Ajker Patrika

আইসিসির মাস সেরা হচ্ছেন ভারতীয়, না আফগান

ক্রীড়া ডেস্ক
আইসিসির মাস সেরা হচ্ছেন ভারতীয়, না আফগান

জুন মাসে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ মহারণ। বিশ্বকাপের এই মাসের সেরা তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। তালিকায় জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন দল ভারতের দুই ক্রিকেটার রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা। আফগানিস্তানের রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। 

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। কাটে ১৩ বছরের শিরোপা খরাও। ভারতকে চ্যাম্পিয়ন করতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অধিনায়ক রোহিত। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান করেছেন এই ওপেনার, ব্যাটিং গড় ছিল ৩৬.৭১ গড়ে। অধিনায়কত্বের সঙ্গে ম্যাচের শুরুতে নিয়মিত দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ‘এক্স ফ্যাক্টর’ ছিলেন বুমরা। প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে বুমরা ১৭ তম ওভার বহু দিন মনে থাকবে সমর্থকদের। ওই ওভারে মাত্র দুই রান দিয়ে ইয়ানসেনকে ফিরিয়ে ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের মোড়। টুর্নামেন্টজুড়ে ব্যাটারদের নাভিশ্বাস তুলে ৪.১৭ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেছেন বুমরা। ৩০ বছর বয়সী এই পেসার হাতে তোলেন টুর্নামেন্টের সেরা পুরস্কারও। 

বড় বড় দলগুলোকে চমকে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। দলের ওপেনার গুরবাজ হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। আইসিসির যেকোনো ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। করেছেন ২৮১ রান, ব্যাটিং গড় ৩৫.০০। তাঁর সামনে সুযোগ আছে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা নির্বাচিত হওয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত