Ajker Patrika

বাংলাদেশকে হারানোর আনন্দ শেষই হচ্ছে না জিম্বাবুয়ে দলে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৫: ০৯
বাংলাদেশকে হারানোর আনন্দ শেষই হচ্ছে না জিম্বাবুয়ে দলে

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। দুর্দান্ত এক সিরিজ জয়ের আনন্দটা এমনিতেই উৎসবে রূপ নিয়েছে। একই সঙ্গে আবার এই সিরিজে সিকান্দার রাজা ও ক্রিগ আরভিন ব্যক্তিগত একটি মাইলফলকও স্পর্শ করেছেন। এ যেন আনন্দ উৎসবে যোগ করেছে বাড়তি রং।

জিম্বাবুয়ে ক্রিকেট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে রাজা ও আরভিন দুজন মিলে কেক কাটছেন। আর কেকের ওপর লেখা আছে ১০০০। সিরিজের শেষ ম্যাচে আরভিন আর দ্বিতীয়টিতে রাজা এই সংস্করণে ১০০০ রান স্পর্শ করেছেন।

পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এই দুজন একসঙ্গে ছুরি দিয়ে কেক কাটেন। এরপর শুরুতে রাজা কেক খাইয়ে দেন আরভিনকে। পরে আরভিন কেক হাতে নিয়ে রাজার মুখে খাইয়ে দেওয়ার মতো করে পুরো মুখে কেক মাখিয়ে দেন। রাজাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তার হাতেও তখন আরেকটি কেকের টুকরো ছিল। তিনি এবার আরভিনের সারা মুখে কেক মাখিয়ে দেন। পাশে থেকে সতীর্থদের কেউ কেউ তাদের এই কাণ্ড দেখছেন। কেউ আবার পেছনে দাঁড়িয়ে মনের আনন্দে বিয়ারে চুমুক দিচ্ছেন। সব মিলিয়ে জিম্বাবুয়ের ড্রেসিংরুম যেন এক সুখী পরিবারের বিজ্ঞাপন।

সিরিজ জয়ের উল্লাস আর রাজা-আরভিনের ১০০০ রানের মাইলফলক ছোঁয়ার আনন্দ যেন মিলেমিশে একাকার। এই ফুরফুরে মেজাজ নিয়েই কাল হারারেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে জিম্বাবুয়ে । টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতা তাঁরা টেনে নিতে চাইবেন সেখানেই। সিরিজের বাকি দুই ওয়ানডেও হবে হারারেতে। দ্বিতীয়টি ৭ আগস্ট এবং শেষটি ১০ আগস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত