ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ায় অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলল বলে। তার আগে আজ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। বাবর আজম মনে করেন, এই (ত্রিদেশীয় সিরিজ) জয় বিশ্বকাপে পাকিস্তানকে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলবে।
আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ফাইনালে পাকিস্তানকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান কিছুটা বিপদে পড়েছিল ঠিকই। তবে চতুর্থ উইকেটে মোহাম্মদ নওয়াজ-হায়দার আলির ২৬ বলে ৫৬ রানের জুটি পাকিস্তানের জয়ে দারুণ অবদান রেখেছে। নওয়াজ-হায়দারকে তো বাবর প্রশংসায় ভাসিয়েছেনই, এমনকি শেষের ওভারগুলোতে সতীর্থদের দারুণ বোলিংয়ে মুগ্ধ পাকিস্তানের এই ওপেনার। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘কৃতিত্ব পুরো দলের। বোলাররা শেষের ওভারগুলোতে দারুণ বোলিং করেছে।মিডল অর্ডার দারুণ খেলেছে। হায়দার ও নওয়াজ দুর্দান্ত ব্যাটিং করেছে। দারুণ আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছি।’
বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ হয়েছিল ক্রাইস্টচার্চে। স্বভাবতই উইকেট কিছুটা ধীরগতির ছিল। ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর। উইকেটের চরিত্র বুঝে এমন সিদ্ধান্ত নিলেন কি না, তাতে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘টস নিয়ে আমাকে বিন্দুমাত্র ভাবতে হয়নি। উইকেট কিছুটা মন্থর ছিল।’
এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ টুয়ে খেলবে পাকিস্তান। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ভারত ছাড়াও এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুটো দলের বিপক্ষে খেলবে পাকিস্তান।
অস্ট্রেলিয়ায় অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলল বলে। তার আগে আজ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। বাবর আজম মনে করেন, এই (ত্রিদেশীয় সিরিজ) জয় বিশ্বকাপে পাকিস্তানকে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলবে।
আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ফাইনালে পাকিস্তানকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান কিছুটা বিপদে পড়েছিল ঠিকই। তবে চতুর্থ উইকেটে মোহাম্মদ নওয়াজ-হায়দার আলির ২৬ বলে ৫৬ রানের জুটি পাকিস্তানের জয়ে দারুণ অবদান রেখেছে। নওয়াজ-হায়দারকে তো বাবর প্রশংসায় ভাসিয়েছেনই, এমনকি শেষের ওভারগুলোতে সতীর্থদের দারুণ বোলিংয়ে মুগ্ধ পাকিস্তানের এই ওপেনার। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘কৃতিত্ব পুরো দলের। বোলাররা শেষের ওভারগুলোতে দারুণ বোলিং করেছে।মিডল অর্ডার দারুণ খেলেছে। হায়দার ও নওয়াজ দুর্দান্ত ব্যাটিং করেছে। দারুণ আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছি।’
বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ হয়েছিল ক্রাইস্টচার্চে। স্বভাবতই উইকেট কিছুটা ধীরগতির ছিল। ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর। উইকেটের চরিত্র বুঝে এমন সিদ্ধান্ত নিলেন কি না, তাতে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘টস নিয়ে আমাকে বিন্দুমাত্র ভাবতে হয়নি। উইকেট কিছুটা মন্থর ছিল।’
এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ টুয়ে খেলবে পাকিস্তান। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ভারত ছাড়াও এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুটো দলের বিপক্ষে খেলবে পাকিস্তান।
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৫ মিনিট আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
২ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩ ঘণ্টা আগে