ব্র্যাডম্যান-টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন স্মিথ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২৩: ২২
Thumbnail image

অ্যাশেজে দারুণ ছন্দে আছেন স্টিভেন স্মিথ। সিডনিতে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে এবার ৬৭ রানের ইনিংস খেলে অনন্য এক কীর্তি গড়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। এই ইনিংস খেলার পথে একটি জায়গায় শচীন টেন্ডুলকার, স্যার ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিদেরও ছাড়িয়ে গেছেন স্মিথ। 

এ নিয়ে টানা দশমবার বছরে নিজের প্রথম টেস্টে কমপক্ষে এক ইনিংসে ফিফটি করলেন স্মিথ।   ২০১৩ সালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৯২ রান দিয়ে শুরু এরপর থেকে নতুন বছরে নিজের প্রথম টেস্টে ফিফটি করেছেন স্মিথ। এরমধ্যে ২০১৫ ও ২০২১ সালের প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছিলেন। দুবারই প্রতিপক্ষ ছিল ভারত। আর ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম টেস্টে দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি। 

SMITH-STATএবারও ইংল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই পেলেন ফিফটি। স্মিথ ফিফটি করলেও দ্বিতীয় দিনে সব আলো কেড়ে নিয়েছেন  উসমান খাজা। দুই বছরের বেশি সময় পর দলে ফেরাটা এই বাঁহাতি ব্যাটার রাঙিয়েছেন দারুণ এক সেঞ্চুরিতে।  তাঁর ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসে ৮ উইকেটে ৪১৬ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফিফটি ছাড়ানো অন্য ইনিংসটি স্মিথের। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান আসে স্টিভ স্মিথের ব্যাট থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত