ক্রীড়া ডেস্ক
ঝোড়ো ব্যাটিংয়ের অভ্যাসটা যেন রপ্ত করে ফেললেন এভিন লুইস। আরও স্পষ্ট করে বললে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এলেই যেন উপকার হয় লুইসের। পাল্লেকেলে থেকে সুদূর অ্যান্টিগাতেও ক্যারিবীয় এই ওপেনারের ব্যাটে উঠেছে ঝড়।
সীমিত ওভারের ক্রিকেটে লুইসের সুখ্যাতি থাকলেও ওয়ানডে দলে তিন বছর ছিলেন ব্রাত্য। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে পাল্লেকেলেতে গত সপ্তাহে ঝোড়ো গতিতে সেঞ্চুরি তুললেন। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ঝড় তুলছেন। এবারও বৃষ্টি বাগড়া দিয়েছে। তবে এবার সেঞ্চুরিটা মিস করেছেন লুইস।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ১৫ ওভারে ৮১ রান তুলে ফেলে। তারপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩৫ ওভারে নিয়ে আসা হয়। ক্যারিবীয়দের জন্য লক্ষ্যটা দাঁড়ায় ১৫৭ রান। লুইসের তান্ডব শুরু এখান থেকেই। ১৬তম ওভারের শেষ বলে লিয়াম লিভিংস্টোনকে চার মারেন লুইস। পরের ওভারে আদিল রশিদ বোলিংয়ে এসে খরচ করেন ১৭ রান। যার মধ্যে লুইস ২ চার ও ১ ছক্কায় নেন ১৪ রান। তাণ্ডব চালানো লুইস ৬৯ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন।
ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা যখন লুইস ফেলে এলেন, তখন উইন্ডিজের দরকার ছিল ৭৫ বলে ১৩ রান। বাকি পথটুকু ক্যারিবীয়রা পাড়ি দিয়েছে তৃতীয় উইকেটে শাই হোপ-কিসি কার্টির তৃতীয় উইকেটে ২০ বলে ১৩ রানের অবিচ্ছেদ্য এই জুটিতে। ৫৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
জর্ডান কক্স, জেমি ওভারটন, ড্যান মুসলি, জন টার্নার-ইংল্যান্ডের এই চার ক্রিকেটারের ওয়ানডে অভিষেক হয়েছে গত ম্যাচেই। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে পাওয়া ৮ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন গুড়াকেশ মোতি। ৪১ রান খরচ করে ৪ উইকেট নেন। ১০ ওভার বোলিং করেছেন। ফিল্ডিংয়ে ধরেন ২ ক্যাচ। ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল অ্যান্টিগাতেই। ৬ নভেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচ হবে বার্বাডোজে।
ঝোড়ো ব্যাটিংয়ের অভ্যাসটা যেন রপ্ত করে ফেললেন এভিন লুইস। আরও স্পষ্ট করে বললে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এলেই যেন উপকার হয় লুইসের। পাল্লেকেলে থেকে সুদূর অ্যান্টিগাতেও ক্যারিবীয় এই ওপেনারের ব্যাটে উঠেছে ঝড়।
সীমিত ওভারের ক্রিকেটে লুইসের সুখ্যাতি থাকলেও ওয়ানডে দলে তিন বছর ছিলেন ব্রাত্য। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে পাল্লেকেলেতে গত সপ্তাহে ঝোড়ো গতিতে সেঞ্চুরি তুললেন। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ঝড় তুলছেন। এবারও বৃষ্টি বাগড়া দিয়েছে। তবে এবার সেঞ্চুরিটা মিস করেছেন লুইস।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ১৫ ওভারে ৮১ রান তুলে ফেলে। তারপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩৫ ওভারে নিয়ে আসা হয়। ক্যারিবীয়দের জন্য লক্ষ্যটা দাঁড়ায় ১৫৭ রান। লুইসের তান্ডব শুরু এখান থেকেই। ১৬তম ওভারের শেষ বলে লিয়াম লিভিংস্টোনকে চার মারেন লুইস। পরের ওভারে আদিল রশিদ বোলিংয়ে এসে খরচ করেন ১৭ রান। যার মধ্যে লুইস ২ চার ও ১ ছক্কায় নেন ১৪ রান। তাণ্ডব চালানো লুইস ৬৯ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন।
ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা যখন লুইস ফেলে এলেন, তখন উইন্ডিজের দরকার ছিল ৭৫ বলে ১৩ রান। বাকি পথটুকু ক্যারিবীয়রা পাড়ি দিয়েছে তৃতীয় উইকেটে শাই হোপ-কিসি কার্টির তৃতীয় উইকেটে ২০ বলে ১৩ রানের অবিচ্ছেদ্য এই জুটিতে। ৫৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
জর্ডান কক্স, জেমি ওভারটন, ড্যান মুসলি, জন টার্নার-ইংল্যান্ডের এই চার ক্রিকেটারের ওয়ানডে অভিষেক হয়েছে গত ম্যাচেই। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে পাওয়া ৮ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন গুড়াকেশ মোতি। ৪১ রান খরচ করে ৪ উইকেট নেন। ১০ ওভার বোলিং করেছেন। ফিল্ডিংয়ে ধরেন ২ ক্যাচ। ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল অ্যান্টিগাতেই। ৬ নভেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচ হবে বার্বাডোজে।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
২ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৪ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৪ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৫ ঘণ্টা আগে