Ajker Patrika

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪৯
দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনের তোপে শুরুতেই এলোমেলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ৩৫ রানেই ৩ উইকেট হারিয়েছে তারা। প্রথম ওভার কোনো বিপর্যয় না ঘটলেও দ্বিতীয় ওভারেই আউট হলেন অভিষিক্ত জাকির হাসান। মিলনের বলে ইনসাইড এজ বোল্ড হয়ে ফিরলেন এই বাঁহাতি ওপেনার।

অভিষেক ওয়ানডে ম্যাচ ৫ বলে ১ রান করলেন জাকির। পরের ওভারে বোল্টের বলে ফিরলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। স্লিপে ফিন অ্যালেনকে ক্যাচ দিয়ে ফিরলেন ৫ রানে। ৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের মাঠে ওয়ানডে সংস্করণে এটাই বোল্টের প্রথম উইকেট।

তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও  তাওহীদ হৃদয় চাপ সামলে চেষ্টা করেছিলেন জুটি বড় করতে। কিন্তু সেটিও হতে দিলেন না মিলন। ২০ রানে ২৭ রানের জুটিটি ভেঙে দেন তিনি। ষষ্ঠ ওভারে মিলনের বল কাভারড্রাইভ করতে গিয়ে পয়েন্টে উইল ইয়ংকে ক্যাচ দেন হৃদয়। ১৩ বলে ১৮ রান আসে তাঁর ব্যাট থেকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.১ ওভারে ৩ উইকেটে ৫৪ রান। শান্ত ২৩ ও মুশফিকুর রহিম ১ রানে অপরাজিত আছেন। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

একাদশে ফিরেছেন প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিক ও শরীফুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার অধিনায়কত্ব করছেন শান্ত। এই বাঁহাতি ব্যাটারও ছিলেন না আগের দুই ম্যাচে। অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের। নিউজিল্যান্ডও একাদশে একটি পরিবর্তন এনেছে। বিশ্রাম দেওয়া হয়েছে কাইলি জেমিসনকে। অভিষেক হচ্ছে আরেক স্পিনার ডিন ফক্সক্রোফ্টের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত