৫ উইকেট নিয়ে মোহামেডানকে একাই ধসিয়ে দিলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১২: ৪৪
Thumbnail image

বোলিংয়ে আগের সেই লম্বা রানআপ নেই। গতিও নেই আগের মতো। কিন্তু মাশরাফি বিন মর্তুজার বোলিংয়ের ধার রয়ে গেছে আগের মতোই। আজ বিকেএসপির-৩ নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে সেই বুড়ো হাড়ের ভেলকিই দেখালেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। 

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মোহামেডানকে একাই ধসিয়ে দিয়ে মাশরাফি নিয়েছেন ৫ উইকেট। বোলিং করেছেন ৮.৪ ওভার। রান দিয়েছেন ১৭। মেইডেন ৩ টি। মাশরাফির বোলিং তাণ্ডবে ৮০ রানেই গুটিয়ে যায় মোহামেডান। 

ছোট লক্ষ্য সহজেই তাড়া করে ফেলেছে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ। কোনো উইকেট না হারিয়েই ৮৪ রান তুলে ১০ উইকেটের জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত