ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সিরিজ দিয়েই ফেরার ব্যাপারে আশার কথা শুনিয়েছিলেন বেন স্টোকস। শেষ পর্যন্ত সেটাই হলো। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন স্টোকস। অভিষেকের অপেক্ষায় থাকা আরও দুই ইংলিশ ক্রিকেটার যাচ্ছেন পাকিস্তানে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস। ১৭ সদস্যের দলে টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন ব্রাইডন কার্স ও জর্ডান কক্স। যেখানে ১৪ ওয়ানডে ও ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি—কার্স ইংল্যান্ডের জার্সিতে ১৭ ম্যাচ খেলেছেন। তবে কক্স এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
পেস আক্রমণে কার্সের সঙ্গে থাকছেন গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, জশ হাল ও ওলি স্টোন। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বিদেশে ম্যাচ খেলতে যাচ্ছেন হাল। লন্ডনের ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে পথচলা শুরু হয় হালের। অ্যাটকিনসন তো এরই মধ্যে টেস্টে রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন। এটা তিনি করেছেন লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে।
পাকিস্তান সিরিজ দিয়ে স্টোকসের পাশাপাশি ফিরেছেন জ্যাক ক্রলি, জ্যাক লিচ ও রেহান আহমেদ। যেখানে লিচ ও রেহান এ বছর ভারতের বিপক্ষে টেস্টের পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে আর কোনো ম্যাচই খেলেননি। ক্রলি লঙ্কানদের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজটা মিস করেছেন। স্পিন আক্রমণে পাকিস্তান সিরিজে লিচ, রেহানের সঙ্গে থাকছেন শোয়েব বশির। ব্যাটিং লাইনআপে জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রুকদের সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস ও স্টোকস। শ্রীলঙ্কা সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা ওলি পোপও পাকিস্তান সিরিজে আছেন। যেখানে স্টোকস চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে পারেননি।
৭ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। তবে ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ড দল
বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জর্ডান কক্স, জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, জ্যাক ক্রলি, ম্যাথু পটস, ওলি স্টোন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স ক্রিস ওকস, জেমি স্মিথ, জ্যাক লিচ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জশ হাল
পাকিস্তান সিরিজ দিয়েই ফেরার ব্যাপারে আশার কথা শুনিয়েছিলেন বেন স্টোকস। শেষ পর্যন্ত সেটাই হলো। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন স্টোকস। অভিষেকের অপেক্ষায় থাকা আরও দুই ইংলিশ ক্রিকেটার যাচ্ছেন পাকিস্তানে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস। ১৭ সদস্যের দলে টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন ব্রাইডন কার্স ও জর্ডান কক্স। যেখানে ১৪ ওয়ানডে ও ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি—কার্স ইংল্যান্ডের জার্সিতে ১৭ ম্যাচ খেলেছেন। তবে কক্স এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
পেস আক্রমণে কার্সের সঙ্গে থাকছেন গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, জশ হাল ও ওলি স্টোন। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বিদেশে ম্যাচ খেলতে যাচ্ছেন হাল। লন্ডনের ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে পথচলা শুরু হয় হালের। অ্যাটকিনসন তো এরই মধ্যে টেস্টে রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন। এটা তিনি করেছেন লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে।
পাকিস্তান সিরিজ দিয়ে স্টোকসের পাশাপাশি ফিরেছেন জ্যাক ক্রলি, জ্যাক লিচ ও রেহান আহমেদ। যেখানে লিচ ও রেহান এ বছর ভারতের বিপক্ষে টেস্টের পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে আর কোনো ম্যাচই খেলেননি। ক্রলি লঙ্কানদের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজটা মিস করেছেন। স্পিন আক্রমণে পাকিস্তান সিরিজে লিচ, রেহানের সঙ্গে থাকছেন শোয়েব বশির। ব্যাটিং লাইনআপে জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রুকদের সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস ও স্টোকস। শ্রীলঙ্কা সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা ওলি পোপও পাকিস্তান সিরিজে আছেন। যেখানে স্টোকস চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে পারেননি।
৭ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। তবে ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ড দল
বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জর্ডান কক্স, জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, জ্যাক ক্রলি, ম্যাথু পটস, ওলি স্টোন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স ক্রিস ওকস, জেমি স্মিথ, জ্যাক লিচ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জশ হাল
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে