ভারতের নতুন কোচ গম্ভীর

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২৩: ৫৯
Thumbnail image

রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর ভারতীয় দলের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। আজ বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। গম্ভীর তিন সংস্করণে ভারতের কোচ হয়েছেন ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। 

কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে যাত্রা শেষ হয়েছে দ্রাবিড়ের। নতুন কোচের সন্ধানে বিসিসিআই আগ্রহীদের আবেদনের সময়সীমা বেঁধে দিয়েছিল গত ২৭ মে পর্যন্ত। বিসিসিআই অবশ্য গম্ভীরের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছিল ২০২৪ আইপিএল চলার সময়েই। তখন কলকাতা নাইট রাইডার্সের ‘মেন্টর’ হিসেবে কাজ করছিলেন গম্ভীর। কখনোই কোচিং করানোর অভিজ্ঞতা না থাকা গম্ভীর সবশেষ আইপিএল জিতেছেন কলকাতার মেন্টর হিসেবেই। এরপর থেকেই তাঁর নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছিল ভারতের সম্ভাব্য প্রধান কোচ হিসেবে। 

খেলোয়াড়ি জীবনে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতা গম্ভীর কলকাতার হয়ে ২০১২ ও ২০১৪ আইপিএল জিতেছেন অধিনায়ক হিসেবে। ২০২৪ আইপিএল চলার সময়েই প্রস্তাব পেলে গম্ভীর সময় চেয়েছিলেন সিদ্ধান্ত জানাতে। গত ১ জুন আবুধাবিতে এক অনুষ্ঠানে তিনি যখন বললেন, ‘ভারতীয় দলের কোচ হতে ভালো লাগবে।’—তখনই অনেকটা পরিষ্কার হয়ে যায় দ্রাবিড়ের উত্তরসূরি কে হতে চলেছেন। প্রধান কোচ হতে ভিভিএস লক্ষ্মণ যখন বিসিসিআইকে জানিয়ে দেন, তিনি আগ্রহী নন; গম্ভীরের সামনে তখনই কোচ হওয়ার দরজাটা খুলে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত