ক্রীড়া ডেস্ক
চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে আইপিএলে প্রথম মৌসুম হলেও মোস্তাফিজুর রহমান আছেন চেনা ছন্দে। সবশেষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ম্যাচটি বাদ দিলে আগের ৬ ইনিংসে দুর্দান্ত বল করেছেন বাংলাদেশি পেসার। ইতিমধ্যে চেন্নাই সমর্থকদের মন জয় করেছেন ফিজ। ড্রেসিংরুমে মহেন্দ্র সিং ধোনি-রবীন্দ্র জাদেজাদের মতো ভারতীয় তারকারাও আপন করে নিয়েছেন তাঁকে।
সেটিরই যেন বহিঃপ্রকাশ সম্প্রতি মোস্তাফিজের দেওয়া এক সাক্ষাৎকার। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ২৮ বছর বয়সী তারকাকে নিয়ে এক ভিডিও প্রকাশ করেছে চেন্নাই। প্রায় সাড়ে পাঁচ মিনিটের সেই সাক্ষাৎকার ভিডিওর ক্যাপশনে লেখা, ‘জেনে নিন বাংলার সিংহের যাত্রার পেছনের গল্প।’
সাক্ষাৎকারে নিজের উঠে আসার গল্প, চেন্নাইয়ের ডাক পেয়ে কেমন অনুভূতি হয়েছিল—সেসব কথায় শুনিয়েছেন মোস্তাফিজ। এমনিতে বেশ মুখচোরা, লাজুক ও স্বল্পবাক স্বভাবের হলেও বাঁহাতি পেসার বসে বেশ গুছিয়ে কথা বলেছেন সাক্ষাৎকারে। সেসব কথায় শোনা যাক—‘আমি বেড়ে উঠেছি সাতক্ষীরার কালীগঞ্জে। আমরা চার ভাই। আমরা সবাই ক্রিকেটপাগল ছিলাম। এক স্থানীয় টুর্নামেন্টে খেলতাম বড় ভাইদের সঙ্গে। সেখানেই আমি নিয়মিত বোলিং শুরু করি। এক বড় ভাই আমার বোলিং দেখে আমার বড় ভাইদের বলেন, আমার ভালো বোলিংয়ে দক্ষতা আছে। এটাই আমার শুরুর যাত্রার গল্প।’
চেন্নাইয়ে হয়ে খেলা নিয়ে মোস্তাফিজ বলেন, ‘আমি প্রথমবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছি। ২০১৬ সালে আমার আইপিএলে অভিষেক হয়। আমার স্বপ্ন ছিল এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার। যেদিন আমি সিএসকের ম্যানেজমেন্ট থেকে কল পেলাম, উত্তেজনায় ওই রাতে ঘুমই আসছিল না। ওই সময় আমি নিউজিল্যান্ডে ছিলাম। সেই রাতে ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। ওই রাতে প্রচুর বার্তা আসছিল। সিএসকে আমাকে দলে নেওয়ায় সবাই অভিনন্দন জানাচ্ছিল।’
চেন্নাইয়ে ড্রেসিংরুমের পরিবেশ ও ধোনিকে নিয়ে মোস্তাফিজ আরও বলেন, ‘এখানের সবাই বন্ধুসুলভ। এখানে প্রথম দিন থেকে আমি কখনো অস্বস্তিকর অনুভব করিনি। এটা বড় একটা ফ্যাক্টর। মাহি (ধোনি) ভাই, ডিজে ব্রাভো ও বাকিদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে ডেথ ওভারে বোলিং নিয়ে আইডিয়া শেয়ার করা হয়। তাঁরা সবাই মূল্যবান ইনপুট দেন। তিনি (ধোনি) আমার বোলিং নিয়ে মাঠে কথা বলেন। আইডিয়া শেয়ার করেন, যা আমার বোলিংয়ে উন্নতি আনতে আরও সাহায্য করে।’
আইপিএলের শুরুর দিকে সর্বোচ্চ উইকেট প্রাপ্তির সম্মান পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছিলেন মোস্তাফিজ। এবারের আইপিএলে ৭ ইনিংসে ১২ উইকেট নিয়েছেন তিনি। তবে লক্ষ্ণৌর বিপক্ষে আগের ম্যাচে ইনিংসের শেষ ওভারে দেন ১৯ রান। হেরে যায় চেন্নাই। সেই ম্যাচে ফিজ ২১ বল করে ৫১ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট।
চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে আইপিএলে প্রথম মৌসুম হলেও মোস্তাফিজুর রহমান আছেন চেনা ছন্দে। সবশেষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ম্যাচটি বাদ দিলে আগের ৬ ইনিংসে দুর্দান্ত বল করেছেন বাংলাদেশি পেসার। ইতিমধ্যে চেন্নাই সমর্থকদের মন জয় করেছেন ফিজ। ড্রেসিংরুমে মহেন্দ্র সিং ধোনি-রবীন্দ্র জাদেজাদের মতো ভারতীয় তারকারাও আপন করে নিয়েছেন তাঁকে।
সেটিরই যেন বহিঃপ্রকাশ সম্প্রতি মোস্তাফিজের দেওয়া এক সাক্ষাৎকার। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ২৮ বছর বয়সী তারকাকে নিয়ে এক ভিডিও প্রকাশ করেছে চেন্নাই। প্রায় সাড়ে পাঁচ মিনিটের সেই সাক্ষাৎকার ভিডিওর ক্যাপশনে লেখা, ‘জেনে নিন বাংলার সিংহের যাত্রার পেছনের গল্প।’
সাক্ষাৎকারে নিজের উঠে আসার গল্প, চেন্নাইয়ের ডাক পেয়ে কেমন অনুভূতি হয়েছিল—সেসব কথায় শুনিয়েছেন মোস্তাফিজ। এমনিতে বেশ মুখচোরা, লাজুক ও স্বল্পবাক স্বভাবের হলেও বাঁহাতি পেসার বসে বেশ গুছিয়ে কথা বলেছেন সাক্ষাৎকারে। সেসব কথায় শোনা যাক—‘আমি বেড়ে উঠেছি সাতক্ষীরার কালীগঞ্জে। আমরা চার ভাই। আমরা সবাই ক্রিকেটপাগল ছিলাম। এক স্থানীয় টুর্নামেন্টে খেলতাম বড় ভাইদের সঙ্গে। সেখানেই আমি নিয়মিত বোলিং শুরু করি। এক বড় ভাই আমার বোলিং দেখে আমার বড় ভাইদের বলেন, আমার ভালো বোলিংয়ে দক্ষতা আছে। এটাই আমার শুরুর যাত্রার গল্প।’
চেন্নাইয়ে হয়ে খেলা নিয়ে মোস্তাফিজ বলেন, ‘আমি প্রথমবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছি। ২০১৬ সালে আমার আইপিএলে অভিষেক হয়। আমার স্বপ্ন ছিল এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার। যেদিন আমি সিএসকের ম্যানেজমেন্ট থেকে কল পেলাম, উত্তেজনায় ওই রাতে ঘুমই আসছিল না। ওই সময় আমি নিউজিল্যান্ডে ছিলাম। সেই রাতে ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। ওই রাতে প্রচুর বার্তা আসছিল। সিএসকে আমাকে দলে নেওয়ায় সবাই অভিনন্দন জানাচ্ছিল।’
চেন্নাইয়ে ড্রেসিংরুমের পরিবেশ ও ধোনিকে নিয়ে মোস্তাফিজ আরও বলেন, ‘এখানের সবাই বন্ধুসুলভ। এখানে প্রথম দিন থেকে আমি কখনো অস্বস্তিকর অনুভব করিনি। এটা বড় একটা ফ্যাক্টর। মাহি (ধোনি) ভাই, ডিজে ব্রাভো ও বাকিদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে ডেথ ওভারে বোলিং নিয়ে আইডিয়া শেয়ার করা হয়। তাঁরা সবাই মূল্যবান ইনপুট দেন। তিনি (ধোনি) আমার বোলিং নিয়ে মাঠে কথা বলেন। আইডিয়া শেয়ার করেন, যা আমার বোলিংয়ে উন্নতি আনতে আরও সাহায্য করে।’
আইপিএলের শুরুর দিকে সর্বোচ্চ উইকেট প্রাপ্তির সম্মান পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছিলেন মোস্তাফিজ। এবারের আইপিএলে ৭ ইনিংসে ১২ উইকেট নিয়েছেন তিনি। তবে লক্ষ্ণৌর বিপক্ষে আগের ম্যাচে ইনিংসের শেষ ওভারে দেন ১৯ রান। হেরে যায় চেন্নাই। সেই ম্যাচে ফিজ ২১ বল করে ৫১ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৩ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৫ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে