ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। দুর্দান্ত এক সিরিজ জয়ের আনন্দটা এমনিতেই উৎসবে রূপ নিয়েছে। একই সঙ্গে আবার এই সিরিজে সিকান্দার রাজা ও ক্রিগ আরভিন ব্যক্তিগত একটি মাইলফলকও স্পর্শ করেছেন। এ যেন আনন্দ উৎসবে যোগ করেছে বাড়তি রং।
জিম্বাবুয়ে ক্রিকেট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে রাজা ও আরভিন দুজন মিলে কেক কাটছেন। আর কেকের ওপর লেখা আছে ১০০০। সিরিজের শেষ ম্যাচে আরভিন আর দ্বিতীয়টিতে রাজা এই সংস্করণে ১০০০ রান স্পর্শ করেছেন।
পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এই দুজন একসঙ্গে ছুরি দিয়ে কেক কাটেন। এরপর শুরুতে রাজা কেক খাইয়ে দেন আরভিনকে। পরে আরভিন কেক হাতে নিয়ে রাজার মুখে খাইয়ে দেওয়ার মতো করে পুরো মুখে কেক মাখিয়ে দেন। রাজাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তার হাতেও তখন আরেকটি কেকের টুকরো ছিল। তিনি এবার আরভিনের সারা মুখে কেক মাখিয়ে দেন। পাশে থেকে সতীর্থদের কেউ কেউ তাদের এই কাণ্ড দেখছেন। কেউ আবার পেছনে দাঁড়িয়ে মনের আনন্দে বিয়ারে চুমুক দিচ্ছেন। সব মিলিয়ে জিম্বাবুয়ের ড্রেসিংরুম যেন এক সুখী পরিবারের বিজ্ঞাপন।
সিরিজ জয়ের উল্লাস আর রাজা-আরভিনের ১০০০ রানের মাইলফলক ছোঁয়ার আনন্দ যেন মিলেমিশে একাকার। এই ফুরফুরে মেজাজ নিয়েই কাল হারারেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে জিম্বাবুয়ে । টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতা তাঁরা টেনে নিতে চাইবেন সেখানেই। সিরিজের বাকি দুই ওয়ানডেও হবে হারারেতে। দ্বিতীয়টি ৭ আগস্ট এবং শেষটি ১০ আগস্ট।
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। দুর্দান্ত এক সিরিজ জয়ের আনন্দটা এমনিতেই উৎসবে রূপ নিয়েছে। একই সঙ্গে আবার এই সিরিজে সিকান্দার রাজা ও ক্রিগ আরভিন ব্যক্তিগত একটি মাইলফলকও স্পর্শ করেছেন। এ যেন আনন্দ উৎসবে যোগ করেছে বাড়তি রং।
জিম্বাবুয়ে ক্রিকেট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে রাজা ও আরভিন দুজন মিলে কেক কাটছেন। আর কেকের ওপর লেখা আছে ১০০০। সিরিজের শেষ ম্যাচে আরভিন আর দ্বিতীয়টিতে রাজা এই সংস্করণে ১০০০ রান স্পর্শ করেছেন।
পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এই দুজন একসঙ্গে ছুরি দিয়ে কেক কাটেন। এরপর শুরুতে রাজা কেক খাইয়ে দেন আরভিনকে। পরে আরভিন কেক হাতে নিয়ে রাজার মুখে খাইয়ে দেওয়ার মতো করে পুরো মুখে কেক মাখিয়ে দেন। রাজাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তার হাতেও তখন আরেকটি কেকের টুকরো ছিল। তিনি এবার আরভিনের সারা মুখে কেক মাখিয়ে দেন। পাশে থেকে সতীর্থদের কেউ কেউ তাদের এই কাণ্ড দেখছেন। কেউ আবার পেছনে দাঁড়িয়ে মনের আনন্দে বিয়ারে চুমুক দিচ্ছেন। সব মিলিয়ে জিম্বাবুয়ের ড্রেসিংরুম যেন এক সুখী পরিবারের বিজ্ঞাপন।
সিরিজ জয়ের উল্লাস আর রাজা-আরভিনের ১০০০ রানের মাইলফলক ছোঁয়ার আনন্দ যেন মিলেমিশে একাকার। এই ফুরফুরে মেজাজ নিয়েই কাল হারারেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে জিম্বাবুয়ে । টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতা তাঁরা টেনে নিতে চাইবেন সেখানেই। সিরিজের বাকি দুই ওয়ানডেও হবে হারারেতে। দ্বিতীয়টি ৭ আগস্ট এবং শেষটি ১০ আগস্ট।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটার কথা হয়তো অনেকেরই মনে আছে। রানবন্যান ম্যাচে অস্ট্রেলিয়া যে বিশ্বরেকর্ড গড়েছে, সেটা কি কেউ সহজে ভুলতে পারেন? তবে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড মাত্র ১১ দিনে ভেঙে দিল নিউজিল্যান্ড। কিউইরা বিশ্বরেকর্ডটা নিজেদের নামে লিখিয়ে নিল
২ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৪ ঘণ্টা আগে