নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও তামিম ইকবাল মিরপুর শেরেবাংলায় বড় বড় ছক্কার অনুশীলন করে আসছেন কদিন ধরেই। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক যে খেলতে যাবেন হিমালয়ের দেশ নেপালে। তারই প্রস্তুতি চলছিল গত চার দিন ধরে। প্রথম তিন দিন একাই অনুশীলনে এসেছিলেন চট্টগ্রামের ‘খান সাহেব’–তামিম ইকবাল খান।
তবে আজ বুধবার আর একা নন, তামিম সঙ্গে নিয়ে এসেছেন আরও এক খানকে—তামিমের ছেলে আরহাম ইকবাল খান। ছেলেকে সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে মাঠে প্রবেশ করেন তামিম। এ সময় তামিমের হাতে ব্যাট তো ছিলই, আরহামও সঙ্গে নিয়ে আসে ব্যাট–বল। পিতা-পুত্র মাঠে প্রবেশের আগেই মাঝ উইকেটে ব্যাটিং অনুশীলন সারছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে তামিম ছেলেকে মাহমুদউল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন । এ সময় বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক আরহামকে আদর করে দেন।
এরপর মাহমুদউল্লাহ ও তামিম ব্যস্ত হয়ে পড়েন মাঝ উইকেটে অনুশীলনে। আর দূরে বসে বাবা ও ‘চাচ্চু’ মাহমুদউল্লাহর ব্যাটিং উপভোগ করছিল আরহাম। একটা সময় ব্যাট হাতে নেমে পড়ে আরহামও। মাঠকর্মীদের একজনকে দেখা যায় আরহামকে দীর্ঘক্ষণ ধরে বোলিং করতে।
বাবা বাঁহাতি ব্যাটসম্যান হলেও আরহাম অবশ্য ডানহাতি ব্যাটসম্যান। বোলিংও করে ডান হাতে। প্রায় ঘণ্টাখানেক ধরে অনুশীলনের পরে ফেরার পথে বাবাকে বোলিং করতেও দেখা গেল আরহামকে। আরহামের ডান হাতে ছোড়া সেই বল তামিম ঠেকিয়ে দেন বেশ দেখেশুনেই। এরপর আলোকচিত্রীদের ছবি তোলার দাবি মেটাতে মেটাতে বাবা-ছেলে ফেরেন বাসার পথে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও তামিম ইকবাল মিরপুর শেরেবাংলায় বড় বড় ছক্কার অনুশীলন করে আসছেন কদিন ধরেই। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক যে খেলতে যাবেন হিমালয়ের দেশ নেপালে। তারই প্রস্তুতি চলছিল গত চার দিন ধরে। প্রথম তিন দিন একাই অনুশীলনে এসেছিলেন চট্টগ্রামের ‘খান সাহেব’–তামিম ইকবাল খান।
তবে আজ বুধবার আর একা নন, তামিম সঙ্গে নিয়ে এসেছেন আরও এক খানকে—তামিমের ছেলে আরহাম ইকবাল খান। ছেলেকে সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে মাঠে প্রবেশ করেন তামিম। এ সময় তামিমের হাতে ব্যাট তো ছিলই, আরহামও সঙ্গে নিয়ে আসে ব্যাট–বল। পিতা-পুত্র মাঠে প্রবেশের আগেই মাঝ উইকেটে ব্যাটিং অনুশীলন সারছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে তামিম ছেলেকে মাহমুদউল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন । এ সময় বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক আরহামকে আদর করে দেন।
এরপর মাহমুদউল্লাহ ও তামিম ব্যস্ত হয়ে পড়েন মাঝ উইকেটে অনুশীলনে। আর দূরে বসে বাবা ও ‘চাচ্চু’ মাহমুদউল্লাহর ব্যাটিং উপভোগ করছিল আরহাম। একটা সময় ব্যাট হাতে নেমে পড়ে আরহামও। মাঠকর্মীদের একজনকে দেখা যায় আরহামকে দীর্ঘক্ষণ ধরে বোলিং করতে।
বাবা বাঁহাতি ব্যাটসম্যান হলেও আরহাম অবশ্য ডানহাতি ব্যাটসম্যান। বোলিংও করে ডান হাতে। প্রায় ঘণ্টাখানেক ধরে অনুশীলনের পরে ফেরার পথে বাবাকে বোলিং করতেও দেখা গেল আরহামকে। আরহামের ডান হাতে ছোড়া সেই বল তামিম ঠেকিয়ে দেন বেশ দেখেশুনেই। এরপর আলোকচিত্রীদের ছবি তোলার দাবি মেটাতে মেটাতে বাবা-ছেলে ফেরেন বাসার পথে।
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
২ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৩ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৩ ঘণ্টা আগে