ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শারজায় বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তরা যখন মরুর বুকে, তখন কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান।
সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির বাংলাদেশ সময় আজ বেলা ২টা ২৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, শিশিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে সাকিব। ছবি পোস্ট করে শিশির ক্যাপশনে লিখেছেন, ‘নিউইয়র্কের শূন্য রাস্তা।’ তারপর লাভ ইমোজি জুড়ে দিয়ে আবার লিখেছেন, ‘আমাদের প্রিয়।’
ভক্ত-সমর্থকদের প্রতিক্রিয়া ও শেয়ারে মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই শুভ কামনা জানিয়েছেন। ছবিটা যে রাতে তোলা, সেটা ব্যাকগ্রাউন্ডে রাস্তার আলোর ঝলকানি দেখেই বোঝা যাচ্ছে। নিউইয়র্কের সোহো শহরে যখন ছবি তুলেছেন, তখন সেখানে মধ্যরাত। বাংলাদেশের সঙ্গে নিউইয়র্কের সময়ের ব্যবধান ১১ ঘণ্টার বেশি।
বাংলাদেশের হয়ে সাকিব সবশেষ খেলেছেন গত অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। ভারতের সিরিজের সময় টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। যদিও নানা ঘটনা পরিক্রমায় সেটা হতে হতেও হয়নি। আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে খেলছেন না তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শারজায় বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তরা যখন মরুর বুকে, তখন কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান।
সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির বাংলাদেশ সময় আজ বেলা ২টা ২৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, শিশিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে সাকিব। ছবি পোস্ট করে শিশির ক্যাপশনে লিখেছেন, ‘নিউইয়র্কের শূন্য রাস্তা।’ তারপর লাভ ইমোজি জুড়ে দিয়ে আবার লিখেছেন, ‘আমাদের প্রিয়।’
ভক্ত-সমর্থকদের প্রতিক্রিয়া ও শেয়ারে মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই শুভ কামনা জানিয়েছেন। ছবিটা যে রাতে তোলা, সেটা ব্যাকগ্রাউন্ডে রাস্তার আলোর ঝলকানি দেখেই বোঝা যাচ্ছে। নিউইয়র্কের সোহো শহরে যখন ছবি তুলেছেন, তখন সেখানে মধ্যরাত। বাংলাদেশের সঙ্গে নিউইয়র্কের সময়ের ব্যবধান ১১ ঘণ্টার বেশি।
বাংলাদেশের হয়ে সাকিব সবশেষ খেলেছেন গত অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। ভারতের সিরিজের সময় টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। যদিও নানা ঘটনা পরিক্রমায় সেটা হতে হতেও হয়নি। আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে খেলছেন না তিনি।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
১ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৩ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৪ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৫ ঘণ্টা আগে