‘কোহলির ক্রিকেট ডিকশনারিতে চাপ বলে কোনো শব্দ নেই’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১২: ৫২
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৩: ৫৬

কঠিন সময় পেছনে ফেলে দুর্দান্ত ছন্দে ফিরেছেন বিরাট কোহলি। দীর্ঘ তিন বছর সেঞ্চুরি না পাওয়া কোহলি গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে ৭টি সেঞ্চুরি করেছেন। 

পুরোনো অভ্যাসে ফেরার সঙ্গে ম্যাচ জেতানো পারফরম্যান্স তো আছেই। এ সময় অনেক ম্যাচে দলকে খাদের কিনারা থেকে জয় এনে দিয়েছেন কোহলি। বিশেষ করে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮২ রানের অপরাজিত ইনিংসের কথা অবর্ণনীয়। শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৪৮ রান। এমন কঠিন সমীকরণের ম্যাচকে যেভাবে বের করে এনেছেন, তা ছিল অবিশ্বাস্য। ব্যাটিংয়ের সময় দেখে মনেই হয়নি চাপ অনুভব করছেন কোহলি। 

কোহলির এই স্বভাবের কারণেই মোহাম্মদ আমির মনে করেন, ভারতীয় ব্যাটারের ক্রিকেট ডিকশনারিতে চাপ শব্দ বলে কোনো কিছু নেই। ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়াকে’ সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার। 

আমিরের কাছে জানতে চাওয়া হয়েছিল, এবারের বিশ্বকাপে ফর্মের তুঙ্গে থাকা কোহলি কেমন প্রভাব রাখবে বিশ্বকাপে। তার উত্তরে ৩১ বছর বয়সী পেসার জানিয়েছেন, সব দলের জন্য এবারের বিশ্বকাপে আতঙ্কের নাম হবেন কোহলি। তিনি বলেছেন, ‘এবারের বিশ্বকাপে প্রতিটি দলের কাছে ভয়ংকর ব্যাটার হবে কোহলি। সে শীর্ষ ছন্দে ও ফর্মের তুঙ্গে আছে। তার আত্মবিশ্বাস এই মুহূর্তে অন্য মাত্রায় রয়েছে।’ 

কোহলির আত্মবিশ্বাসের ব্যাখ্যায় সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অনবদ্য ৮২ রানের ইনিংসের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘সে দুর্দান্ত এক ইনিংস খেলেছে। এটি সত্যিই অবিশ্বাস্য ছিল। ওয়াহাব রিয়াজের সঙ্গে আমি টিভিতে খেলা দেখছিলাম। যখন ৩ ওভারে ৪৮ রান লাগে, তখন রিয়াজকে বলি, এখনো ভারত ম্যাচ হারেনি। তাকে বলি, যতক্ষণ বিরাট আছে, ততক্ষণ ভারত ম্যাচ হারছে না। বিরাট কোহলি ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটারই এমন ইনিংস খেলতে পারেনি। বিরাট একমাত্র ব্যাটার, যে এই পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে নিতে পারে এবং সে তা-ই করেছে। পরে ম্যাচ শেষে রিয়াজ আমার সঙ্গে হাই ফাইভ করে। চাপ শব্দটি বিরাটের ক্রিকেট ডিকশনারিতে নেই। যদি বিরাটকে জিজ্ঞেস করা হয়, তাহলে নিশ্চিত যে পাকিস্তানের বিপক্ষে ইনিংসকে জীবনের সেরা ইনিংস বলবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত