ক্রীড়া ডেস্ক
অনেক দিন ধরেই ছন্দে নেই রোহিত শর্মা। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে সর্বশেষ ১০ ইনিংসে একটি মাত্র ফিফটি করেছেন ভারতীয় ব্যাটার। ফলে কঠিন সময়ে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার।
গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ৫৫ রানে রোহিতরা হারার পরেই এমনটি জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই। সততার সঙ্গে এটাও বলতে চাই যে, রোহিতেরও আপাতত কিছু সময়ের জন্য বিশ্রামে যাওয়া উচিত এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখা উচিত। শেষ কয়েকটি ম্যাচের জন্য সে আবার আসতে পারে। তবে এই মুহূর্তে তার শ্বাস নেওয়া প্রয়োজন।’
এবারের মৌসুমে দলের মতো নিজের পারফরম্যান্স খারাপ রোহিতের। গতকাল মাত্র ২ রান করতে পেরেছেন তিনি। সব মিলিয়ে ৭ ম্যাচে ১৮১ রান করেছেন এখন পর্যন্ত। ফিফটি একটি। এমন কঠিন মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েও হয়তো ভাবতে পারেন এমনটা মনে করছেন গাভাস্কার। টেস্টে সর্বপ্রথম ১০ হাজার রানের মালিক বলেছেন, ‘তাকে কিছুটা আচ্ছন্ন দেখাচ্ছে। মনে হয়, ফাইনাল নিয়ে এখনই ভাবা শুরু করেছে। সত্যি কিনা জানি না। তবে বিশ্বাস করি যে, এই মুহূর্তে তার একটু বিশ্রাম প্রয়োজন। ফাইনালের আগে ছন্দে ফেরার জন্য শেষ দিকে তিন বা চার ম্যাচে ফিরে আসতে পারে।’
শুধু রোহিতকে নিয়েই কথা বলেননি গাভাস্কার। ভারতীয় অধিনায়কের আইপিএল দল নিয়েও কথা বলেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দল গত মৌসুমে তলানিতে শেষ করেছিল। এবারের অবস্থানও ভালো না। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে তারা। এখান থেকে প্লে অফে খেলতে মিরাকল কিছু করতে হবে বলে মনে করছেন গাভাস্কার।
গাভাস্কার বলেছেন, ‘আইপিএলের প্লে অফে জায়গা পেতে হলে মুম্বাইকে মিরাকল কিছু করতে হবে। এই মুহূর্তে তারা যেখানে আছে ধারণা করা যাচ্ছে যে, শেষ সময়ে হয়তো ৪ নম্বরে থাকতে পারে। তবে এটির নিশ্চয়তার জন্য ব্যাটিং-বোলিংয়ে কিছু অসাধারণ ক্রিকেট খেলতে হবে।’
অনেক দিন ধরেই ছন্দে নেই রোহিত শর্মা। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে সর্বশেষ ১০ ইনিংসে একটি মাত্র ফিফটি করেছেন ভারতীয় ব্যাটার। ফলে কঠিন সময়ে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার।
গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ৫৫ রানে রোহিতরা হারার পরেই এমনটি জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই। সততার সঙ্গে এটাও বলতে চাই যে, রোহিতেরও আপাতত কিছু সময়ের জন্য বিশ্রামে যাওয়া উচিত এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখা উচিত। শেষ কয়েকটি ম্যাচের জন্য সে আবার আসতে পারে। তবে এই মুহূর্তে তার শ্বাস নেওয়া প্রয়োজন।’
এবারের মৌসুমে দলের মতো নিজের পারফরম্যান্স খারাপ রোহিতের। গতকাল মাত্র ২ রান করতে পেরেছেন তিনি। সব মিলিয়ে ৭ ম্যাচে ১৮১ রান করেছেন এখন পর্যন্ত। ফিফটি একটি। এমন কঠিন মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েও হয়তো ভাবতে পারেন এমনটা মনে করছেন গাভাস্কার। টেস্টে সর্বপ্রথম ১০ হাজার রানের মালিক বলেছেন, ‘তাকে কিছুটা আচ্ছন্ন দেখাচ্ছে। মনে হয়, ফাইনাল নিয়ে এখনই ভাবা শুরু করেছে। সত্যি কিনা জানি না। তবে বিশ্বাস করি যে, এই মুহূর্তে তার একটু বিশ্রাম প্রয়োজন। ফাইনালের আগে ছন্দে ফেরার জন্য শেষ দিকে তিন বা চার ম্যাচে ফিরে আসতে পারে।’
শুধু রোহিতকে নিয়েই কথা বলেননি গাভাস্কার। ভারতীয় অধিনায়কের আইপিএল দল নিয়েও কথা বলেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দল গত মৌসুমে তলানিতে শেষ করেছিল। এবারের অবস্থানও ভালো না। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে তারা। এখান থেকে প্লে অফে খেলতে মিরাকল কিছু করতে হবে বলে মনে করছেন গাভাস্কার।
গাভাস্কার বলেছেন, ‘আইপিএলের প্লে অফে জায়গা পেতে হলে মুম্বাইকে মিরাকল কিছু করতে হবে। এই মুহূর্তে তারা যেখানে আছে ধারণা করা যাচ্ছে যে, শেষ সময়ে হয়তো ৪ নম্বরে থাকতে পারে। তবে এটির নিশ্চয়তার জন্য ব্যাটিং-বোলিংয়ে কিছু অসাধারণ ক্রিকেট খেলতে হবে।’
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
২৪ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে