এশিয়া কাপের পর আইসিসির সুখবর পেলেন জ্যোতি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৮: ৫৩
Thumbnail image

ব্যাটিং বিপর্যয়ে  নিঃসঙ্গ শেরপার মতো লড়বেন নিগার সুলতানা জ্যোতি—বাংলাদেশ নারী দলের ক্রিকেটে এটা বেশ পরিচিত দৃশ্য। শ্রীলঙ্কায় কদিন আগে শেষ হওয়া নারী এশিয়া কাপেও ধ্বংসস্তূপের মধ্যে একা দলকে টেনে গিয়েছেন বারবার। মহাদেশীয়  শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষে আইসিসির সুখবর পেলেন জ্যোতি।

এশিয়া কাপের পর নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন জ্যোতি। তাঁর রেটিং পয়েন্ট ৬১২। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সব মিলিয়ে টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাটে। ১৪২ গড় ও ৯৬.৫৯ স্ট্রাইকরেটে ১৪২ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ১টি ফিফটি করেছেন। প্রতিপক্ষ দলের বোলাররা একবার তাঁর উইকেট নিতে পেরেছেন।    

শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নেছে ভারতের কাছে ১০ উইকেটে হেরে। শেষ চারে উঠতে ব্যাটারদের চেয়ে বোলারদের অবদান ছিল বেশি। টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স থাকলেও বাংলাদেশের বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে।  রাবেয়া খান চার ধাপ পিছিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ১০ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৭৭। নাহিদা আকতার ও মারুফা আকতার  পিছিয়েছেন পাঁচ ও চার ধাপ। ৫৯৭ ও ৫৭৮ রেটিং পয়েন্ট নিয়ে নাহিদা ও মারুফা এখন আছেন ২৬ ও ৩০ নম্বরে। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ৫টি করে উইকেট নিয়েছেন রাবেয়া ও নাহিদা। বাংলাদেশের বোলারদের মধ্যে টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ। মারুফা এবারের এশিয়া কাপে কোনো উইকেটই পাননি। ইংল্যান্ডের সোফি একেলেস্টন ৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।  

ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে পরশু ৮ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন বনে যায় শ্রীলঙ্কা। ঘরের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে সর্বোচ্চ ৩০৪ রান করেন চামারি আতাপাত্তু। লঙ্কান অধিনায়কের গড় ও স্ট্রাইকরেট ছিল ১০১.৩৩ ও ১৪৬.৮৫। এক সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটি করেছেন তিনি। নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের প্রথম সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকেই। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এখন অবস্থান করছেন ৬ নম্বরে। লঙ্কান বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট ৭০৫। রানার্সআপ ভারতের স্মৃতি মান্ধানা এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ১৭৩ রান করেছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। দুটি ফিফটি করেছেন তিনি। ৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত