নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। এই দলে থাকার কথা ছিল সদস্য উইকেটরক্ষক তৌহিদুল ইসলাম ফেরদৌসের। কিন্তু ক্যাম্পে যোগ দেওয়ার আগে আচমকা এক দুর্ঘটনায় ক্রিকেট মাঠ থেকে ছিটকে গেছেন সিলেটের এই তরুণ ক্রিকেটার। ব্যক্তিগত অনুশীলনের সময় বাউন্সার খেলতে গিয়ে বল কপালে লাগলে গুরুতর আঘাত পান তিনি। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আগের চেয়ে কিছুটা ভালো আছেন ফেরদৌস।
গত এপ্রিলে পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন ফেরদৌস। যদিও করোনায় সেই সিরিজ আর হয়নি। এবার আফগানিস্তান সিরিজ সামনে রেখে আগেভাগেই নিজ জেলা সিলেটে গিয়ে অনুশীলন শুরু করেন তিনি। ক্যাম্প শুরুর আগে ব্যক্তিগত অনুশীলনের সময় আঘাত পান। তাই আর ক্যাম্পে যোগ দেওয়া হয়নি তাঁর। পরে অবস্থার অবনতি হলে সার্জারি করতে হয় তাঁর মাথায়।
চোটে পড়ার পর ফেরদৌসের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিবি। তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, অপারেশনের পর ডাক্তারের পর্যবেক্ষণে আছেন তিনি। গত রোববার তাঁর অপারেশন করা হয়। এখন তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
সিলেটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। এই দলে থাকার কথা ছিল সদস্য উইকেটরক্ষক তৌহিদুল ইসলাম ফেরদৌসের। কিন্তু ক্যাম্পে যোগ দেওয়ার আগে আচমকা এক দুর্ঘটনায় ক্রিকেট মাঠ থেকে ছিটকে গেছেন সিলেটের এই তরুণ ক্রিকেটার। ব্যক্তিগত অনুশীলনের সময় বাউন্সার খেলতে গিয়ে বল কপালে লাগলে গুরুতর আঘাত পান তিনি। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আগের চেয়ে কিছুটা ভালো আছেন ফেরদৌস।
গত এপ্রিলে পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন ফেরদৌস। যদিও করোনায় সেই সিরিজ আর হয়নি। এবার আফগানিস্তান সিরিজ সামনে রেখে আগেভাগেই নিজ জেলা সিলেটে গিয়ে অনুশীলন শুরু করেন তিনি। ক্যাম্প শুরুর আগে ব্যক্তিগত অনুশীলনের সময় আঘাত পান। তাই আর ক্যাম্পে যোগ দেওয়া হয়নি তাঁর। পরে অবস্থার অবনতি হলে সার্জারি করতে হয় তাঁর মাথায়।
চোটে পড়ার পর ফেরদৌসের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিবি। তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, অপারেশনের পর ডাক্তারের পর্যবেক্ষণে আছেন তিনি। গত রোববার তাঁর অপারেশন করা হয়। এখন তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
আর কিছুক্ষণ পরই বাংলাদেশে পা রাখবেন হামজা চৌধুরী। তাঁকে বরণ করে নিতে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যাচ্ছেন ভক্তরা। শুধু ঢাকা, সিলেট আর হবিগঞ্জই নয়, গিয়েছেন আরও অনেক জেলা থেকেই।
১ ঘণ্টা আগেকেউ আমাকে সহজে খেলবে, মানতে পারি না বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা তানজিম হাসান সাকিব। আক্রমণাত্মক বোলিং ও মনোভাব দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন তানজিম। তবে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি তাঁর ভালো যায়নি, ছিলেন উইকেটশূন্য।
১ ঘণ্টা আগেডার্বি মানেই উত্তাপ। প্রতিপক্ষের মাঠে প্রায় ৩৫ হাজার দর্শকের সামনে পারফর্ম করা চাট্টিখানি কথা নয়। কাল এমন একটি ম্যাচের চাপ সামলে আজ বাংলাদেশে পা রাখছেন হামজা চৌধুরী। আসছেন স্বপ্নকে সত্যিতে রূপ দিতে। এমন মুহূর্তের জন্য হামজা তো বটেই, অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন দেশের ফুটবলপ্রেমীরা...
১ ঘণ্টা আগেবোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর হার্ডলাইনে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে পরিবার-পরিজন নিয়ে বিদেশ সফরের ব্যাপারে কঠোর বিধিনিষেধের ব্যাপার রয়েছে। একই নিয়মকানুন আরোপ করা হয় আইপিএলের জন্যও। এমন নিয়মের কারণে...
১৩ ঘণ্টা আগে