আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ১৫: ৫১
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৭: ০৮

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে সাইড স্ট্রেইনের চোটের জন্য খেলা হচ্ছে না তাসকিনের। 

টি-টোয়েন্টি সিরিজ থেকে এই চোট তাসকিনকে ভোগাচ্ছিল। বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল দলের আনুষ্ঠানিক অনুশীলনে বল করতে দেখা যায়নি তাসকিনকে। আজকেও এসে বল না করেই ফিরে গেছেন। 

তাসকিন সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে। চট্টগ্রামে প্রথম টেস্টে চোটের কারণে খেলা হয়নি তাঁর। দুর্দান্ত ফর্মে থাকা তাসকিনের জন্য এটা নিশ্চিতভাবেই হতাশার।

তাসকিনের জায়গায় দলে ডাকা হয়েছে পেসার রেজাউর রহমান রাজাকে। এমনিতে গত কয়েকটি সিরিজে দলের সঙ্গেই ছিলেন এই তরুণ পেসার। তবে আয়ারল্যন্ডে সিরিজে প্রতিপক্ষের ডান-বাঁহাতি কম্বিনেশনের কারণে রাজা ১৪ সদস্যের দলে সুযোগ পাননি। তাসকিনের চোটে অবশ্য এখন তাঁর কপাল খুলেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত