ক্রীড়া ডেস্ক
লখনৌতে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে লো-স্কোরিং থ্রিলারে নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরেছে ভারত। ৬ উইকেটে পাওয়া জয়ের ম্যাচে ভারতকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। লখনৌর পিচ তাই এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতের বোলিং কোচ পরশ মামব্রের মতে, পিচের ব্যাপারে সবকিছু কিউরেটরই জানেন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান করে কিউইরা। ১০০ এর লক্ষ্য ভারত তাড়া করেছে ১৯.৫ ওভারে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিচ নিয়ে পরশ বলেন, ‘পিচের ব্যাপারে উত্তর দিতে কিউরেটরই যোগ্য ব্যক্তি। জানতাম যে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে এবং সৌভাগ্যক্রমে ম্যাচটা আমরাই জিতেছি। ১২০-১৩০ এর মতো রান হলে চ্যালেঞ্জিং হতো। আমরা ৯৯ তে তাদের আটকে রেখেছি এবং লক্ষ্যটা সহজলভ্য ছিল।’
পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন হার্দিক পান্ডিয়াও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘উইকেট মোটেও ভালো ছিল না। আমাদের আরও ভালো পিচ খুঁজতে হবে।’
এর আগে রাঁচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর গতকাল ৬ উইকেটে জিতে সমতায় ফেরে ভারত। ১ ফেব্রুয়ারী আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি।
লখনৌতে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে লো-স্কোরিং থ্রিলারে নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরেছে ভারত। ৬ উইকেটে পাওয়া জয়ের ম্যাচে ভারতকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। লখনৌর পিচ তাই এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতের বোলিং কোচ পরশ মামব্রের মতে, পিচের ব্যাপারে সবকিছু কিউরেটরই জানেন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান করে কিউইরা। ১০০ এর লক্ষ্য ভারত তাড়া করেছে ১৯.৫ ওভারে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিচ নিয়ে পরশ বলেন, ‘পিচের ব্যাপারে উত্তর দিতে কিউরেটরই যোগ্য ব্যক্তি। জানতাম যে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে এবং সৌভাগ্যক্রমে ম্যাচটা আমরাই জিতেছি। ১২০-১৩০ এর মতো রান হলে চ্যালেঞ্জিং হতো। আমরা ৯৯ তে তাদের আটকে রেখেছি এবং লক্ষ্যটা সহজলভ্য ছিল।’
পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন হার্দিক পান্ডিয়াও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘উইকেট মোটেও ভালো ছিল না। আমাদের আরও ভালো পিচ খুঁজতে হবে।’
এর আগে রাঁচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর গতকাল ৬ উইকেটে জিতে সমতায় ফেরে ভারত। ১ ফেব্রুয়ারী আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি।
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
২৫ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১৩ ঘণ্টা আগে