কুড়ি ওভারের খেলায় ৩৪৯ রান ৩৭ ছক্কার রেকর্ড গড়ল বরোদা

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫৮
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫৮
বরোদা ক্রিকেট দল। ছবি: ক্রিকেইনফো

নাইরোবিতে গত অক্টোবরে গাম্বিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের স্কোর গড়েছিল জিম্বাবুয়ে। তবে সেই রেকর্ড টিকল না বেশিদিন।

ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বরোদা। ইন্দোরে আজ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ৫ উইকেটে করেছে ৩৪৯ রান। বরোদার রেকর্ড এখানেই শেষ নয়। তাদের ইনিংসে ছিল ৩৭ ছয়। টি-টোয়েন্টিতে এটিও এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। এর আগের রেকর্ডটিও ছিল জিম্বাবুয়ের। গাম্বিয়ার বিপক্ষে তারা মেরেছিল ২৭ ছয়।

টসে জিতে ব্যাটিংয়ে নেমেই সিকিমের বোলারদের তুলোধুনো করতে থাকতে থাকেন শশান্ত রাওয়াত ও অভিমন্যুসিং রাজপুত। দুজনে উদ্বোধনী জুটিতে গড়েন ৩৭ বলে ৯২ রান। শশান্ত সম্প্রতি দুলীপ ট্রফিতে খেলেছেন ভারত ‘এ’ দলের হয়ে। সিকিমের বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে ১৬ বলে ৪৩ রান। আর ১৭ বলে ৫৩ রান করেছেন অভিমন্যু।

বরোদার ওপেনিং জুটি ভাঙার পর তাণ্ডব শুরু করেন ভানু পানিয়া। ৫১ বলে ১৩৪ অপরাজিত ছিলেন তিনি। ছয় মেরেছেন ১৫টি। স্ট্রাইকরেট—২৬২.৭৫। ঘরোয়ার ক্রিকেটে ৩৯তম ইনিংসে এসে প্রথম সেঞ্চুরি পেলেন ভানু। তাঁর এমন দানবীয় ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে বরোদা। এই কীর্তির পেছনে কৃতিত্ব দিতে হবে শিভালিক শর্মা (৫৫) মহেষ পিঠিয়াকেও (৫০)। দুজনেই পেয়েছেন ফিফটি।

ম্যাচটিতে বরোদা জিতেছে ২৬৩ রানে। সিকিম কুড়ি ওভার খেলে ৭ উইকেটে করে ৮৬ রান।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর

  • স্কোর প্রতিপক্ষ ভেন্যু সাল ছয়

বরোদা ৩৪৯/৫ সিকিম ইন্দোর ২০২৪ ৩৭

জিম্বাবুয়ে ৩৪৪/৪ গাম্বিয়া নাইরোবি ২০২৪ ২৭

নেপাল ৩৭৪/৩ মঙ্গোলিয়া হ্যাংঝু ২০২৩ ২৬

ভারত ২৯৭/৬ বাংলাদেশ হায়দরাবাদ ২০২৪ ২২

সানরাইজার্স হায়দরাবাদ ২৮৭/৩ আরসিবি বেঙ্গালুরু ২০২৪ ২২

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত