ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। শুধু টি-টোয়েন্টি নয়, কোহলিকে ছাড়তে হতে পারে ওয়ানডের অধিনায়কত্বও। কারণ ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড় সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে চান রোহিত শর্মাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, (ভারতীয় ক্রিকেট বোর্ডের) বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টামণ্ডলীকে এমনটা জানিয়েই কোচের দায়িত্ব নিয়েছেন দ্রাবিড়।
বিসিসিআইকে ইন্টারভিউ দেওয়ার সময় দ্রাবিড় জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতকে চান তিনি। অভিজ্ঞতার জন্য রোহিতকে তাঁর পছন্দ বলে জানান দ্রাবিড়। রোহিতের পর দ্রাবিড়ের পছন্দের তালিকায় দুই নম্বরে আছেন লোকেশ রাহুল। দ্রাবিড় কথা বলেছেন তাঁর পরিকল্পনা নিয়েও। টানা খেলার মধ্যে ক্রিকেটারদের চাপ কমাতে কীভাবে বিশ্রাম দেওয়া হবে, রিজার্ভ বেঞ্চকে কীভাবে ব্যবহার করবেন, সেসবও ওই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন নতুন কোচ।
নতুন ভূমিকায় ভালো কিছু করতে মুখিয়ে আছেন দ্রাবিড়। আর এই দলের বেশ কিছু খেলোয়াড় সম্পর্কে তাঁর পরিষ্কার ধারণা আছে আগে থেকেই। তাঁদের নিয়ে সামনে বড় টুর্নামেন্টগুলোতে ভালো করতে আশাবাদী তিনি। এ প্রসঙ্গে দ্য ওয়াল বলেছেন, ‘নতুন ভূমিকায় ভালো করতে উন্মুখ হয়ে আছি। শাস্ত্রীর অধীনেও ভারতীয় দল ভালো করেছে। আশা করছি, আমিও দলের সঙ্গে ভালো কাজ করব। এই দলের অনেকের সঙ্গেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে, অনূর্ধ্ব-১৯ ও ভারতীয় এ দলের হয়ে কাজ করেছি। আমি জানি ওরা সব সময় উন্নতি করতে চায়। আগামী দুই বছর বেশ কয়েকটা বড় টুর্নামেন্ট আছে। ওই টুর্নামেন্টগুলোতে ভালো পারফর্ম করতে চাই।’
বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। শুধু টি-টোয়েন্টি নয়, কোহলিকে ছাড়তে হতে পারে ওয়ানডের অধিনায়কত্বও। কারণ ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড় সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে চান রোহিত শর্মাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, (ভারতীয় ক্রিকেট বোর্ডের) বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টামণ্ডলীকে এমনটা জানিয়েই কোচের দায়িত্ব নিয়েছেন দ্রাবিড়।
বিসিসিআইকে ইন্টারভিউ দেওয়ার সময় দ্রাবিড় জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতকে চান তিনি। অভিজ্ঞতার জন্য রোহিতকে তাঁর পছন্দ বলে জানান দ্রাবিড়। রোহিতের পর দ্রাবিড়ের পছন্দের তালিকায় দুই নম্বরে আছেন লোকেশ রাহুল। দ্রাবিড় কথা বলেছেন তাঁর পরিকল্পনা নিয়েও। টানা খেলার মধ্যে ক্রিকেটারদের চাপ কমাতে কীভাবে বিশ্রাম দেওয়া হবে, রিজার্ভ বেঞ্চকে কীভাবে ব্যবহার করবেন, সেসবও ওই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন নতুন কোচ।
নতুন ভূমিকায় ভালো কিছু করতে মুখিয়ে আছেন দ্রাবিড়। আর এই দলের বেশ কিছু খেলোয়াড় সম্পর্কে তাঁর পরিষ্কার ধারণা আছে আগে থেকেই। তাঁদের নিয়ে সামনে বড় টুর্নামেন্টগুলোতে ভালো করতে আশাবাদী তিনি। এ প্রসঙ্গে দ্য ওয়াল বলেছেন, ‘নতুন ভূমিকায় ভালো করতে উন্মুখ হয়ে আছি। শাস্ত্রীর অধীনেও ভারতীয় দল ভালো করেছে। আশা করছি, আমিও দলের সঙ্গে ভালো কাজ করব। এই দলের অনেকের সঙ্গেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে, অনূর্ধ্ব-১৯ ও ভারতীয় এ দলের হয়ে কাজ করেছি। আমি জানি ওরা সব সময় উন্নতি করতে চায়। আগামী দুই বছর বেশ কয়েকটা বড় টুর্নামেন্ট আছে। ওই টুর্নামেন্টগুলোতে ভালো পারফর্ম করতে চাই।’
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।
৯ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
১০ ঘণ্টা আগেঅ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
১১ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
১২ ঘণ্টা আগে