ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের নেই কোনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিব আল হাসান ব্যস্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসিতে)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা। তবে হতশ্রী পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলেছেন এবারের এলপিএলে। হৃদয় ও মোস্তাফিজকে নেয় ডাম্বুলা সিক্সার্স। তবে ডাম্বুলা লিগ পর্ব থেকে বিদায় নেওয়ায় লঙ্কা লিগ শেষ বাংলাদেশের এই দুই ক্রিকেটারের। টুর্নামেন্টে এখনো টিকে রয়েছেন তাসকিন ও শরীফুল। তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস নিয়েছে শরীফুলকে। কলম্বো-ক্যান্ডি মুখোমুখি হবে এলিমিনেটরে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে দুই দলের ম্যাচ।
গল মার্ভেলস, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি ফ্যালকনস, ডাম্বুলা সিক্সার্স—এই পাঁচ দল নিয়ে শুরু হয় এবারের এলপিএল। লিগ পর্বে সব দলই ৮টি করে ম্যাচ খেলেছে। তাসকিন ও শরীফুল খেলেছেন ৩ ও ৫ ম্যাচ। দুজনেই টুর্নামেন্টে ৪টি করে উইকেট পেয়েছেন। মুক্ত হস্তে রান বিলিয়েছেন বাংলাদেশের এই দুই পেসার। তাসকিন ও শরীফুলের ইকোনমি ১০.২৭ ও ১১.৬৭। এবারের এলপিএলে তাসকিন সবশেষ খেলেছেন ১০ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। এই ম্যাচের পর কলম্বো তিন ম্যাচ খেলেছে। তাসকিনের পরিবর্তে বিদেশি কোটায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ ওয়াসিমকে খেলিয়েছে কলম্বো।
শরীফুল এলপিএলে সবশেষ খেলেছেন ১৩ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। বৃষ্টির কারণে ওভার কমে আসে কলম্বো-জাফনা ম্যাচে। ৭ ওভারের সেই ম্যাচটিতে বোলিংই পাননি তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছাড়া এরপর একটি ম্যাচ খেলে ক্যান্ডি। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ক্যান্ডি একাদশে তিন বিদেশি খেলিয়েছে। মোস্তাফিজ-হৃদয়ের সঙ্গে এলপিএল খেলতে আগেই উড়াল দেন তাসকিন। লঙ্কায় শরীফুল গেছেন টুর্নামেন্ট শুরুর পর। মোস্তাফিজ ও হৃদয় খেলেছেন ৪ ও ৩ ম্যাচ। যেখানে হৃদয় ডাম্বুলার জার্সিতে প্রথম দুই ম্যাচ খেললেও পাঁচ ম্যাচ বসে থাকার পর সুযোগ পান একাদশে।
সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স খেলেছে ৬ ম্যাচ। ২ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে
সাকিবের দল। তবে সাকিব খেলার সুযোগ পেয়েছেন চার ম্যাচ। ১৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ৬০ রান। উইকেট পেয়েছেন কেবল একটি। বোলিং করেছেন ১১.১ ইকোনমিতে। সিয়াটল অরকাসের বিপক্ষে আজ তাঁকে খেলায়নি লস অ্যাঞ্জেলেস।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের নেই কোনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিব আল হাসান ব্যস্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসিতে)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা। তবে হতশ্রী পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলেছেন এবারের এলপিএলে। হৃদয় ও মোস্তাফিজকে নেয় ডাম্বুলা সিক্সার্স। তবে ডাম্বুলা লিগ পর্ব থেকে বিদায় নেওয়ায় লঙ্কা লিগ শেষ বাংলাদেশের এই দুই ক্রিকেটারের। টুর্নামেন্টে এখনো টিকে রয়েছেন তাসকিন ও শরীফুল। তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস নিয়েছে শরীফুলকে। কলম্বো-ক্যান্ডি মুখোমুখি হবে এলিমিনেটরে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে দুই দলের ম্যাচ।
গল মার্ভেলস, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি ফ্যালকনস, ডাম্বুলা সিক্সার্স—এই পাঁচ দল নিয়ে শুরু হয় এবারের এলপিএল। লিগ পর্বে সব দলই ৮টি করে ম্যাচ খেলেছে। তাসকিন ও শরীফুল খেলেছেন ৩ ও ৫ ম্যাচ। দুজনেই টুর্নামেন্টে ৪টি করে উইকেট পেয়েছেন। মুক্ত হস্তে রান বিলিয়েছেন বাংলাদেশের এই দুই পেসার। তাসকিন ও শরীফুলের ইকোনমি ১০.২৭ ও ১১.৬৭। এবারের এলপিএলে তাসকিন সবশেষ খেলেছেন ১০ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। এই ম্যাচের পর কলম্বো তিন ম্যাচ খেলেছে। তাসকিনের পরিবর্তে বিদেশি কোটায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ ওয়াসিমকে খেলিয়েছে কলম্বো।
শরীফুল এলপিএলে সবশেষ খেলেছেন ১৩ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। বৃষ্টির কারণে ওভার কমে আসে কলম্বো-জাফনা ম্যাচে। ৭ ওভারের সেই ম্যাচটিতে বোলিংই পাননি তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছাড়া এরপর একটি ম্যাচ খেলে ক্যান্ডি। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ক্যান্ডি একাদশে তিন বিদেশি খেলিয়েছে। মোস্তাফিজ-হৃদয়ের সঙ্গে এলপিএল খেলতে আগেই উড়াল দেন তাসকিন। লঙ্কায় শরীফুল গেছেন টুর্নামেন্ট শুরুর পর। মোস্তাফিজ ও হৃদয় খেলেছেন ৪ ও ৩ ম্যাচ। যেখানে হৃদয় ডাম্বুলার জার্সিতে প্রথম দুই ম্যাচ খেললেও পাঁচ ম্যাচ বসে থাকার পর সুযোগ পান একাদশে।
সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স খেলেছে ৬ ম্যাচ। ২ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে
সাকিবের দল। তবে সাকিব খেলার সুযোগ পেয়েছেন চার ম্যাচ। ১৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ৬০ রান। উইকেট পেয়েছেন কেবল একটি। বোলিং করেছেন ১১.১ ইকোনমিতে। সিয়াটল অরকাসের বিপক্ষে আজ তাঁকে খেলায়নি লস অ্যাঞ্জেলেস।
আরও পড়ুন:
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে