ফিরে দেখা ২০২৪

বিদেশে সফল বাংলাদেশ, দেশে ব্যর্থ

সময় চলে যায়, রেখে যায় স্মৃতি। দুঃস্মৃতিও। বিদায়ী বছরের ক্রীড়াঙ্গনের সেসব স্মৃতি-দুঃস্মৃতির পাশাপাশি ছবি ও লেখায় আলোচিত ঘটনা নিয়ে ধারাবাহিক এই বর্ষপরিক্রমা। আজকের পর্বে বাংলাদেশের ক্রিকেট।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪: ২৭
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪: ৫৯
পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশের উচ্ছ্বাস। সিরিজ জয়টা এসেছে পাকিস্তানের মাঠে। ছবি: ফেসবুক

বিদেশে সাফল্য, দেশে হতাশা

দেশের মাঠে সিরিজ হার দিয়ে বছর শুরু করেছিল বাংলাদেশ। গত মার্চে সিলেটে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল চট্টগ্রামে হওয়া ওয়ানডে সিরিজে। তবে লঙ্কানদের কাছে টেস্ট সিরিজটা হারে বাজেভাবে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে হতাশ করলেও বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট খেলে। সুযোগ ছিল সেমিফাইনালে ওঠারও। সুযোগটা কাজে লাগাতে পারেনি। আগস্টে পাকিস্তানের মাঠে টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই বছরের সবচেয়ে বড় সাফল্য বাংলাদেশের। ভারত সফরে খারাপ ফলের পর দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেস্ট সিরিজও ভালো করতে পারেনি। তবে বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত খেলেছে দল। একটি টেস্টের সঙ্গে জিতেছে টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে পাকিস্তানকে কিংবা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের ধবলধোলাই দুটিই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম।

তিন অধিনায়ক

বছরের শুরুতে এক বছর মেয়াদে তিন সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। অক্টোবরে তাঁর অধিনায়কত্ব না করার গুঞ্জনের পর নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে চোটে পড়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বিসিবির দেখার সুযোগ হয়েছে মেহেদী হাসান মিরাজ আর লিটন দাসের অধিনায়কত্ব।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

বিসিবিতে পালাবদল

দীর্ঘ সময় পরে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড ফেব্রুয়ারিতে নির্বাচক প্যানেল পরিবর্তন আনে। আট বছর প্রধান নির্বাচকের চেয়ার আগলে থাকা মিনহাজুল আবেদীন নান্নুর জায়গায় আসেন গাজী আশরাফ হোসেন লিপু। আগস্টের অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলে পাপনসহ বেশির ভাগ বোর্ড পরিচালক আত্মগোপনে গেলে বিসিবি সভাপতি হন ফারুক আহমেদ। পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন নাজমুল আবেদীন ফাহিম। আপাতত ৯ জনের পরিচালনা পর্ষদ দিয়েই চলছে বিসিবি।

এ বছরই বিসিবি প্রথমবারের মতো চালু করেছে এনসিএল টি-টোয়েন্টি ও মেয়েদের বিসিএল।
এ বছরই বিসিবি প্রথমবারের মতো চালু করেছে এনসিএল টি-টোয়েন্টি ও মেয়েদের বিসিএল।

বিপাকে সাকিব, বিপর্যয়ে সাকিব

৫ আগস্ট ক্ষমতার পালাবদলে সাকিব আল হাসানের ক্যারিয়ারের পাশেই যেন বড় প্রশ্ন পড়ে গেছে। ছয় মাস ধরে তিনি দেশের বাইরে। হত্যা মামলার আসামি হয়েছেন। শেয়ারবাজার কারসাজিতে জরিমানা, হিসাব জব্দ, আদালতে তলব—বছরের শেষ দিকে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে তাঁর বোলিং নিষিদ্ধ। সাকিবের বিপিএলও অনিশ্চিত। সেপ্টেম্বরে ভারত সফরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে বলেছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে বিদায় নিতে চান তিনি। তাঁর সে আশা আর পূরণ হয়নি।

সাকিব আল হাসানের জন্য ২০২৪ সাল মোটেও ভালো যায়নি। ছবি: এএফপি
সাকিব আল হাসানের জন্য ২০২৪ সাল মোটেও ভালো যায়নি। ছবি: এএফপি

মেয়েদের হতাশা, চ্যাম্পিয়ন যুবারা

মেয়েদের বছরটা খুব একটা ভালো যায়নি এবার। যে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, প্রতিটিতেই হার। অস্ট্রেলিয়া-ভারতের কাছে হারের তবু একটা ব্যাখ্যা আছে। বাংলাদেশ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে। আইরিশদের অবশ্য মিরপুরে ওয়ানডেতে ধবলধোলাই করেছিলেন জ্যোতিরা। আগস্টে এশিয়া কাপে সেমিফাইনাল খেলা আর অক্টোবরে শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি জয়ই যা একটু সান্ত্বনা। আগস্টে সরকার পরিবর্তনের পর নিরাপত্তার ইস্যুতে অক্টোবরে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যায় আরব আমিরাতে। এই আরব আমিরাতেই বছরের শেষ দিকে যুব এশিয়া কাপ জিতে সারা দেশকে আনন্দে ভাসিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। তারা চ্যাম্পিয়ন আবার ভারতকে হারিয়ে।

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের উদযাপন। টানা দুইবার যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। ছবি: এসিসি
ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের উদযাপন। টানা দুইবার যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। ছবি: এসিসি

হাথুরু বরখাস্ত, এলেন সিমন্স

ফারুক সভাপতি হওয়ার পরই জানিয়ে দেন, চন্ডিকা হাথুরুসিংহের ব্যাপারে তাঁর অবস্থান আগের মতোই। হাথুরুর সঙ্গে তাঁর পূর্বের ইতিহাস খুব একটা ইতিবাচক ছিল না। ২০২৩ বিশ্বকাপের তদন্ত রিপোর্টে উল্লিখিত ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিক লাঞ্ছনা আর অনুমতি না নিয়ে অতিরিক্ত ছুটি কাটানোর দায়ে হাথুরুকে অক্টোবরে বরখাস্ত করেন ফারুক। অক্টোবর থেকে বাংলাদেশ দলের প্রধান কোচ হন ফিল সিমন্স।

বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত