ক্রীড়া ডেস্ক
তারকাদের নিয়ে আগে থেকে কোনো উপসংহারে আসা যায় না। যত বেশি সমালোচনা, ততই বেশি উজ্জীবিত হয়ে ওঠেন। কদিন আগে যে স্টিভ স্মিথ ধুঁকছিলেন, ভারত সিরিজে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। টানা দুই টেস্টে সেঞ্চুরি করে নতুন এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গতকাল বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ৬৮ রান করেন স্মিথ। ১১১ বল খেলেছিলেন প্রথম দিনে। ৩৪তম টেস্ট সেঞ্চুরি করতে তাঁর লেগেছে আর ৫৬ বল। ইনিংসের ১০১তম ওভারের শেষ বলে নীতিশ কুমার রেড্ডিকে চার মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন স্মিথ। তাতে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। এই তালিকায় দুইয়ে আছেন জো রুট। ভারতের বিপক্ষে টেস্টে রুট করেছেন ১০ সেঞ্চুরি।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টে সেঞ্চুরি করে ইনিংসটাকে লম্বা করেন স্মিথ। ১৯৭ বলে ১৩ চার ও ৩ ছক্কায় করেন ১৪০ রান। ৭১.০৬ স্ট্রাইকরেটই প্রমাণ করে ম্যাচের পরিস্থিতি বুঝে কীভাবে খেলতে হয়। স্মিথের এই সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ৪৭৪ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৩ ওভারে ২ উইকেটে করেছে ১১৯ রান।যশস্বী জয়সওয়াল ৬১ রান করে অপরাজিত। ২৩ রানে ব্যাটিং করছেন বিরাট কোহলি।
৫১ সেঞ্চুরি করে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখনো শচীন টেন্ডুলকারের। দুই, তিন ও চারে থাকা জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেন ৪৫, ৪১ ও ৩৮ সেঞ্চুরি। স্মিথের সমান ৩৪ সেঞ্চুরি টেস্টে করেন সুনীল গাভাস্কার, মাহেলা জয়বর্ধনে, ব্রায়ান লারা ও ইউনিস খান।
দল | সেঞ্চুরি | |
---|---|---|
স্টিভ স্মিথ | অস্ট্রেলিয়া | ১১ |
জো রুট | ইংল্যান্ড | ১০ |
রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | ৮ |
স্যার ভিভিয়ান রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |
স্যার গ্যারি সোবার্স | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |
তারকাদের নিয়ে আগে থেকে কোনো উপসংহারে আসা যায় না। যত বেশি সমালোচনা, ততই বেশি উজ্জীবিত হয়ে ওঠেন। কদিন আগে যে স্টিভ স্মিথ ধুঁকছিলেন, ভারত সিরিজে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। টানা দুই টেস্টে সেঞ্চুরি করে নতুন এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গতকাল বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ৬৮ রান করেন স্মিথ। ১১১ বল খেলেছিলেন প্রথম দিনে। ৩৪তম টেস্ট সেঞ্চুরি করতে তাঁর লেগেছে আর ৫৬ বল। ইনিংসের ১০১তম ওভারের শেষ বলে নীতিশ কুমার রেড্ডিকে চার মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন স্মিথ। তাতে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। এই তালিকায় দুইয়ে আছেন জো রুট। ভারতের বিপক্ষে টেস্টে রুট করেছেন ১০ সেঞ্চুরি।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টে সেঞ্চুরি করে ইনিংসটাকে লম্বা করেন স্মিথ। ১৯৭ বলে ১৩ চার ও ৩ ছক্কায় করেন ১৪০ রান। ৭১.০৬ স্ট্রাইকরেটই প্রমাণ করে ম্যাচের পরিস্থিতি বুঝে কীভাবে খেলতে হয়। স্মিথের এই সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ৪৭৪ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৩ ওভারে ২ উইকেটে করেছে ১১৯ রান।যশস্বী জয়সওয়াল ৬১ রান করে অপরাজিত। ২৩ রানে ব্যাটিং করছেন বিরাট কোহলি।
৫১ সেঞ্চুরি করে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখনো শচীন টেন্ডুলকারের। দুই, তিন ও চারে থাকা জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেন ৪৫, ৪১ ও ৩৮ সেঞ্চুরি। স্মিথের সমান ৩৪ সেঞ্চুরি টেস্টে করেন সুনীল গাভাস্কার, মাহেলা জয়বর্ধনে, ব্রায়ান লারা ও ইউনিস খান।
দল | সেঞ্চুরি | |
---|---|---|
স্টিভ স্মিথ | অস্ট্রেলিয়া | ১১ |
জো রুট | ইংল্যান্ড | ১০ |
রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | ৮ |
স্যার ভিভিয়ান রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |
স্যার গ্যারি সোবার্স | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |
চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত—প্যাট কামিন্সের বক্তব্য বলে প্রতিবেদন হয়েছিল। এ খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। তবে আজ কামিন্স জানিয়েছেন, এ রকম কোনো মন্তব্য করেননি তিনি। তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড ক্রিকেটকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
৩১ মিনিট আগে২১ বছর পর এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আজ নির্বাহী কমিটির সভা শেষে গেমসটির সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদ শহরে হবে ১৪তম এসএ গেমস।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দু্ই দলই আসর শুরু করেছে জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাধায় পড়ল তারা। ফলে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা মাঠে গড়ানো তো দূরের কথা বৃষ্টির দাপটের কারণে টস পর্যন্ত হয়নি।
৩ ঘণ্টা আগেহার দিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে ইংল্যান্ড ও আফগানিস্তান। তবে ‘বি’ গ্রুপের দল দুটির সামনে এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই আশা বাঁচিয়ে রাখার অভিযানে কাল সাক্ষাৎ হচ্ছে ইংলিশ ও আফগানদের মধ্যে। আজ একই গ্রুপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করায়, কিছুটা
৩ ঘণ্টা আগে