ক্রীড়া ডেস্ক
বড় ভাইয়েরা মনে হয় সব সময় এমনই হন। কখনো শাসন করেন, আবার কখনো আদর-স্নেহে ভরিয়ে দেন। তবে শাসনের আড়ালে যে দুঃখ থাকে, সেটি বড় ভাই-ই সয়ে থাকেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) গত রাতে এমন ঘটনার দেখা মিলেছে।
টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। নতুন দুই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন দুই ভাই ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া।
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তিনটি শিরোপা জেতা পান্ডিয়া সহোদর এখন প্রতিপক্ষ। ক্রুনাল খেলছেন লক্ষ্ণৌর হয়ে, হার্দিক নেতৃত্ব দিচ্ছেন গুজরাটকে। দুই ভাইয়ের টক্করটা জমজমাট হবে এমন প্রত্যাশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। হয়েছেও তাই।
লক্ষ্ণৌর দেওয়া ১৫৯ রানের লক্ষ্য গুজরাট ২ আর ৫ উইকেট বল বাকি রেখে টপকে গেছে। তবে হার-জিত ছাপিয়ে আলোচনায় ক্রুনালের বলে হার্দিকের আউটের ঘটনাটি।
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল গুজরাট। এরপর ম্যাথু ওয়েডের সঙ্গে পরিস্থিতি সামাল দেন হার্দিক। দলকে ভালো অবস্থানেই নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ১১তম ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে বিপদ ডেকে এনেছেন, সেটিও বড় ভাই ক্রুনালের বলে।
ব্যাপারটি কিছুটা অবাক করার মতো হলেও ক্রুনাল রয়ে গেছেন নির্বাক। এমনিতেই উইকেট পেলে বুনো উদ্যাপন করেন ৩১ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার, কিন্তু এবারের উইকেটটা ছোট ভাইয়ের হওয়াতেই মুখে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে ছিলেন তিনি।
উচ্ছ্বাসের পরিবর্তে ক্রুনালের আফসোসের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে।
ম্যাচ শেষে ভাইয়ের বলে আউট হওয়া নিয়ে ২৮ বছর বয়সী হার্দিক বেশ রসিকতা করেছেন, ‘ক্রুনালের বলে আউট হওয়া ম্যাচ হারের চেয়েও জোরে চিমটি কেটেছে। আমাদের পরিবার এখন নিরপেক্ষ, তবে খুব খুশি। সে আমাকে আউট করলেও ম্যাচটা কিন্তু আমরাই জিতেছি (হাসি…)।’
সে যাই হোক, হার্দিক ম্যাচ জিতলেও মন জিতেছেন ক্রুনালই। সত্যিই, বড় ভাইয়েরা বোধ হয় এমনই হয়!
বড় ভাইয়েরা মনে হয় সব সময় এমনই হন। কখনো শাসন করেন, আবার কখনো আদর-স্নেহে ভরিয়ে দেন। তবে শাসনের আড়ালে যে দুঃখ থাকে, সেটি বড় ভাই-ই সয়ে থাকেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) গত রাতে এমন ঘটনার দেখা মিলেছে।
টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। নতুন দুই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন দুই ভাই ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া।
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তিনটি শিরোপা জেতা পান্ডিয়া সহোদর এখন প্রতিপক্ষ। ক্রুনাল খেলছেন লক্ষ্ণৌর হয়ে, হার্দিক নেতৃত্ব দিচ্ছেন গুজরাটকে। দুই ভাইয়ের টক্করটা জমজমাট হবে এমন প্রত্যাশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। হয়েছেও তাই।
লক্ষ্ণৌর দেওয়া ১৫৯ রানের লক্ষ্য গুজরাট ২ আর ৫ উইকেট বল বাকি রেখে টপকে গেছে। তবে হার-জিত ছাপিয়ে আলোচনায় ক্রুনালের বলে হার্দিকের আউটের ঘটনাটি।
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল গুজরাট। এরপর ম্যাথু ওয়েডের সঙ্গে পরিস্থিতি সামাল দেন হার্দিক। দলকে ভালো অবস্থানেই নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ১১তম ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে বিপদ ডেকে এনেছেন, সেটিও বড় ভাই ক্রুনালের বলে।
ব্যাপারটি কিছুটা অবাক করার মতো হলেও ক্রুনাল রয়ে গেছেন নির্বাক। এমনিতেই উইকেট পেলে বুনো উদ্যাপন করেন ৩১ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার, কিন্তু এবারের উইকেটটা ছোট ভাইয়ের হওয়াতেই মুখে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে ছিলেন তিনি।
উচ্ছ্বাসের পরিবর্তে ক্রুনালের আফসোসের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে।
ম্যাচ শেষে ভাইয়ের বলে আউট হওয়া নিয়ে ২৮ বছর বয়সী হার্দিক বেশ রসিকতা করেছেন, ‘ক্রুনালের বলে আউট হওয়া ম্যাচ হারের চেয়েও জোরে চিমটি কেটেছে। আমাদের পরিবার এখন নিরপেক্ষ, তবে খুব খুশি। সে আমাকে আউট করলেও ম্যাচটা কিন্তু আমরাই জিতেছি (হাসি…)।’
সে যাই হোক, হার্দিক ম্যাচ জিতলেও মন জিতেছেন ক্রুনালই। সত্যিই, বড় ভাইয়েরা বোধ হয় এমনই হয়!
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
২ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
২ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
২ ঘণ্টা আগে