Ajker Patrika

৬ বছর পর ওয়ানডে সেঞ্চুরি মাহমুদউল্লাহর

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২৩: ০৪
৬ বছর পর ওয়ানডে সেঞ্চুরি মাহমুদউল্লাহর

আগের দুই ম্যাচে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল। পুনেতে ভারতের বিপক্ষে ৪৬ রানের আগে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৪১ রানের ইনিংস। আজ সেই আক্ষেপ দূর হলো মাহমুদউল্লাহ রিয়াদের। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের বিপর্যের মুখে করলেন অসাধারণ এক সেঞ্চুরি। মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের যে তিনটি সেঞ্চুরি, তার শেষটি এসেছিল ২০১৭ সালের জুনে, কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। 

তার আগে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। তাঁর চার সেঞ্চুরির সব বিদেশের মাটিতে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি, এবার বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও হলেন মাহমুদউল্লাহ। 

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করে যখন ধুঁকছে বাংলাদেশ, সেই কঠিন সময়ে আরেকবার দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ। দলীয় ৪২ রানে চতুর্থ উইকেট হিসেবে মুশফিকুর রহিম ফেরার পর মাঠে নামেন এই মিডল অর্ডার ব্যাটার। 

সেঞ্চুরির আগে নতুন এক মাইলফলকে পা রাখেন মাহমুদউল্লাহ। তামিম ইকবালকে টপকে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে উঠে এলেন তিনি। ২৯ ইনিংসের তামিমের রান ৭১৮ আর ২১ ইনিংসে মাহমুদউল্লার রান ৭৯১*। এই তালিকায় ১২০২ রান নিয়ে সাকিব আল হাসান শীর্ষে। মুশফিকের রান ১০৪২। 

মাহমুদউল্লাহর ১১১ বলে ১১১ রানের ইনিংসটি থামে জেরাল্ড কোয়েটজির বলে, ইনিংসের ৪৬তম ওভারে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ৪ ছয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত