লঙ্কানদের কাছে হারের পর ভেঙে পড়েছেন রোহিত 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পর ভিন্ন এক শ্রীলঙ্কা দলকে দেখা যাচ্ছে। লঙ্কানদের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে খেই হারাচ্ছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবার লঙ্কানদের ওয়ানডে সিরিজ হারের শঙ্কায়। 

প্রথম ও দ্বিতীয় দুই ওয়ানডেতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে ২৩০ রান ও ২৪০ রান করেছে। ওয়ানডের বর্তমান ঘরানায় সেই রান তেমন কঠিন কিছু নয়। এই অল্প পুঁজি নিয়ে লঙ্কানরা ছড়ি ঘোরাচ্ছে বোলিং দিয়ে। প্রথম ওয়ানডেতে ভারতের থেকে জয় কেড়ে নিয়ে টাই করেছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় গতকাল ২৪১ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ৯৭ রান ছিল ভারতের। জেফরি ভ্যান্ডারসের ঘূর্ণিতে মুহূর্তেই সেটা ৬ উইকেটে ১৪৭ রানে পরিণত হয় সফরকারীরা। শেষ পর্যন্ত ৩২ রানে জিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।  

ম্যাচসেরা ভ্যান্ডারসেকে কৃতিত্ব দিয়েছেন রোহিত।  পাশাপাশি রোহিত মনে করেন, ধারাবাহিকভাবে ক্রিকেটটা খেলতে পারছে না ভারত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত শর্মা বলেন, ‘যখন আপনি হারবেন, তখন খুবই খারাপ লাগে। এটা সেই ১০ ওভারের ব্যাপার নয় (৬ উইকেট হারানোর ঘটনা)। আপনাকে ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে এবং সেটা আজ (গতকাল) করতে আমরা ব্যর্থ হয়েছি। কিছুটা হতাশ তো বটেই, তবে এমন কিছু হতেই পারে। কৃতিত্ব ভ্যান্ডারসেকে দিতেই হবে। সে ৬ উইকেট নিয়েছে।’ 

পাওয়ার প্লের (প্রথম ১০ ওভার) মধ্যে ফিফটি করার অভ্যাসটা রোহিত রপ্ত করেছেন দারুণভাবে। লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডেতেই ভারতীয় অধিনায়কের ফিফটি এসেছে ১০ ওভার হওয়ার আগেই। কলম্বোতে গত রাতে ওয়ানডে ক্যারিয়ারের ৫৭তম ফিফটি পূর্ণ করেছেন ২৯ বলে।  রোহিত তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরন বদলাবেন না বলে জানিয়েছেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘৬৫ রান করেছি এভাবেই ব্যাটিং করি। এমন ব্যাটিং করলে অনেক ঝুঁকি থাকে। যখন জিততে পারবেন না, তখন আপনি হতাশ হবেনই। আমার ইনটেন্ট কখনোই বদলাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত