ক্রীড়া ডেস্ক
২৪ বছর। গুণে গুণে ২৪ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হলো ভারত। যে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসন একটা ম্যাচও খেলতে পারেননি, সিরিজ শুরুর আগে তাদের অধিনায়ক বদলে গিয়েছিল, তারাই কি না দিল ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ের ঘূর্ণি উইকেটে ধবলধোলাই এড়াতে ভারতের প্রয়োজন ছিল ১৪৭ রান। গতকাল টেস্টের তৃতীয় দিনে ভারত এমন লক্ষ্য পেয়েছিল। তবে ভারত ২৯.১ ওভার ব্যাটিং করে ১২১ রানে গুটিয়ে গেছে। সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর-প্রয়োজনের সময় ‘অপ্রয়োজনীয়’ শট খেলে নিজেদের আত্মাহুতি দিয়েছেন। ২৫ রানে পরাজয়ের পর সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। শচীন টেন্ডুলকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারা হজম করা আসলেই কঠিন। এটা অবশ্যই গভীরভাবে বিচার করে দেখা উচিত। এখানে কি প্রস্তুতির ঘাটতি ছিল, নাকি বাজে শট নির্বাচন অথবা ম্যাচ অনুশীলনের ঘাটতি?’
Losing 3-0 at home is a tough pill to swallow, and it calls for introspection.
— Sachin Tendulkar (@sachin_rt) November 3, 2024
Was it lack of preparation, was it poor shot selection, or was it lack of match practice? @ShubmanGill showed resilience in the first innings, and @RishabhPant17 was brilliant in both innings— his… pic.twitter.com/8f1WifI5Hd
আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণ-ঋষভ পন্তের খেলার ধরনই যে এমন। প্রথম ইনিংসে শুবমান গিলের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১১৪ বলে ৯৬ রানের জুটি গড়তে অবদান রাখেন পন্ত। যেখানে প্রথম ইনিংসের সর্বোচ্চ ৯০ রান এসেছে গিলের ব্যাট থেকে। প্রায় ২৫ ওভার ব্যাটিং করেছেন। আর পন্ত দুই ইনিংসেই ১০০-এর বেশি স্ট্রাইকরেটে ফিফটি করেছেন। গিল-পন্তের প্রশংসা করে শচীন লিখেছেন, ‘শুবমান গিল প্রথম ইনিংসে ধৈর্য ধরে খেলেছে। ঋষভ পন্ত দুই ইনিংসেই দারুণ ছিল। এমন চ্যালেঞ্জিং উইকেটে তার ফুটওয়ার্ক একেবারে ভিন্নরকম লাগে। সে আসলেই দুর্দান্ত ছিল।’ একই সঙ্গে ভারতে এসে ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ী নিউজিল্যান্ড দলকেও অভিনন্দন জানিয়েছেন ভারতীয় এই কিংবদন্তি।
ভারত এই সিরিজে স্পিনের বিপক্ষে কী পরিমাণ সংগ্রাম করেছে, একটা পরিসংখ্যান দেখলেই সেটা স্পষ্ট হবে। ৬০ উইকেটের মধ্যে ৩৭ উইকেটই ভারত হারিয়েছে নিউজিল্যান্ডের স্পিনারদের কাছে। টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ বিরাট কোহলি চারবার আউট হয়েছেন কিউই স্পিনারদের বলে। ভারতের হারের পর নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে বীরেন্দ্র শেবাগ লেখেন, ‘সমর্থক হিসেবে তাদের সমর্থন দেওয়া তো উচিত। তবে আমাদের দলের এটা ভয়ংকর পারফরম্যান্স। স্পিন খেলার স্কিলে অবশ্যই উন্নতি করতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষা সীমিত ওভারের ক্রিকেটে অবশ্যই দরকার। তবে টেস্টে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ফল খুব বাজে হয়।’ একই সঙ্গে টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে ইতিহাস গড়ার জন্য অভিনন্দন জানিয়েছেন শেবাগ। কারণ ভারত এবারই ঘরের মাঠে প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে।
Earlier generations batsman’s never played on these kind of tracks . These tracks are prepared for 2/3 day test matches . You Don’t need Murli, Warne or saqi on these pitches to get the teams out. Anyone can get anyone out https://t.co/xJynSAfDqS
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 3, 2024
পান থেকে চুন খসলেই যেখানে হরভজন সিং সামাজিক মাধ্যমে সরব হয়ে যান, তিনি তো ভারতের এমন ভরাডুবিতে চুপ করে বসে থাকার পাত্র নন। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে তিনি (হরভজন) ধুয়ে দিয়েছেন। হরভজনের মতে এমন উইকেট ২-৩ দিনের বেশি টেস্ট ম্যাচ খেলা যায় না। ঘরের মাঠে ধবলধোলাই হয়ে ভারত শীর্ষস্থান খুইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে নেমে গেছে। তাদের সাফল্যের হার ৫৮.৩৩। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে বাকি রয়েছে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।
২৪ বছর। গুণে গুণে ২৪ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হলো ভারত। যে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসন একটা ম্যাচও খেলতে পারেননি, সিরিজ শুরুর আগে তাদের অধিনায়ক বদলে গিয়েছিল, তারাই কি না দিল ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ের ঘূর্ণি উইকেটে ধবলধোলাই এড়াতে ভারতের প্রয়োজন ছিল ১৪৭ রান। গতকাল টেস্টের তৃতীয় দিনে ভারত এমন লক্ষ্য পেয়েছিল। তবে ভারত ২৯.১ ওভার ব্যাটিং করে ১২১ রানে গুটিয়ে গেছে। সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর-প্রয়োজনের সময় ‘অপ্রয়োজনীয়’ শট খেলে নিজেদের আত্মাহুতি দিয়েছেন। ২৫ রানে পরাজয়ের পর সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। শচীন টেন্ডুলকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারা হজম করা আসলেই কঠিন। এটা অবশ্যই গভীরভাবে বিচার করে দেখা উচিত। এখানে কি প্রস্তুতির ঘাটতি ছিল, নাকি বাজে শট নির্বাচন অথবা ম্যাচ অনুশীলনের ঘাটতি?’
Losing 3-0 at home is a tough pill to swallow, and it calls for introspection.
— Sachin Tendulkar (@sachin_rt) November 3, 2024
Was it lack of preparation, was it poor shot selection, or was it lack of match practice? @ShubmanGill showed resilience in the first innings, and @RishabhPant17 was brilliant in both innings— his… pic.twitter.com/8f1WifI5Hd
আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণ-ঋষভ পন্তের খেলার ধরনই যে এমন। প্রথম ইনিংসে শুবমান গিলের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১১৪ বলে ৯৬ রানের জুটি গড়তে অবদান রাখেন পন্ত। যেখানে প্রথম ইনিংসের সর্বোচ্চ ৯০ রান এসেছে গিলের ব্যাট থেকে। প্রায় ২৫ ওভার ব্যাটিং করেছেন। আর পন্ত দুই ইনিংসেই ১০০-এর বেশি স্ট্রাইকরেটে ফিফটি করেছেন। গিল-পন্তের প্রশংসা করে শচীন লিখেছেন, ‘শুবমান গিল প্রথম ইনিংসে ধৈর্য ধরে খেলেছে। ঋষভ পন্ত দুই ইনিংসেই দারুণ ছিল। এমন চ্যালেঞ্জিং উইকেটে তার ফুটওয়ার্ক একেবারে ভিন্নরকম লাগে। সে আসলেই দুর্দান্ত ছিল।’ একই সঙ্গে ভারতে এসে ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ী নিউজিল্যান্ড দলকেও অভিনন্দন জানিয়েছেন ভারতীয় এই কিংবদন্তি।
ভারত এই সিরিজে স্পিনের বিপক্ষে কী পরিমাণ সংগ্রাম করেছে, একটা পরিসংখ্যান দেখলেই সেটা স্পষ্ট হবে। ৬০ উইকেটের মধ্যে ৩৭ উইকেটই ভারত হারিয়েছে নিউজিল্যান্ডের স্পিনারদের কাছে। টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ বিরাট কোহলি চারবার আউট হয়েছেন কিউই স্পিনারদের বলে। ভারতের হারের পর নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে বীরেন্দ্র শেবাগ লেখেন, ‘সমর্থক হিসেবে তাদের সমর্থন দেওয়া তো উচিত। তবে আমাদের দলের এটা ভয়ংকর পারফরম্যান্স। স্পিন খেলার স্কিলে অবশ্যই উন্নতি করতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষা সীমিত ওভারের ক্রিকেটে অবশ্যই দরকার। তবে টেস্টে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ফল খুব বাজে হয়।’ একই সঙ্গে টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে ইতিহাস গড়ার জন্য অভিনন্দন জানিয়েছেন শেবাগ। কারণ ভারত এবারই ঘরের মাঠে প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে।
Earlier generations batsman’s never played on these kind of tracks . These tracks are prepared for 2/3 day test matches . You Don’t need Murli, Warne or saqi on these pitches to get the teams out. Anyone can get anyone out https://t.co/xJynSAfDqS
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 3, 2024
পান থেকে চুন খসলেই যেখানে হরভজন সিং সামাজিক মাধ্যমে সরব হয়ে যান, তিনি তো ভারতের এমন ভরাডুবিতে চুপ করে বসে থাকার পাত্র নন। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে তিনি (হরভজন) ধুয়ে দিয়েছেন। হরভজনের মতে এমন উইকেট ২-৩ দিনের বেশি টেস্ট ম্যাচ খেলা যায় না। ঘরের মাঠে ধবলধোলাই হয়ে ভারত শীর্ষস্থান খুইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে নেমে গেছে। তাদের সাফল্যের হার ৫৮.৩৩। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে বাকি রয়েছে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।
২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
৩৪ মিনিট আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
২ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
৩ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৪ ঘণ্টা আগে