ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় প্রাপ্তি লিটন দাস হলে সবচেয়ে বড় আক্ষেপের নাম তামিম ইকবাল। ঘরের মাঠ চট্টগ্রামে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম। ব্যাট হাতে ওয়ানডে অধিনায়ক শেষ কবে এমন সময় পার করেছেন মনে করা কঠিন। তামিমের টানা তিনবার একই বোলারের বলে ফেরা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তিনি পাশে পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজাকে।
আফগান সিরিজে একই বোলারের বলে বারবার অসহায় আত্মসমর্পণ করেছেন তামিম। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য বিষয়টা স্বাভাবিকভাবেই দেখছেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজজুড়ে বাঁহাতি পেসার ফজল হক ফারুকির বলে একইভাবে বারবার আউট হয়েছেন তামিম। সিরিজের তিন ম্যাচে তামিমের রান ৮, ১২, ১১। সিরিজে ব্যাটিং গড় ১০.৩৪। তামিমের এই খারাপ সময়ে তাঁর পাশে থেকে সমর্থন জোগাচ্ছেন মাশরাফি। তাঁর মতে, সুইং বলে যেকোনো ওপেনার ব্যাটারেরই এমন সময় যেতে পারে, ‘তিন ম্যাচে একই বোলারের বলে আউট হলেই তার ব্যাটিং টেকনিক খারাপ হয়ে যায় না। বিশেষ করে সেই ব্যাটার যদি নির্দিষ্ট সংস্করণে ৭ হাজারেরও বেশি রান করে থাকে। সুইং বলে যেকোনো ওপেনার ব্যাটারেরই এমন একটা সিরিজ যেতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা আগেও দেখা গেছে মনে করিয়ে দিয়ে কিছু উদাহরণ টেনেছেন ম্যাশ। সামনে এনেছেন যুক্তিও, ‘এর আগে এমন অনেক দেখেছি। ওয়ার্নারকে দেখেছি বারবার জফরা আর্চারের সামনে একইভাবে আউট হতে। আবার স্মিথকে (সাবেক অধিনায়ক দক্ষিণ আফ্রিকা) দেখেছি জহির খানের সামনে অনেকবার নিক করতে। সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। প্রতিপক্ষ যখন ওই দুর্বল জায়গায় একনাগাড়ে আক্রমণ করতে সমর্থ হয়, তখনই এ ধরনের ঘটনা ঘটতে থাকে। আধুনিক ক্রিকেটে এটা স্থায়ী হয় না।’
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় প্রাপ্তি লিটন দাস হলে সবচেয়ে বড় আক্ষেপের নাম তামিম ইকবাল। ঘরের মাঠ চট্টগ্রামে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম। ব্যাট হাতে ওয়ানডে অধিনায়ক শেষ কবে এমন সময় পার করেছেন মনে করা কঠিন। তামিমের টানা তিনবার একই বোলারের বলে ফেরা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তিনি পাশে পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজাকে।
আফগান সিরিজে একই বোলারের বলে বারবার অসহায় আত্মসমর্পণ করেছেন তামিম। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য বিষয়টা স্বাভাবিকভাবেই দেখছেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজজুড়ে বাঁহাতি পেসার ফজল হক ফারুকির বলে একইভাবে বারবার আউট হয়েছেন তামিম। সিরিজের তিন ম্যাচে তামিমের রান ৮, ১২, ১১। সিরিজে ব্যাটিং গড় ১০.৩৪। তামিমের এই খারাপ সময়ে তাঁর পাশে থেকে সমর্থন জোগাচ্ছেন মাশরাফি। তাঁর মতে, সুইং বলে যেকোনো ওপেনার ব্যাটারেরই এমন সময় যেতে পারে, ‘তিন ম্যাচে একই বোলারের বলে আউট হলেই তার ব্যাটিং টেকনিক খারাপ হয়ে যায় না। বিশেষ করে সেই ব্যাটার যদি নির্দিষ্ট সংস্করণে ৭ হাজারেরও বেশি রান করে থাকে। সুইং বলে যেকোনো ওপেনার ব্যাটারেরই এমন একটা সিরিজ যেতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা আগেও দেখা গেছে মনে করিয়ে দিয়ে কিছু উদাহরণ টেনেছেন ম্যাশ। সামনে এনেছেন যুক্তিও, ‘এর আগে এমন অনেক দেখেছি। ওয়ার্নারকে দেখেছি বারবার জফরা আর্চারের সামনে একইভাবে আউট হতে। আবার স্মিথকে (সাবেক অধিনায়ক দক্ষিণ আফ্রিকা) দেখেছি জহির খানের সামনে অনেকবার নিক করতে। সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। প্রতিপক্ষ যখন ওই দুর্বল জায়গায় একনাগাড়ে আক্রমণ করতে সমর্থ হয়, তখনই এ ধরনের ঘটনা ঘটতে থাকে। আধুনিক ক্রিকেটে এটা স্থায়ী হয় না।’
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
২ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৪ ঘণ্টা আগে