ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শারজায় বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তরা যখন মরুর বুকে, তখন কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান।
সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির বাংলাদেশ সময় আজ বেলা ২টা ২৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, শিশিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে সাকিব। ছবি পোস্ট করে শিশির ক্যাপশনে লিখেছেন, ‘নিউইয়র্কের শূন্য রাস্তা।’ তারপর লাভ ইমোজি জুড়ে দিয়ে আবার লিখেছেন, ‘আমাদের প্রিয়।’
ভক্ত-সমর্থকদের প্রতিক্রিয়া ও শেয়ারে মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই শুভ কামনা জানিয়েছেন। ছবিটা যে রাতে তোলা, সেটা ব্যাকগ্রাউন্ডে রাস্তার আলোর ঝলকানি দেখেই বোঝা যাচ্ছে। নিউইয়র্কের সোহো শহরে যখন ছবি তুলেছেন, তখন সেখানে মধ্যরাত। বাংলাদেশের সঙ্গে নিউইয়র্কের সময়ের ব্যবধান ১১ ঘণ্টার বেশি।
বাংলাদেশের হয়ে সাকিব সবশেষ খেলেছেন গত অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। ভারতের সিরিজের সময় টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। যদিও নানা ঘটনা পরিক্রমায় সেটা হতে হতেও হয়নি। আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে খেলছেন না তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শারজায় বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তরা যখন মরুর বুকে, তখন কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান।
সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির বাংলাদেশ সময় আজ বেলা ২টা ২৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, শিশিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে সাকিব। ছবি পোস্ট করে শিশির ক্যাপশনে লিখেছেন, ‘নিউইয়র্কের শূন্য রাস্তা।’ তারপর লাভ ইমোজি জুড়ে দিয়ে আবার লিখেছেন, ‘আমাদের প্রিয়।’
ভক্ত-সমর্থকদের প্রতিক্রিয়া ও শেয়ারে মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই শুভ কামনা জানিয়েছেন। ছবিটা যে রাতে তোলা, সেটা ব্যাকগ্রাউন্ডে রাস্তার আলোর ঝলকানি দেখেই বোঝা যাচ্ছে। নিউইয়র্কের সোহো শহরে যখন ছবি তুলেছেন, তখন সেখানে মধ্যরাত। বাংলাদেশের সঙ্গে নিউইয়র্কের সময়ের ব্যবধান ১১ ঘণ্টার বেশি।
বাংলাদেশের হয়ে সাকিব সবশেষ খেলেছেন গত অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। ভারতের সিরিজের সময় টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। যদিও নানা ঘটনা পরিক্রমায় সেটা হতে হতেও হয়নি। আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে খেলছেন না তিনি।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লাগোয়া রামু উপজেলার রশিদ নগরে স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশেই সেন্টারটি গড়ে তোলার স্থান নির্ধারণ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেমাঠের বাইরে সতীর্থ, মাঠের ভেতরে প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়দের গার্ড অব অনার পেলেন ফরহাদ রেজা। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা ছয় রাউন্ডে রাজশাহীর একাদশে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। শেষ রাউন্ডে নিরুত্তাপ ম্যাচ হওয়ায় তাঁকে মাঠ থেকে বিদায়ের সুযোগ দেয় টিম ম্যানেজেন্ট।
৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তানের যুবারা। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৬৯ রানে হারিয়েছে তারা। শারজায় ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে জাপানকে ২১১ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত।
৮ ঘণ্টা আগে