ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে রেকর্ড গড়া সেঞ্চুরি করে ম্যাচ-সেরার পুরস্কার জিতেছিলেন মুশফিকুর রহিম। সাড়ে চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঐতিহাসিক জয়ের নায়ক মুশফিককে নিয়ে চলছে প্রশংসা। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের আত্মনিবেদন নজর কেড়েছে প্রধান কোচ চণ্ডিকা হাথুরু সিংহের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি হলেও থেমে থাকেননি মুশফিক। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে খেলেছেন তিনি। টাইগার্সের হয়েও খেলেছেন কয়েক ম্যাচ। ‘ফিটনেস সচেতন’ মুশফিক কাজ করেছেন নিজের ফিটনেস নিয়েও। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে মুশফিকের ১৯১ রানের ইনিংসের প্রশংসা ঝরেছে হাথুরুর কণ্ঠে। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরু বলেন, ‘অবশ্যই। সে (মুশফিক) যেভাবে প্রত্যেক সিরিজের জন্য প্রস্তুতি নেয়, আমি মোটেও অবাক নই। সে সত্যিই অসাধারণ। প্রস্তুতি নিতে এমন আত্মনিবেদন আগে কখনোই দেখিনি।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাগড়া দিয়েছিল বৃষ্টি। সেই টেস্টের ড্র-ই একমাত্র ম্যাচের পরিণতি মনে হচ্ছিল। সেখান থেকে পঞ্চম দিনে দুই সেশনের মধ্যেই বাংলাদেশ তুলে নেয় ১০ উইকেটের ঐতিহাসিক জয়, যেখানে ২৩ রানে ১ উইকেট থেকে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল ১৪৭ রানে। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ ও ৩ উইকেট। অবিশ্বাস্য সেই টেস্ট জয়ের প্রসঙ্গে হাথুরু বলেন, ‘অবশ্যই। আমাদের মনে হয়েছিল সেই দুই স্পিনার এলে পঞ্চম দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নেব। পঞ্চম দিনের খেলা শুরুর আগে ভেবেছিলাম। আমরা এর আগে দেখেছি পাকিস্তানের উইকেটে (পিচ) সময়ের সঙ্গে কীভাবে ভাঙন ধরে। ঠিক সেটাই হয়েছে।’
সিরিজের দ্বিতীয় টেস্টেও বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে গতকাল তাই প্রথম দিনের খেলা বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে খেলা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টেস্টে ফিরেই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেন তাসকিন আহমেদ। ইনিংসের ষষ্ঠ বলে আব্দুল্লাহ শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন। ০ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটিংয়ে। সাইম ও মাসুদ ২১ ও ২৭ রানে ব্যাটিং করছেন। ১২ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে রেকর্ড গড়া সেঞ্চুরি করে ম্যাচ-সেরার পুরস্কার জিতেছিলেন মুশফিকুর রহিম। সাড়ে চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঐতিহাসিক জয়ের নায়ক মুশফিককে নিয়ে চলছে প্রশংসা। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের আত্মনিবেদন নজর কেড়েছে প্রধান কোচ চণ্ডিকা হাথুরু সিংহের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি হলেও থেমে থাকেননি মুশফিক। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে খেলেছেন তিনি। টাইগার্সের হয়েও খেলেছেন কয়েক ম্যাচ। ‘ফিটনেস সচেতন’ মুশফিক কাজ করেছেন নিজের ফিটনেস নিয়েও। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে মুশফিকের ১৯১ রানের ইনিংসের প্রশংসা ঝরেছে হাথুরুর কণ্ঠে। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরু বলেন, ‘অবশ্যই। সে (মুশফিক) যেভাবে প্রত্যেক সিরিজের জন্য প্রস্তুতি নেয়, আমি মোটেও অবাক নই। সে সত্যিই অসাধারণ। প্রস্তুতি নিতে এমন আত্মনিবেদন আগে কখনোই দেখিনি।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাগড়া দিয়েছিল বৃষ্টি। সেই টেস্টের ড্র-ই একমাত্র ম্যাচের পরিণতি মনে হচ্ছিল। সেখান থেকে পঞ্চম দিনে দুই সেশনের মধ্যেই বাংলাদেশ তুলে নেয় ১০ উইকেটের ঐতিহাসিক জয়, যেখানে ২৩ রানে ১ উইকেট থেকে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল ১৪৭ রানে। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ ও ৩ উইকেট। অবিশ্বাস্য সেই টেস্ট জয়ের প্রসঙ্গে হাথুরু বলেন, ‘অবশ্যই। আমাদের মনে হয়েছিল সেই দুই স্পিনার এলে পঞ্চম দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নেব। পঞ্চম দিনের খেলা শুরুর আগে ভেবেছিলাম। আমরা এর আগে দেখেছি পাকিস্তানের উইকেটে (পিচ) সময়ের সঙ্গে কীভাবে ভাঙন ধরে। ঠিক সেটাই হয়েছে।’
সিরিজের দ্বিতীয় টেস্টেও বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে গতকাল তাই প্রথম দিনের খেলা বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে খেলা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টেস্টে ফিরেই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেন তাসকিন আহমেদ। ইনিংসের ষষ্ঠ বলে আব্দুল্লাহ শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন। ০ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটিংয়ে। সাইম ও মাসুদ ২১ ও ২৭ রানে ব্যাটিং করছেন। ১২ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
২ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৪ ঘণ্টা আগে