Ajker Patrika

রেকর্ড গড়া মাহমুদউল্লাহর থেকে এখনো শিখছেন মিরাজরা

ক্রীড়া ডেস্ক    
ওয়ানডেতে ১০৭ ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: ক্রিকইনফো
ওয়ানডেতে ১০৭ ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: ক্রিকইনফো

যত বেশি সমালোচনা, তত বেশি উজ্জ্বল মাহমুদউল্লাহ রিয়াদ। কোনো এক ম্যাচে ব্যর্থ হলে তাঁকে নিয়ে সমালোচনা তো চলেই। সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপও তখন কম হয় না। কিন্তু মাহমুদউল্লাহ ‘সাইলেন্ট কিলারের’ মতো কাজ করে যান। সমালোচনা-বিদ্রূপকে পেছনে ফেলে গড়তে থাকেন একের পর এক রেকর্ড।

সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত রাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। এই সিরিজে দল ব্যর্থ হলেও মাহমুদউল্লাহ খেলে গেছেন নিজের মতোই। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরির কীর্তি তিনি গড়েছেন এই সিরিজে। গত রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার করেছেন আরও কিছু রেকর্ড। ১০৭ ছক্কা মেরে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন মাহমুদউল্লাহর। এই তালিকায় দুইয়ে থাকা তামিম ইকবাল ওয়ানডেতে মেরেছেন ১০৩ ছক্কা।

মিডল অর্ডারে ভরসার প্রতীক মাহমুদউল্লাহ গত রাতে ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে ১৫০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রেখেছেন। যা ওয়ানডেতে বাংলাদেশের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। রেকর্ড গড়া এই জুটি গড়তে লেগেছে ১১৭ বল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১৯৬ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাটে। ১৯৬ গড়টাও নিঃসন্দেহে ঈর্ষণীয়। ম্যাচ শেষে মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মাহমুদউল্লাহ দারুণ খেলেছেন। এই সিরিজে তার তিনটি ফিফটি আমাদের জন্য বড় ইতিবাচক দিক। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি।’

০,১, ২,৩-ওয়ানডেতে এ বছর টানা চারটি এক অঙ্কের ঘরে রান করায় মাহমুদউল্লাহকে নিয়ে হয় তুমুল সমালোচনা। সব কিছুর জবাব তিনি দিয়েছেন সবশেষ ৪ ওয়ানডেতে। এই সংস্করণে এবার তিনি টানা চারটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। শারজায় গত ১১ নভেম্বর সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৯৮ বলে ৯৮ রান করেন মাহমুদউল্লাহ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডেতে করেছেন ৫০,৬২ ও ৮৪ রান। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে থেকেছেন অপরাজিত।

সেন্ট কিটসের সঙ্গে অবশ্য মাহমুদউল্লাহর ‘প্রেম’ অনেক আগে থেকেই। এই মাঠে ওয়ানডেতে ১৭০.৫০ গড়ে করেছেন ৩৪১ রান। ৬ ইনিংসের মধ্যে ৫ টিতেই ফিফটি করেছেন তিনি। এছাড়া ষষ্ঠ উইকেটে এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডেও অবদান ছিল মাহমুদউল্লাহর। ২০১৮ সালে ইমরুল কায়েসের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১২৮ রানের জুটি গড়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে। ৬ বছর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সেই ম্যাচটি ছিল এশিয়া কাপের।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা মারা পাঁচ ব্যাটার

ছক্কা

মাহমুদউল্লাহ রিয়াদ ১০৭

তামিম ইকবাল ১০৩

মুশফিকুর রহিম ১০০

মাশরাফি বিন মর্তুজা ৬২

সাকিব আল হাসান ৫৪

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত