ফেরার ম্যাচে আত্মবিশ্বাসী ছিলেন না কোহলি, বলছেন ইনজামাম

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৬: ০১
Thumbnail image

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারত। ৫ উইকেটের জয়ে বিরাট কোহলির ৩৫ রানের ইনিংসের অবদানও ছিল। তবে সেটা কোহলি স্বরূপ ছিল না। ব্যাটিংয়ে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তিনি। এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক জানিয়েছেন, ভারতীয় ব্যাটারের আত্মবিশ্বাসে ঘাটতি আছে। 

ভারত-পাকিস্তানের ম্যাচ শেষ হলেও ম্যাচের কাটাছেঁড়া বিশ্লেষণ এখনো চালাচ্ছেন সাবেক ক্রিকেটার-বিশ্লেষকেরা। এশিয়া কাপের ম্যাচটি সম্পর্কে ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন তাঁরা। ম্যাচটির প্রতিদ্বন্দ্বিতার আবহের বাইরেও আলাদা নজর ছিল কোহলির ওপর। দীর্ঘদিন ধরে ছন্দে ফেরার সংগ্রাম করছেন ভারতীয় এই ব্যাটার। এক মাস বিরতির পর এই ম্যাচ দিয়ে তিনি ফিরেছেন ক্রিকেটে। তাঁর ফেরাটা কেমন হলো, তা নিয়ে কথা বলেছেন ইনজামাম নিজের ইউটিউব চ্যানেলে। 

কোহলির ফেরাটা ভালো হয়নি মনে করছেন ইনজামাম। ৩৩ বছর বয়সী ব্যাটারের মধ্যে এখনো জড়তা দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। তাঁর মতে, ম্যাচে সেট হওয়ার পরও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারেননি। তিনি বলেছেন, ‘ম্যাচে কোহলির ওপর প্রচুর চাপ ছিল। সাধারণত, একজন সেট হওয়া ব্যাটারকে আউট করা কঠিন। কিন্তু সেট হওয়ার পরও তাঁকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল না। এটা দেখে আমি অবাক হয়েছি।’ 

ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। নিজের স্মরণীয় ম্যাচে শুরু থেকেই নার্ভাস ছিলেন সাবেক অধিনায়ক। শুরুর দিকে বেশ কয়েকটি বল তাঁর ব্যাটের কোনায় লেগে উইকেটে আঘাত হানার উপক্রমও হয়েছিল। ভাগ্য সহায় হওয়ায় সেই সব ডেলিভারি থেকে বেঁচে গেছেন তিনি। এমনকি পাকিস্তানি পেসার নাসিম শাহর বলে স্লিপে ফখর জামানকে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত