মোস্তাফিজদের চেন্নাই করল ২১০, রুতুরাজের ১০৮ 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ২২: ২৮

আইপিএলে সেঞ্চুরি আগেও করেছেন রুতুরাজ গায়কোয়াড়। তবে এবারের তিন অঙ্ক ছোয়ার উপলক্ষ্যটা আলাদা গায়কোয়াড়ের। এবার তিনি সেঞ্চুরি করেছেন অধিনায়ক হিসেবে। চেন্নাই সুপার কিংসের অর্ধেকেরও বেশি রান করেছেন দলটির অধিনায়ক।

১৯ এপ্রিল অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে হেরেছিল চেন্নাই। একই প্রতিপক্ষের বিপক্ষে আজ চেন্নাই খেলতে নেমেছে চিপকে। চেন্নাইয়ের ‘প্রতিশোধ’ নেওয়ার ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে চেন্নাই করেছে ৪ উইকেটে ২১০ রান। ইনিংস সর্বোচ্চ ১০৮ রান করেছেন রুতুরাজ।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং পাওয়া চেন্নাইয়ের উদ্বোধনী জুটি ভেঙেছে দলীয় ৪ রানে। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে আজিঙ্কা রাহানেকে ফিরিয়েছেন ম্যাট হেনরি। ৩ বলে করেন ১ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ড্যারিল মিচেল কিছুটা ধীরগতির ব্যাটিং করেছেন। অন্যপ্রান্তে গায়কোয়াড় ছিলেন আক্রমণাত্মক। দ্বিতীয় উইকেটে মিচেলকে নিয়ে ২৬ বলে ৪৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গায়কোয়াড়। দলীয় ৪৯ রানে চেন্নাই হারায় দ্বিতীয় উইকেট। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মিচেলকে ফেরান যশ ঠাকুর। ১০ বলে ১ চারে ১১ রান করেন মিচেল। ২ উইকেটে ৪৯ রানেই পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) শেষ করে চেন্নাই।

শুরুতেই আক্রমণাত্মকত্মক বনে যাওয়া রুতুরাজ ঝোড়ো ব্যাটিং করেছেন ম্যাচজুড়ে। আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করতে রুতুরাজের লেগেছে ৫৬ বল। ১৮ তম ওভারের চতুর্থ বলে যশ ঠাকুরকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে তিন অঙ্ক ছুয়েছেন রুতুরাজ। সেঞ্চুরি করে হেলমেটটা খুললেন। এক হাতে ব্যাট, অন্য হাতে হেলমেট উচিয়ে সেঞ্চুরি উদযাপন করেছেন। রুতুরাজের ঝোড়ো সেঞ্চুরির রাতে লক্ষ্ণৌ বোলারদের ওপর চেন্নাই ঝড় তুলেছে শেষের দিকে। শেষ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ রান যোগ করেছে চেন্নাই। ১৬ থেকে ২০—এই পাচ ওভারে চেন্নাই মেরেছে ৮ ছক্কা ও ৪ চার। ৬০ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০৮ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন শিবম দুবে। ২৭ বলের ইনিংসে মেরেছেন ৭ ছক্কা ও ৩ চার। লক্ষ্ণৌর হেনরি, যশ ঠাকুর, মহসিন খান—লক্ষ্ণৌর তিন বোলার নেন ১টি করে উইকেট। চেন্নাইয়ের একমাত্র ব্যাটার হিসেবে রানআউট হয়েছেন দুবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত