ক্রীড়া ডেস্ক
জুন মাসে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ মহারণ। বিশ্বকাপের এই মাসের সেরা তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। তালিকায় জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন দল ভারতের দুই ক্রিকেটার রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা। আফগানিস্তানের রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। কাটে ১৩ বছরের শিরোপা খরাও। ভারতকে চ্যাম্পিয়ন করতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অধিনায়ক রোহিত। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান করেছেন এই ওপেনার, ব্যাটিং গড় ছিল ৩৬.৭১ গড়ে। অধিনায়কত্বের সঙ্গে ম্যাচের শুরুতে নিয়মিত দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ‘এক্স ফ্যাক্টর’ ছিলেন বুমরা। প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে বুমরা ১৭ তম ওভার বহু দিন মনে থাকবে সমর্থকদের। ওই ওভারে মাত্র দুই রান দিয়ে ইয়ানসেনকে ফিরিয়ে ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের মোড়। টুর্নামেন্টজুড়ে ব্যাটারদের নাভিশ্বাস তুলে ৪.১৭ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেছেন বুমরা। ৩০ বছর বয়সী এই পেসার হাতে তোলেন টুর্নামেন্টের সেরা পুরস্কারও।
বড় বড় দলগুলোকে চমকে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। দলের ওপেনার গুরবাজ হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। আইসিসির যেকোনো ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। করেছেন ২৮১ রান, ব্যাটিং গড় ৩৫.০০। তাঁর সামনে সুযোগ আছে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা নির্বাচিত হওয়ার।
জুন মাসে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ মহারণ। বিশ্বকাপের এই মাসের সেরা তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। তালিকায় জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন দল ভারতের দুই ক্রিকেটার রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা। আফগানিস্তানের রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। কাটে ১৩ বছরের শিরোপা খরাও। ভারতকে চ্যাম্পিয়ন করতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অধিনায়ক রোহিত। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান করেছেন এই ওপেনার, ব্যাটিং গড় ছিল ৩৬.৭১ গড়ে। অধিনায়কত্বের সঙ্গে ম্যাচের শুরুতে নিয়মিত দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ‘এক্স ফ্যাক্টর’ ছিলেন বুমরা। প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে বুমরা ১৭ তম ওভার বহু দিন মনে থাকবে সমর্থকদের। ওই ওভারে মাত্র দুই রান দিয়ে ইয়ানসেনকে ফিরিয়ে ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের মোড়। টুর্নামেন্টজুড়ে ব্যাটারদের নাভিশ্বাস তুলে ৪.১৭ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেছেন বুমরা। ৩০ বছর বয়সী এই পেসার হাতে তোলেন টুর্নামেন্টের সেরা পুরস্কারও।
বড় বড় দলগুলোকে চমকে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। দলের ওপেনার গুরবাজ হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। আইসিসির যেকোনো ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। করেছেন ২৮১ রান, ব্যাটিং গড় ৩৫.০০। তাঁর সামনে সুযোগ আছে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা নির্বাচিত হওয়ার।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৪ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১০ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে