নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলছেন, তা-ও দক্ষিণ আফ্রিকায়। কিন্তু তাঁর ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় কোথায়? এক প্রান্তে উইকেট পড়ছে আর মাহমুদুল হাসান জয় দ্বিগুণ মনোবলে দক্ষিণ আফ্রিকান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ধৈর্যের পুরস্কারও পেয়ে গেছেন তিনি।
২৭৫ বলের ইনিংসে জয়কে টলাতে পারেননি প্রোটিয়া বোলাররা। প্রথম ফিফটি স্পর্শ করেন ১৭০ বলে। আগের দিন বাংলাদেশের ব্যাটারদের আতঙ্ক বনে যাওয়া অফ স্পিনার সাইমন হারমারকে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন। সেঞ্চুরির পথে দ্বিতীয় ফিফটি অবশ্য বেশ দ্রুতই করেছেন, ৯৯ বলে।
সেঞ্চুরির আগেই জয় অবশ্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে ছাড়িয়ে যান মুমিনুল হককে। ২০১৭ সালে সর্বশেষ সফরে পচেফস্ট্রুমে ৭৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করলেন জয়।
গত ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক জয়ের। দুঃস্বপ্নের অভিষেকটা চাইলে ভুলে যেতে চাইবেন তিনি। শূন্য রানেই আউট হয়েছিলেন, পরের ইনিংসেও ৬ রানের বেশি করতে পারেননি। তবে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রথম ইনিংসে ৭৮ রানের পরিণত ইনিংস খেলেন জয়। চোটে পড়ে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে না পারলেও মাউন্ট মঙ্গানুইয়ে যেখান থেকে শেষ করেছিলেন ডারবানে শুরুটা সেখান থেকে।
জয়ের ব্যাটেই ডারবানে এখনো টিকে আছে বাংলাদেশ। শুরুটা সাদমান ইসলামের সঙ্গে ২৫ রানের ওপেনিং জুটি দিয়ে। সর্বোচ্চ জুটি ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৮২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে বাংলাদেশ।
ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলছেন, তা-ও দক্ষিণ আফ্রিকায়। কিন্তু তাঁর ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় কোথায়? এক প্রান্তে উইকেট পড়ছে আর মাহমুদুল হাসান জয় দ্বিগুণ মনোবলে দক্ষিণ আফ্রিকান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ধৈর্যের পুরস্কারও পেয়ে গেছেন তিনি।
২৭৫ বলের ইনিংসে জয়কে টলাতে পারেননি প্রোটিয়া বোলাররা। প্রথম ফিফটি স্পর্শ করেন ১৭০ বলে। আগের দিন বাংলাদেশের ব্যাটারদের আতঙ্ক বনে যাওয়া অফ স্পিনার সাইমন হারমারকে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন। সেঞ্চুরির পথে দ্বিতীয় ফিফটি অবশ্য বেশ দ্রুতই করেছেন, ৯৯ বলে।
সেঞ্চুরির আগেই জয় অবশ্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে ছাড়িয়ে যান মুমিনুল হককে। ২০১৭ সালে সর্বশেষ সফরে পচেফস্ট্রুমে ৭৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করলেন জয়।
গত ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক জয়ের। দুঃস্বপ্নের অভিষেকটা চাইলে ভুলে যেতে চাইবেন তিনি। শূন্য রানেই আউট হয়েছিলেন, পরের ইনিংসেও ৬ রানের বেশি করতে পারেননি। তবে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রথম ইনিংসে ৭৮ রানের পরিণত ইনিংস খেলেন জয়। চোটে পড়ে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে না পারলেও মাউন্ট মঙ্গানুইয়ে যেখান থেকে শেষ করেছিলেন ডারবানে শুরুটা সেখান থেকে।
জয়ের ব্যাটেই ডারবানে এখনো টিকে আছে বাংলাদেশ। শুরুটা সাদমান ইসলামের সঙ্গে ২৫ রানের ওপেনিং জুটি দিয়ে। সর্বোচ্চ জুটি ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৮২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে বাংলাদেশ।
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
১ ঘণ্টা আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১০ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১৩ ঘণ্টা আগে