হেড আসলে ওভাবে কী বুঝিয়েছিলেন, সিধু বলছেন ভারতীয়দের অপমান

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
ঋষভ পন্তের উইকেট নেওয়ার পর এমন উদযাপন করেন ট্রাভিস হেড। ছবি: ক্রিকইনফো

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হলে ট্রাভিস হেডকে নিয়ে আলোচনা না হয়ে কি পারে! ভারতকে পেলেই তিনি অন্য রকম হয়ে ওঠেন বলে পেয়েছেন ‘ট্রাভিস হেডেক’ উপাধি। এবার ভারতের বিপক্ষে ভিন্ন রকম এক উদযাপন করায় আলোচনা তাঁকে নিয়ে। ভারতের সাবেক ক্রিকেটার নভজোত সিং সিধু চটেছেন।

হেডের এবারের ঘটনা ঘটেছে গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ভারতের দ্বিতীয় ইনিংসের ৫৯তম ওভারে বোলিং করেন তিনি। ওভারের চতুর্থ বলে তুলে মারতে গিয়ে লং অনে মিচেল মার্শের তালুবন্দী হয়েছেন ঋষভ পন্ত। তারপর হেড ডান হাতের ভেতরে বাঁহাতের একটি আঙুল স্থাপন করে সবাইকে দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের এমন উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে দ্রুতই। অজি বাঁহাতি ব্যাটার অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। বরফের একটি গ্লাসের মধ্যে আঙুল রাখার ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘কিছু পাত্র।’ হয়তো আঙুলে ব্যথা অনুভব করার ব্যাপারটাই পন্তের উইকেট নেওয়ার পর বোঝাতে চেয়েছেন হেড।

হেডের এমন উদযাপনের দিন ভারত হেরেছে ১৮৪ রানের বিশাল ব্যবধানে। ভারতের বাজে পারফরম্যান্সের সময় পন্তের এমন উদযাপন দেখে বেজায় চটেছেন নভজোত সিং সিধু। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সিধু লিখেছেন, ‘মেলবোর্ন টেস্টে ট্রাভিস হেডের আপত্তিকর আচরণ ভদ্রলোকের খেলার জন্য ভালো কিছু নয়। নারী, শিশু, বৃদ্ধ, তরুণরা সবাই যেখানে খেলা দেখছেন, সেখানে একটা সবচেয়ে বাজে একটা দৃষ্টান্ত হয়ে থাকল। এমন বিদ্রুপাত্মক আচরণ নির্দিষ্ট কাউকে নয়। পুরো ১৫০ কোটি ভারতীয়কে অপমান করেছে। এমন ঘটনায় কঠোর শাস্তি দেওয়া উচিত তাকে (হেড)। ভবিষ্যৎ প্রজন্মের কেউ যেন এমন কাজ করার স্পর্ধা না দেখাতে পারে।’

পন্তের বিপক্ষে হেডের উদযাপন নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। অজি অধিনায়ক বলেছিলেন, ‘আমি জিনিসটার ব্যাখ্যা দিচ্ছি। তার আঙুল এত গরম যে সে বরফের কাপে তার আঙুল রাখতে চাচ্ছে। গ্যাবা হোক বা অন্য কোনো ভেন্যু, কোনো উইকেট পাওয়ার পর সে (হেড) ফ্রিজে রাখা বরফের পাত্রে আঙুল রাখতে চলে যেত। এভাবেই লিনোর (নাথান লায়ন) কাছে গিয়ে হাঁটত সে। এটা একটু হাস্যকর মনে হতে পারে।’

অস্ট্রেলিয়া-ভারত চলমান টেস্ট সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১০ রান করেন হেড। ৪ ম্যাচে ৭ ইনিংস ব্যাটিং করে ২ সেঞ্চুরি ও ১ ফিফটি করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে করেছেন কেবল ১ রান। প্রথম ইনিংসে মারেন ডাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত