ক্রীড়া ডেস্ক
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
নতুন বলে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ শুনশান কবরস্থান বানিয়েছেন মার্কো ইয়ানসেন। ৪১ বল করে ১৩ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এই শতকে কোনো দক্ষিণ পেসারের এটিই সেরা বোলিং। আর কেশব মহারাজের (৯/১২৯) পর লঙ্কানদের বিপক্ষে কোনো প্রোটিয়ার দ্বিতীয় সেরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই কোনো দলের সর্বনিম্ন স্কোর। আর কিংসমিডেও সর্বনিম্ন। ৬ রান অতিরিক্ত থেকে না এলে স্কোরটা আরও ছোট হতে পারত লঙ্কানদের। আজ প্রোটিয়াদের প্রথম ইনিংস ১৯১ রানে থামিয়ে ব্যাটিং শুরু করেছিল সফরকীরারা। কিন্তু মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই হারায় সব উইকেট।
১৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২৮১ রানে লিড নিয়ে দিন পার করেছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে করেছে ১৩২ রান। তার ২ উইকেট নিয়েছেন প্রবাত জয়াসুরিয়া। শ্রীলঙ্কার চতুর্থ স্পিনার হিসেবে ১০০ টেস্ট উইকেট পেলেন তিনি। এই মাইফলক ছুঁতে তাঁর লেগেছে ১৭ টেস্ট, শততম উইকেট প্রাপ্তিতে যা দ্বিতীয় দ্রুততম।
বৃষ্টির কারণে ৪ উইকেটে ৮০ রান নিয়ে প্রথম দিন পার করেছিল প্রোটিয়ারা। ২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে টেম্বা বাভুমা (৭০) পান ফিফ। আগামীকাল ২৪ রান নিয়ে ত্রিস্তান স্তাবসের (১৭) সঙ্গে তৃতীয় দিনও শুরু করবেন তিনি।
সংখ্যায় সংখ্যায়
৪২
এটিই টেস্টে এক ইনিংসে শ্রীলঙ্কার সর্বনিম্ন। আগেরটি ছিল ১৯৯৪ সালে, কেন্ডিতে পাকিস্তানের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল ৭১ রানে।
৮৩
ডারবানে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে গেছে মাত্র ৮৩ বলে। টেস্টে গত ১০০ বছরে এর চেয়ে কম বল খেলেনি কোনো দল। এর আগে ১৯২৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ বলে ৩০ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
৭/১৩
মার্কো ইয়ানসেনের বোলিং। এই শতকে কোনো দক্ষিণ পেসারের এটিই সেরা বোলিং কীর্তি। আর কেশব মহারাজের (৯ / ১২৯) লঙ্কানদের বিপক্ষে কোনো প্রোটিয়ার দ্বিতীয় সেরা বোলিং।
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
নতুন বলে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ শুনশান কবরস্থান বানিয়েছেন মার্কো ইয়ানসেন। ৪১ বল করে ১৩ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এই শতকে কোনো দক্ষিণ পেসারের এটিই সেরা বোলিং। আর কেশব মহারাজের (৯/১২৯) পর লঙ্কানদের বিপক্ষে কোনো প্রোটিয়ার দ্বিতীয় সেরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই কোনো দলের সর্বনিম্ন স্কোর। আর কিংসমিডেও সর্বনিম্ন। ৬ রান অতিরিক্ত থেকে না এলে স্কোরটা আরও ছোট হতে পারত লঙ্কানদের। আজ প্রোটিয়াদের প্রথম ইনিংস ১৯১ রানে থামিয়ে ব্যাটিং শুরু করেছিল সফরকীরারা। কিন্তু মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই হারায় সব উইকেট।
১৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২৮১ রানে লিড নিয়ে দিন পার করেছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে করেছে ১৩২ রান। তার ২ উইকেট নিয়েছেন প্রবাত জয়াসুরিয়া। শ্রীলঙ্কার চতুর্থ স্পিনার হিসেবে ১০০ টেস্ট উইকেট পেলেন তিনি। এই মাইফলক ছুঁতে তাঁর লেগেছে ১৭ টেস্ট, শততম উইকেট প্রাপ্তিতে যা দ্বিতীয় দ্রুততম।
বৃষ্টির কারণে ৪ উইকেটে ৮০ রান নিয়ে প্রথম দিন পার করেছিল প্রোটিয়ারা। ২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে টেম্বা বাভুমা (৭০) পান ফিফ। আগামীকাল ২৪ রান নিয়ে ত্রিস্তান স্তাবসের (১৭) সঙ্গে তৃতীয় দিনও শুরু করবেন তিনি।
সংখ্যায় সংখ্যায়
৪২
এটিই টেস্টে এক ইনিংসে শ্রীলঙ্কার সর্বনিম্ন। আগেরটি ছিল ১৯৯৪ সালে, কেন্ডিতে পাকিস্তানের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল ৭১ রানে।
৮৩
ডারবানে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে গেছে মাত্র ৮৩ বলে। টেস্টে গত ১০০ বছরে এর চেয়ে কম বল খেলেনি কোনো দল। এর আগে ১৯২৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ বলে ৩০ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
৭/১৩
মার্কো ইয়ানসেনের বোলিং। এই শতকে কোনো দক্ষিণ পেসারের এটিই সেরা বোলিং কীর্তি। আর কেশব মহারাজের (৯ / ১২৯) লঙ্কানদের বিপক্ষে কোনো প্রোটিয়ার দ্বিতীয় সেরা বোলিং।
বৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
৪ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
৬ ঘণ্টা আগেঅ্যান্টিগায় ২০১ রানে হেরে টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। ক্যারিবীয়রা নিজেদের মাঠে টেস্ট খেলছে, অথচ গ্যালারি খাঁ-খাঁ করছে। টেস্টে এমনি দর্শক কম হয়, তাই বলে ৫০ জন দর্শকও কি মাঠে আসবে না? জ্যামাইকায় পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। আয়োজকেরা স্যাবাইনা পার্কে সুলভ মূল্যে
৮ ঘণ্টা আগে