ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে রেকর্ড গড়া সেঞ্চুরি করে ম্যাচ-সেরার পুরস্কার জিতেছিলেন মুশফিকুর রহিম। সাড়ে চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঐতিহাসিক জয়ের নায়ক মুশফিককে নিয়ে চলছে প্রশংসা। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের আত্মনিবেদন নজর কেড়েছে প্রধান কোচ চণ্ডিকা হাথুরু সিংহের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি হলেও থেমে থাকেননি মুশফিক। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে খেলেছেন তিনি। টাইগার্সের হয়েও খেলেছেন কয়েক ম্যাচ। ‘ফিটনেস সচেতন’ মুশফিক কাজ করেছেন নিজের ফিটনেস নিয়েও। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে মুশফিকের ১৯১ রানের ইনিংসের প্রশংসা ঝরেছে হাথুরুর কণ্ঠে। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরু বলেন, ‘অবশ্যই। সে (মুশফিক) যেভাবে প্রত্যেক সিরিজের জন্য প্রস্তুতি নেয়, আমি মোটেও অবাক নই। সে সত্যিই অসাধারণ। প্রস্তুতি নিতে এমন আত্মনিবেদন আগে কখনোই দেখিনি।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাগড়া দিয়েছিল বৃষ্টি। সেই টেস্টের ড্র-ই একমাত্র ম্যাচের পরিণতি মনে হচ্ছিল। সেখান থেকে পঞ্চম দিনে দুই সেশনের মধ্যেই বাংলাদেশ তুলে নেয় ১০ উইকেটের ঐতিহাসিক জয়, যেখানে ২৩ রানে ১ উইকেট থেকে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল ১৪৭ রানে। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ ও ৩ উইকেট। অবিশ্বাস্য সেই টেস্ট জয়ের প্রসঙ্গে হাথুরু বলেন, ‘অবশ্যই। আমাদের মনে হয়েছিল সেই দুই স্পিনার এলে পঞ্চম দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নেব। পঞ্চম দিনের খেলা শুরুর আগে ভেবেছিলাম। আমরা এর আগে দেখেছি পাকিস্তানের উইকেটে (পিচ) সময়ের সঙ্গে কীভাবে ভাঙন ধরে। ঠিক সেটাই হয়েছে।’
সিরিজের দ্বিতীয় টেস্টেও বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে গতকাল তাই প্রথম দিনের খেলা বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে খেলা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টেস্টে ফিরেই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেন তাসকিন আহমেদ। ইনিংসের ষষ্ঠ বলে আব্দুল্লাহ শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন। ০ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটিংয়ে। সাইম ও মাসুদ ২১ ও ২৭ রানে ব্যাটিং করছেন। ১২ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে রেকর্ড গড়া সেঞ্চুরি করে ম্যাচ-সেরার পুরস্কার জিতেছিলেন মুশফিকুর রহিম। সাড়ে চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঐতিহাসিক জয়ের নায়ক মুশফিককে নিয়ে চলছে প্রশংসা। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের আত্মনিবেদন নজর কেড়েছে প্রধান কোচ চণ্ডিকা হাথুরু সিংহের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি হলেও থেমে থাকেননি মুশফিক। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে খেলেছেন তিনি। টাইগার্সের হয়েও খেলেছেন কয়েক ম্যাচ। ‘ফিটনেস সচেতন’ মুশফিক কাজ করেছেন নিজের ফিটনেস নিয়েও। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে মুশফিকের ১৯১ রানের ইনিংসের প্রশংসা ঝরেছে হাথুরুর কণ্ঠে। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরু বলেন, ‘অবশ্যই। সে (মুশফিক) যেভাবে প্রত্যেক সিরিজের জন্য প্রস্তুতি নেয়, আমি মোটেও অবাক নই। সে সত্যিই অসাধারণ। প্রস্তুতি নিতে এমন আত্মনিবেদন আগে কখনোই দেখিনি।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাগড়া দিয়েছিল বৃষ্টি। সেই টেস্টের ড্র-ই একমাত্র ম্যাচের পরিণতি মনে হচ্ছিল। সেখান থেকে পঞ্চম দিনে দুই সেশনের মধ্যেই বাংলাদেশ তুলে নেয় ১০ উইকেটের ঐতিহাসিক জয়, যেখানে ২৩ রানে ১ উইকেট থেকে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল ১৪৭ রানে। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ ও ৩ উইকেট। অবিশ্বাস্য সেই টেস্ট জয়ের প্রসঙ্গে হাথুরু বলেন, ‘অবশ্যই। আমাদের মনে হয়েছিল সেই দুই স্পিনার এলে পঞ্চম দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নেব। পঞ্চম দিনের খেলা শুরুর আগে ভেবেছিলাম। আমরা এর আগে দেখেছি পাকিস্তানের উইকেটে (পিচ) সময়ের সঙ্গে কীভাবে ভাঙন ধরে। ঠিক সেটাই হয়েছে।’
সিরিজের দ্বিতীয় টেস্টেও বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে গতকাল তাই প্রথম দিনের খেলা বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে খেলা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টেস্টে ফিরেই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেন তাসকিন আহমেদ। ইনিংসের ষষ্ঠ বলে আব্দুল্লাহ শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন। ০ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটিংয়ে। সাইম ও মাসুদ ২১ ও ২৭ রানে ব্যাটিং করছেন। ১২ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩৩ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে