকে আসবে দিল্লিতে। দিল্লি থেকে বিমান ধরবেন মোস্তাফিজ ও তাঁর স্ত্রী। এই তিন যাত্রীকে নিয়ে বিশেষ বিমানটি সরাসরি ঢাকায় এসে পৌঁছার কথা আজ সন্ধ্যায়। বিমানে ভাড়া পড়ছে প্রায় ২২ লাখ টাকা। ভাড়ার বেশির ভাগ অংশ দুই ফ্র্যাঞ্চাইজির দেওয়ার কথা বলে জানিয়েছেন দুই ক্রিকেটার। ভাড়ার ১০ শতাংশ বহন করতে হতে পারে সাকিব–মোস্তাফিজকে। বিমানের ব্যবস্থা হলেও সাকিব–মোস্তাফিজকে অপেক্ষা বাড়াচ্ছে আরেকটি বিষয়। বাংলাদেশে প্রবেশের অনুমতি কাল বিকেল পর্যন্ত পুরোপুরি মেলেনি। বাংলাদেশ সরকার সাকিব–মোস্তাফিজকে অনুমতি দিলেও অপেক্ষা ছিল ফিজের স্ত্রীর জন্য। এবার ভারত সফরে স্ত্রীকে সঙ্গে নিয়েছিলেন বাঁহাতি পেসার। মোস্তাফিজ জানালেন, কাল রাতের মধ্যে এসে যেতে পারে বাকি অনুমতিও।
দেশে আসার পর কোয়ারেন্টিন–হ্যাপা পোহাতে হবে সাকিব–মোস্তাফিজকে। পরশু স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, দুই তারকা ক্রিকেটারকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন করতেই হবে। মোস্তাফিজ জানালেন, তিনি আইপিএলে জৈব সুরক্ষাবলয়েই ছিলেন। গত এক মাসে ২০–২২ বার করোনা পরীক্ষা করতে হয়েছে তাঁকে। প্লেনে ওঠার আগেও তাঁদের করোনা পরীক্ষা হবে। এরপরও দেশে ফেরার পর যদি ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হয়, ২৩ মে শুরু দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে যাবে তাঁদের জন্য।
মোস্তাফিজ–সাকিব ঢাকায় পৌঁছে উঠবেন হোটেল সোনারগাঁওয়ে। সেখানেই হবে তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন।
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
২২ মিনিট আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগে