মুমিনুলের নেতৃত্বে ‘এ’ দলে মিঠুন-ইমরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ইমরুল কায়েস জাতীয় দলে জায়গা হারিয়েছেন আরও আগে। সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুনও। এ দুজনই ডাক পেয়েছেন এইচপি দলের বিপক্ষে বিসিবির ঘোষিত ‘এ’ দলের স্কোয়াডে। তবে ইমরুলকে রাখা হয়েছে কেবল ওয়ানডে ম্যাচের জন্য। আজ সোমবার মুমিনুল হককে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। 

ইমরুল ও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মিঠুন ছাড়া এই দলে আছেন টেস্ট দলের নিয়মিত মুখ সাদমান ইসলাম। জাতীয় দলে আসা-যাওয়ার মাঝে থাকা সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসাইন শান্তরাও সুযোগ পাচ্ছেন নিজেদের প্রমাণ করার। 

আগামী ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম চার দিনের ম্যাচটি। ২৩ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে হবে ২ অক্টোবর ও ৪ অক্টোবর। 

১৫ সদস্যের ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত, আবু জায়েদ, খালেদ আহমেদ, কামরুল ইসলাম, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস (শুধু ওয়ানডে)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত