তারপরও কেন অখুশি শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
ম্যাচসেরা হয়েও নিজের পারফরম্যান্সে খুশি হতে পারেননি শান্ত। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানের জয়ে শারজায় প্রথম জয়ের ৩৪ বছরের অপেক্ষা ঘুচেছে বাংলাদেশের। বাংলাদেশের এই জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংস সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরাও। তারপরও এই ম্যাচে নিজের পারফরম্যান্সে খুশি নন বাংলাদেশ অধিনায়ক।

খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার গ্রহণের সময় শান্ত বলেন, ‘সত্যি বলতে, আমি (আমার পারফরম্যান্সে) খুশি নই। আমার আরও বেশি সময় ধরে ব্যাট করা উচিত ছিল। কারণ, উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাট করা কঠিন হয়ে উঠেছিল। তবে শুরুতে যেমন খেলছিলাম, তাতে আমি খুশি।’

বাংলাদেশের বোলিং পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন শান্ত। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের স্পিন বোলিংয়ে মুগ্ধ অধিনায়ক, ‘মিরাজ ও নাসুম যেভাবে বল করেছে, কৃতিত্বটা তাদের।’

পেসার তাসকিন আহমেদের পারফরম্যান্সের প্রশংসা করে শান্ত আরও বলেন, ‘গুরবাজকে যেভাবে আউট করল তাসকিন, তা আমাদের জন্য বড় সাফল্য। গুরবাজ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ব্যাটার, আর তাঁকে দ্রুত বিদায় আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হয়েছে।’

জাকের ও নাসুমের শেষের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট শান্ত। অধিনায়কের ভাষায়, ‘জাকের ও নাসুম যেভাবে খেলেছে, তা দলের জন্য গতি সঞ্চার করেছে। আমি চাই তারা এমন পারফরম্যান্স ধরে রাখুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত