সেরার দৌড়ে দুই পাকিস্তানির সঙ্গে রুট-উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

২০২১ সালে দারুণ সময় পার করেছে পাকিস্তান ক্রিকেট। তার সুফলও এখন পাচ্ছে তারা। আইসিসির বর্ষসেরার মনোনয়নের তালিকায় পাকিস্তানিদের জয়জয়কার চলছে। সেরার তালিকার সবক্ষেত্রেই আছে পাকিস্তানিদের দাপুটে উপস্থিতি। পুরস্কার পাওয়ার দৌড়েও বিশেষজ্ঞদের অনেকেই এগিয়ে রাখছেন তাঁদের।

আইসিসি বর্ষসেরার স্যার গারফিল্ড সোবার্স পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া চারজনের দুজনই পাকিস্তানের। এ তালিকায় জো রুট ও কেন উইলিয়ামসনের সঙ্গে আছেন দুই পাকিস্তানি তরুণ তুর্কি শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ান। এই চারজনের প্রত্যেকের ২০২১ সালটা দারুণ গেছে। 

২০২১ সালে দারুণ সময় পার করেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ১৮ আন্তর্জাতিক ম্যাচে ৫৮.৩৭ গড়ে করেছেন ১৮৫৫ রান। সেঞ্চুরি করেছেন ৬ টি। দলগত পারফরম্যান্স মনে রাখার মতো না হলেও ব্যক্তিগত নৈপুণ্যে রুট ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। এ তালিকায় আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও। ১৬ ম্যাচে ৪৩.৩১ গড়ে করেছেন ৬৯৩ রান। তবে রান করার জন্যই শুধু নয়, উইলিয়ামসনকে বিবেচনা করা হয় অধিনায়কত্বের জন্যও। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। 

বছরজুড়ে ক্রিকেট দুনিয়ায় আলোচিত নাম মোহাম্মদ রিজওয়ানের। ম্যাচের পর ম্যাচ রান করে গেছেন এই পাকিস্তানি ওপেনার। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে রান করার দিক থেকে সবার ওপরে উঠেছেন রিজওয়ান। ৭৩.৬৬ গড়ে রিজওয়ান করেছেন ১৩২৬ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৪.৮৯। এ তালিকায় একমাত্র বোলার আরেক পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি। ৩৬ ম্যাচে শাহিন উইকেট নিয়েছেন ৭৮ টি।

টেস্ট ক্রিকেটারদের মধ্যে সেরার দৌড়ে আছেন রুট, কাইল জেমিসন, দিমুথ করুনারত্নে ও রবিচন্দ্রন অশ্বিন। ওয়ানডে সেরাতে মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান, বাবর আজম, ইয়ানেমান মালান ও পল স্ট্রিং। টি-টোয়েন্টিতে সেরা হওয়ার লড়াইয়ে আছেন জস বাটলার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মিচেল মার্শ ও মোহাম্মদ রিজওয়ান। 

নারীদের সেরা হওয়ার দৌড়ে আছেন টেমি বিউমন্ট, লিজেলে লি, স্মৃতি মান্দানা, গ্যাভি লুইস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত