ক্রীড়া ডেস্ক
রংপুরের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে মাত্র ৬২ রানে গুটিয়ে গেছে ঢাকা মহানগর। দুই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর তোপে মাত্র ১৬ রান করতেই প্রথম ৫ উইকেট হারা তারা। এটিই এই টুর্নামেন্টে সর্বনিম্ন রানে এত উইকেট হারানোর রেকর্ড।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুগ্ধকে চার মেরে ইনিংসের শুরুটা করেন ইমরানুজ্জামান (৪)। তবে সেই ওভারের তৃতীয় বলে ফেরেন মহানগরের এই ওপেনার-উইকেটরক্ষক। এরপরই তাসের ঘরের মতন ভেঙে পড়ে মহানগরের ব্যাটিং লাইনআপ।
শামসুর রহমান শুভ (১৪) ও আবু হায়দার হৃদয় (১৩) ছাড়া দলটির কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। মহানগর টিকতে পেরেছে ১৬.৩ ওভার। রংপুরের হয়ে মুগ্ধ ও বাবু নিয়েছেন সমান ৩টি করে উইকেট।
মহানগর যে ৬২ রান করেছে তার ১১ রান এসেছে অতিরিক্ত থেকে। এটিই এই টুর্নামেন্টের কোনো দলের সর্বনিম্ন স্কোরও। বাংলাদেশের স্বীকৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এবারই কোনো দল ১০০-এর নিচে গুটিয়ে গেল। এর আগে ২০১৬ বিপিএল ফাইনালে রাজশাহী কিংসকে ১০৩ রানে থামিয়ে দিয়েছিল ঢাকা ডায়নামাইটস।
রংপুরের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে মাত্র ৬২ রানে গুটিয়ে গেছে ঢাকা মহানগর। দুই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর তোপে মাত্র ১৬ রান করতেই প্রথম ৫ উইকেট হারা তারা। এটিই এই টুর্নামেন্টে সর্বনিম্ন রানে এত উইকেট হারানোর রেকর্ড।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুগ্ধকে চার মেরে ইনিংসের শুরুটা করেন ইমরানুজ্জামান (৪)। তবে সেই ওভারের তৃতীয় বলে ফেরেন মহানগরের এই ওপেনার-উইকেটরক্ষক। এরপরই তাসের ঘরের মতন ভেঙে পড়ে মহানগরের ব্যাটিং লাইনআপ।
শামসুর রহমান শুভ (১৪) ও আবু হায়দার হৃদয় (১৩) ছাড়া দলটির কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। মহানগর টিকতে পেরেছে ১৬.৩ ওভার। রংপুরের হয়ে মুগ্ধ ও বাবু নিয়েছেন সমান ৩টি করে উইকেট।
মহানগর যে ৬২ রান করেছে তার ১১ রান এসেছে অতিরিক্ত থেকে। এটিই এই টুর্নামেন্টের কোনো দলের সর্বনিম্ন স্কোরও। বাংলাদেশের স্বীকৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এবারই কোনো দল ১০০-এর নিচে গুটিয়ে গেল। এর আগে ২০১৬ বিপিএল ফাইনালে রাজশাহী কিংসকে ১০৩ রানে থামিয়ে দিয়েছিল ঢাকা ডায়নামাইটস।
১২৭ রান, ১৫ উইকেট, ৪.৫৬ রানরেট—একটা ম্যাচ কতটা ম্যাড়মেড়ে হতে পারে, এই পরিসংখ্যানে স্পষ্ট। ম্যাড়মেড়ে এই ম্যাচটিই হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের ফাইনাল। তবে সিলেটে এমন ফাইনাল দেখতে আসেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
৯ ঘণ্টা আগেবাবর আজমের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পিসিবির কেন্দ্রীয় চুক্তি ও দল থাকে বাদ পড়েন ফখর জামান। এক্সে করা পোস্টের জন্য ফখরকে কারণ দর্শানোর নোটিশও পাঠায় পিসিবি। কয়েক মাস পর বাবরকে নিয়ে করা সেই পোস্টের ব্যাখ্যা দিলেন ফখর। জানিয়েছেন বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি। ভুলভাবে তাঁর...
৯ ঘণ্টা আগেনামের মতোই এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুগ্ধ করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। টুর্নামেন্টে ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মুগ্ধর মতো তারকাদের কয়েক বছর ধরে বাজিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ ঘণ্টা আগে